গত ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি।
1/5রাজ্যের ১০৮ টি পুরসভার ভোটে কি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা সম্ভব? তা পশ্চিমবঙ্গ সরকারের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট। সেইসঙ্গে পুরভোটের পর্ব যতদিন চলছে, ততদিন ‘দুয়ারে সরকার’-এর মতো কর্মসূচি বন্ধ রাখা যায় কিনা, তা নিয়ে রাজ্যকে হলফনামা দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5গত ১২ ফেব্রুয়ারি রাজ্যের চার পুরনিগমের ভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে মামলা দায়ের করেছে বিজেপি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5বুধবার সেই মামলার শুনানিতে রাজ্যের থেকে হাইকোর্ট জানতে চায়, বিরোধীদের অভিযোগের প্রসঙ্গে কী ভাবছে নবান্ন? সেইসঙ্গে আগামী ২৭ ফেব্রুয়ারি যে ১০৮ টি পুরনিগমে ভোট আছে, তাতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে কিনা, তা রাজ্যের থেকে জানতে চেয়েছে হাইকোর্ট। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5পাশাপাশি পুরভোটের পর্ব মিটে যাওয়া পর্যন্ত 'দুয়ারে সরকার'-এর মতো কর্মসূচি স্থগিত রাখা যায় কিনা, সে বিষয়েও রাজ্যকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5আগামী সোমবার আবার মামলার শুনানির দিন ধার্য করা হয়েছে। (ফাইল ছবি, সৌজন্য সমীর জানা/হিন্দুস্তান টাইমস)