বাংলা নিউজ > ছবিঘর > WhatsApp Channels: চালু হল হোয়াটসঅ্যাপ চ্যানেলস, ফলো করা যবে ভারতীয় ক্রিকেট দলকে, কী এই নয়া ফিচার? কীভাবে করবে কাজ?

WhatsApp Channels: চালু হল হোয়াটসঅ্যাপ চ্যানেলস, ফলো করা যবে ভারতীয় ক্রিকেট দলকে, কী এই নয়া ফিচার? কীভাবে করবে কাজ?

এতদিন মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ছিল 'চ্যানেল' ফিচার। এবার সেই চ্যানেল ফিচার হাজির হল হোয়াটসঅ্যাপেও। ভারত সহ মোট ১৫০টি দেশে হোয়াটসঅ্যাপ চ্যানেল ফিচার লঞ্চ হয়েছে সম্প্রতি। এর আগে গত জুন মাসেই এই ফিচারটি 'লাইভ' হয়। তবে সেই সময় তা সব দেশে উপলব্ধ ছিল না।