Partha's close associate' Arpita Mukherjee: স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) দুর্নীতি মামলার তদন্তে উঠে এল জৈনক অর্পিতা মুখোপাধ্যায়ের নাম। এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) দাবি, প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হলেন অর্পিতা।
1/5ইডির দাবি, রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ‘ঘনিষ্ঠ সহযোগী’ হলেন অর্পিতা মুখোপাধ্যায়। তবে কোন সূত্রে তাঁদের পরিচিতি, সে বিষয়ে ইডির তরফে বিস্তারিতভাবে কিছু জানানো হয়নি। (ছবি সৌজন্যে ইডি)
2/5সূত্রের খবর, হরিদেবপুরের একটি ফ্ল্যাটে তল্লাশি চালানো হয়। ইডির তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে, অর্পিতার সেই ফ্ল্যাট থেকে প্রায় ২০ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। সেই নগদ অর্থ গোনার জন্য ব্যাঙ্কের আধিকারিকরা সাহায্য করছেন। নোট গোনার মেশিন ব্যবহার করা হচ্ছে। (ছবি সৌজন্যে ইডি)
3/5ইডি জানিয়েছে, অর্পিতার ফ্ল্যাট থেকে ২০ টি মোবাইল ফোন ব্যবহার করা হয়েছে। কোন কাজে সেই মোবাইল ফোনগুলি ব্যবহৃত হত, তা খতিয়ে দেখা হচ্ছে। (ছবি সৌজন্যে ইডি)
4/5অর্পিতার ফ্ল্যাট থেকে যে অর্থ উদ্ধার হয়েছে, তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন কুণাল ঘোষ। তিনি বলেন, ‘ইডি যে টাকা উদ্ধার করেছে, তার সঙ্গে তৃণমূলের কোনও সম্পর্ক নেই। এই তদন্তে যাঁদের নাম আসছে, এ প্রশ্নের জবাব দেওয়ার দায়িত্ব তাঁদের বা তাঁদের আইনজীবীদের। কেন দলের নাম জড়িয়ে প্রচার চলছে, দল নজর রাখছে। যথাসময় বক্তব্য জানাবে।’
5/5স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) দুর্নীতি মামলায় শুক্রবার সকালে পার্থের নাকতলার বাড়ি, রাজ্যের শিক্ষা দফতরের প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেখলিগঞ্জের বাড়ি-সহ প্রায় ১৩ টি জায়গায় অভিযান চালায় ইডি। (ছবি সৌজন্যে পিটিআই)