Windfall Tax on Petroleum Oil: বাড়ল অশোধিত তেলের উইন্ডফল ট্যাক্স, তবে ডিজেলের ওপর কর কমাল কেন্দ্র
Updated: 30 Sep 2023, 08:31 AM ISTফের এক দফায় অশোধিত জ্বালানি তেলের রফতানির ওপর উইন্ডফল ট্যাক্স বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। আজ থেকে এই নয়া রেট ধার্য করা হবে। এর আগে গত ১৫ সেপ্টেম্বরও এক দফায় বেড়েছিল অশোধিত তেলের ওপর উইন্ডফল ট্যাক্স। এদিকে এবার ডিজেলের ওপর উইন্ডফল ট্যাক্স কমিয়েছে সরকার।
পরবর্তী ফটো গ্যালারি