সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১২৯ রান করেছিলেন। আর ফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে করলেন ১৭০ রান। সেই সঙ্গে পুরুষ এবং মহিলা বিশ্বকাপ মিলিয়েই ক্রিকেট ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন হিলি। শুধু তাই নয় অ্যালিসা হিলির ইনিংসের হাত ধরে হল বহু নজিরও।
1/5এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রান করার নজির গড়লেন অ্যালিসা হিলি। তিনি এই বিশ্বকাপে মোট ৫০৯ রান করেছেন। তিনিই প্রথম মহিলা প্লেয়ার যিনি বিশ্বকাপে ৫০০ রানের গণ্ডি টপকালেন। এই তালিকায় এই বিশ্বকাপেই ৪৯৭ রান করে দুইয়ে রয়েছেন র্যাচেল হেইনস। কাকতালীয় হলেও পুরুষদের এক বিশ্বকাপে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ড রয়েছে হিলির স্বামী মিচেল স্টার্কের। তিনি ২০১৯ বিশ্বকাপে মোট ২৭ উইকেট নিয়েছিলেন।
2/5মেয়েদের ওডিআই ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে সর্বোচ্চ রান করলেন হিলি। তিনি বিশ্বকাপ ফাইনালে ১৭০ রান করেছেন। এটাই ইংল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের ওডিআই ক্রিকেটে সর্বোচ্চ রান। ২০০০ সালে অস্ট্রেলিয়ারই বেলিন্দা ক্লার্ক অপরাজিত ১৪৬ রান করেছিলেন। এতদিন সেটাই ছিল সর্বোচ্চ রান। এ ছাড়া এ বার বিশ্বকাপেই র্যাচেল হেইনস ইংল্যান্ডের বিরুদ্ধে করেছেন ১৩০ রান।
3/5১৭০ করে কোনও ওডিআই টুর্নামেন্টের ফাইনালে সর্বোচ্চ রান করেছেন হিলি। ছেলেদের ওডিআই বিশ্বকাপের ফাইনালে সর্বোচ্চ রান করেছেন সনৎ জয়সূর্য। তাঁর সংগ্রহ ১৮৯ রান। ২০০০ সালে ভারতের বিরুদ্ধে এই রান করেছিলেন জয়সূর্য।
4/5হিলি হলেন প্রথম প্লেয়ার, যিনি আইসিসি-র কোনও টুর্নামেন্টের ফাইনালে ১৫০ রানের বেশি স্কোর করলেন।
5/5পুরুষ এবং মহিলা বিশ্বকাপ মিলিয়েই প্রথম প্লেয়ার হিসেবে হিলি সেমিফাইনাল এবং ফাইনালে পরপর সেঞ্চুরি করলেন। এর আগে পুরুষ বা মহিলা কোনও প্লেয়ারই একই বিশ্বকাপের সেমিফাইনাল এবং ফাইনালে পরপর সেঞ্চুরি করতে পারেননি। ক্রিকেট ইতিহাসেই নতুন নজির গড়ে ফেলেছেন হিলি।