বাংলা নিউজ > ছবিঘর > World Bank on Indian GDP: ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাটছাঁট বিশ্ব ব্যাঙ্কের, এর মধ্যেও রয়েছে আশার আলো

World Bank on Indian GDP: ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে কাটছাঁট বিশ্ব ব্যাঙ্কের, এর মধ্যেও রয়েছে আশার আলো

কোভিড পরবর্তী পরিস্থিতিতে প্রায় স্বাভাবিক হওয়ার পথে বিশ্ব অর্থনীতি। তবে মাঝখান থেকে ইউক্রেন যুদ্ধ এবং পরপর ব্যাঙ্ক বিপর্যয়ে ধাক্কা খেয়েছে বিশ্ব অর্থনীতি। এর প্রভাব পড়েছে ভারতের ওপরও। এই আবহে ভারতের অর্থনৈতিক প্রবৃদ্ধির হারের পূর্বাভাসে কাটছাঁট করল বিশ্ব ব্যাঙ্ক।