World's ten richest person 2023: সম্প্রতি হিন্ডেনবার্গের রিপোর্টের কারণে আদানি সাম্রাজ্যে ধস নেমেছে। বিশ্বের ১০ ধনীদের তালিকা থেকে বেরিয়ে গিয়েছেন তিনি। নতুন কারা এই তালিকায়?
1/11কোভিডের পর পৃথিবীর চেহারা অনেকটাই পাল্টে গিয়েছে। কর্মসংস্থানের হাল বেশ করুণ। তবে এর মধ্যেও বেশ কয়েকটি আন্তর্জাতিক সংস্থার ধনসম্পত্তি ফুলে ফেঁপে উঠেছে। সংস্থার অধিকর্তারাও নাম তুলেছেন সেরা ধনীদের তালিকায়।
2/11জেফ বেজোস: আমেরিকান ধনকুবের জেফ বেজোস পৃথিবীর সবচেয়ে বড় খুচরো পণ্যের ওয়েবসাইট আমাজনের প্রতিষ্ঠাতা। তাঁর বর্তমান সম্পত্তির পরিমাণ ১৮৪ বিলিয়ন ডলার। প্রযুক্তির উপর বিনিয়োগ করেই সম্পত্তি গড়ে তুলেছেন জেফ। পাশাপাশি মহাকাশযাত্রার উপরেও এখন বিনিয়োগ করছেন তিনি।
3/11বার্নার্ড অ্যার্নল্ট ও তাঁর পরিবার: বার্নার্ড অ্যার্নল্ট ফরাসি বিলাসদ্রব্যের সংস্থা এলভিএমএইচের অধিকর্তা। বিশ্বের দ্বিতীয় ধনীর সম্পত্তির মোট মূল্য ১৩১ বিলিয়ন ডলার।
4/11বিল গেটস: ধনীতম ব্যক্তিদের তালিকায় তৃতীয় হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। পৃথিবীর সবচেয়ে বড় সফটওয়্যার সংস্থার অধিকর্তার মোট সম্পত্তির পরিমাণ ১২৭ বিলিয়ন ডলার।
5/11মার্ক জুকেরবার্গ: মেটার সংস্থার মালিক মার্ক ধনীদের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন। ফেসবুক থেকে হোয়াটসঅ্যাপ, জনপ্রিয় সোশ্যাল মিডিয়া সবই তার দখলে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ৯৭ বিলিয়ন ডলার।
6/11ওয়ারেন বাফে: বহুজাতিক সংস্থা বার্কশায়ার হাথওয়ের চেয়ারম্যান ও সিইও হলেন ওয়ারেন বাফে। বিভিন্ন সংস্থায় বিনিয়োগের মাধ্যমেই বেড়েছে তাঁর সম্পত্তির পরিমাণ। বর্তমানে সম্পত্তির মোট মূল্য ৯০ বিলিয়ন ডলার।
7/11ল্যারি ইলিসন: বিখ্যাত সফটওয়্যার সংস্থা ওরাকলের প্রতিষ্ঠাতা ও প্রাক্তন সিইও হলেন ল্যারি ইলিসন। ওরাকল ও অন্য কয়েকটি প্রযুক্তি সংস্থার পরিচালনা করতে করতেই তিনি এখন বিশ্বের ষষ্ঠ ধনীর স্থানে। সম্পত্তির মোট মূল্য ৭৭ বিলিয়ন ডলার।
8/11ল্যারি পেজ: বিশ্বের সবচেয়ে বড় সার্চ ইঞ্জিন গুগলের সহপ্রতিষ্ঠাতা হলেন ল্যারি পেজ। পৃথিবীর সপ্তম ধনীর বর্তমান সম্পত্তির মূল্য ৭৬ বিলিয়ন ডলার।
9/11সের্গেই ব্রিন: সের্গেই ব্রিন গুগলের আরেক প্রতিষ্ঠাতা। তিনি এখন বিশ্বের অষ্টম ধনীর স্থানে রয়েছেন। সম্পত্তির মোট মূল্য ৭১ বিলিয়ন ডলার।
10/11আমানসিও ওর্তেগা: আমানসিও ওর্তেগা বিশ্বের সবচেয়ে ধনীদের তালিকায় নবম স্থানে রয়েছেন। ইডিটেক্স নামের পোশাক প্রস্তুতকারী সংস্থার অধিকর্তা তিনি। সম্পত্তির মোট পরিমাণ ৬৬ বিলিয়ন ডলার।
11/11স্টিভ বামার: স্টিভ বামার মাইক্রোসফটের প্রাক্তন সিইও ছিলেন। মাইক্রোসফট ও অন্যান্য প্রযুক্তি সংস্থার মাধ্যমেই তার সম্পত্তি গড়ে তোলা। বিশ্বের দশম ধনীর মোট সম্পত্তির পরিমাণ ৬৫ বিলিয়ন ডলার।