ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টেস্ট এবং ওয়ানডে সিরিজের জন্য শুক্রবার স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই-এর নির্বাচকেরা। ১২ জুলাই থেকে শুরু হবে টেস্ট সিরিজ। ডমিনিকায় উইন্ডসর পার্কে প্রথম টেস্টটি হবে এবং দ্বিতীয় টেস্টটি ত্রিনিদাদের কুইন্স পার্ক ওভালে খেলা হবে। আর ওডিআই সিরিজের প্রথম ম্যাচ হবে বার্বাডোসের কেনসিংটন ওভালে।
খারাপ পারফরম্যান্সের কারণে উইন্ডিজের বিরুদ্ধে টেস্ট সিরিজে বাদ দেওয়া হয়েছে চেতেশ্বর পূজারাকে। এবং যশস্বী জয়সওয়াল তাঁর বদলে দলে ঢুকেছে। তবে আরও আশ্চর্যের বিষয় হল অজিঙ্কা রাহানেকে দলের সহ-অধিনায়ক হিসেবে নতুন করে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: অনুশীলনে নাক ভেঙেছিল উইন্ডিজ তারকা লেগ-স্পিনারের,শেষ পর্যন্ত করতে হল অস্ত্রোপচার
ঘরোয়া ক্রিকেট এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ভালো পারফরম্যান্স করার পর রাহানে প্রায় ১৮ মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের হাত ধরে ভারতীয় দলে প্রত্যাবর্তন করেছিলেন। এবং তিনি এই সুযোগের সদ্ব্যবহারও করেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম ইনিংসে ৮৯ রান করেছিলেন রাহানে। আর দ্বিতীয় ইনিংসে ৪৬ রান করেছিলেন তিনি। যেটা ভারতীয় ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান ছিল।
তবে দুম করে উইন্ডিজের বিরুদ্ধে তাঁকে দলের সহ-অধিনায়ক নির্বাচিত করা নিয়ে ক্রিকেট মহলের সকলেই একটু অবাকই হয়েছেন। তবে সোশ্যাল মিডিয়াতে এই সিদ্ধান্তের প্রেক্ষিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে। একটি অংশ রাহানের সমর্থনে সরব। এমন কী তারা রোহিতের পরবর্তী অধিনায়ক হিসেবে রাহানেকেই যোগ্য বলে দাবি করছে। অন্য দিকে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র সমালোচনাও চলছে। এই সিদ্ধান্তকে অদূরদর্শী এবং বোকা বোকা বলে দাবি করা হচ্ছে।
এ দিকে ভারতীয় ক্রিকেট মহল আবার দলে তরুণদের বেশি করে সুযোগ দেওয়ার দাবি তুলেছে। পাশাপাশি রোহিতের উত্তরসূরি তৈরি না করার জন্য ম্যানেজমেন্টকে তীব্র ভাবে সমালোচনা করে চলেছে।
টেস্ট স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, যশস্বী জয়সওয়াল, অজিঙ্কা রাহানে (সহ অধিনায়ক), কেএস ভরত (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, অক্ষর প্যাটেল মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, জয়দেব উনাদকাট, নবদীপ সাইনি।
ওডিআই স্কোয়াড: রোহিত শর্মা (ক্যাপ্টেন), শুভমন গিল, রুতুরাজ গায়কোয়াড়, বিরাট কোহলি, সূর্য কুমার যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), ইশান কিষাণ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া (সহ অধিনায়ক), শার্দুল ঠাকুর, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব, জয়দেব উনাদকাট, মহম্মদ সিরাজ, উমরান মালিক, মুকেশ কুমার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।