আইপিএলের পরে টি-২০ বিশ্বকাপ, ধুমধাড়াক্কা ক্রিকেটের রেশ এখনও তাজা আমিরশাহিতে। সেই রেশ কাটতে না কাটতে আবু ধাবিতে ফিরছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। তাও আবার ১০ ওভারের মারকাটারি ফর্ম্যাটে। শুক্রবার (১৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে আবু ধাবি টি-১০ লিগের পঞ্চম সংস্করণ। ক্রিস গেইল থেকে ইউসুফ পাঠান, টুর্নামেন্টে দেখা যাবে চাঁদের হাট। দেখে নেওয়া যাক ৬টি ফ্র্যাঞ্চাইজির পূর্ণাঙ্গ স্কোয়াড।
টিম আবু ধাবি: লিয়াম লিভিংস্টোন, ক্রিস গেইল, মার্চেন্ট ডি'ল্যাঙ্গ, কলিন ইনগ্রাম, ফিল সল্ট, পল স্টার্লিং, শেল্ডন কটরেল, ড্যানি ব্রিগস, জেমি ওভার্টন, নবীন উল হক, ফিডেল এডওয়ার্ডস, রোহন মুস্তাফা, নূর আহমেদ, মহম্মদ ফরাজউদ্দিন, আহমেদ ড্যানিয়েল, ক্রিস বেঞ্জামিন, ড্যানিয়েল জেমস।
বাংলা টাইগার্স: ফ্যাফ ডু'প্লেসি, জেমস ফকনার, বেনি হাওয়েল, জনসন চার্লস, হজরতউল্লাহ জাজাই, উইল জ্যাকস, আন্দ্রে ফ্লেচার, কাইস আহমেদ, ইসুরু উদানা, সাবির রাও, হাসান খালিদ, উইলিয়াম স্মিদ, অ্যাডাম লিথ, করিম জানাত, লিউক উড, টম হার্টলি, বিষ্ণু সুকুমারন (নাম তুলে নিয়েছেম মহম্মদ আমির)।
দিল্লি বুলস: ডোয়েন ব্র্যাভো, গুলবদিন নায়েব, মহম্মদ হাফিজ, ইয়ন মর্গ্যান, জসকরণ মালহোত্রা, রহমানুল্লাহ গুরবাজ, শেরফান রাদারফোর্ড, রিলি রসৌ, লিউক রাইট, ডমিনিক ড্রেকস, রবি রামপাল, আদিল রশিদ, নইম ইয়ং, আকিল হোসেন, শেরাজ আহমেদ, ফজলহক ফারুকি, হাফিজ উল রহমান, ডেভন থমাস।
চেন্নাই ব্রেভস: ইউসুফ পাঠান, দাসুন শানাকা, মহম্মদ শেহজাদ, রবি বোপারা, মুনাফ প্যাটেল, ধনঞ্জয়া লক্ষ্মণ, সামিউল্লাহ শিনওয়ারি, মার্ক দেয়াল, লক্ষ্মণ মঞ্জরেকর, খালিদ শাহ, কার্টিস ক্যাম্পহার, অ্যাঞ্জেলো পেরেরা, টিয়ন ওয়েবস্টার, রোমান ওয়াকার, টবি অ্যালবার্ট, ভানুকা রাজাপক্ষে, ফরিদ মালিক।
ডেকান গ্ল্যাডিয়েটর্স: আন্দ্রে রাসেল, টম ব্যান্টন, টম কোহলার-ক্যাডমোর, ডেভিড ওয়াইজ, রুম্মান রইস, টাইমাল মিলস, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নাজিবুল্লাহ জাদরান, ওডিন স্মিথ, সুলতান আহমেদ, হামিদ হাসান, টম মুর, ওয়াহাব রিয়াজ, আনোয়ার আলি, ইজহারউলহক নভিদ, নভ পারবেজা, আসিফ খান।
নর্দার্ন ওয়ারিয়র্স: ক্রিজ জর্ডন, মইন আলি, রোভম্যান পাওয়েল, ইমরান তাহির, উপুল থরঙ্গা, রায়াদ এমরিত, মার্ক ওয়াট, সমিত প্যাটেল, কেনার লুইস, অভিমন্যু মিঠুন, কাউনাইন আব্বাস, উমর আলি খান, আব্দুল শাকুর, জোস লিটল, গ্যারেথ ডেলানি, যো মহেশ, রস হোয়াইটলি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।