শুভব্রত মুখার্জি: সবেমাত্র শেষ হয়েছে হকিতে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির আসর। চেন্নাইয়ের মেজর রাধাকৃষনান স্টেডিয়ামে ফাইনালে পিছিয়ে পড়েও অনবদ্য কামব্যাক করে মালয়েশিয়াকে হারিয়ে খেতাব নিশ্চিত করেন হরমনপ্রীত সিংরা। মালয়েশিয়াকে ফাইনালে তারা হারান ৪-৩ ফলে। আর এই পারফরম্যান্সের পুরস্কার যেন পেল ভারতীয় সিনিয়র পুরুষ হকি দল। বিশ্ব হকির নিয়ামক সংস্থা এফএইআইচ দ্বারা প্রকাশিত নয়া ক্রমতালিকায় তিন নম্বরে উঠে এলেন শ্রীজেশরা।
চিনের হাংঝাউতে অনুষ্ঠিত হতে চলা এশিয়ান গেমসের আগে এই নয়া ক্রমতালিকায় ভারতের উত্থান তাদের জন্য নিঃসন্দেহে সুখবর। ভারতের ঝুলিতে এই মুহূর্তে রয়েছে ২৭৭১.৩৫ পয়েন্ট। তারা টপকে গিয়েছে ইংল্যান্ডকে। যাদের ঝুলিতে রয়েছে ২৭৬৩.৫০ পয়েন্ট। এই মুহূর্তে শীর্ষে রয়েছে নেদারল্যান্ডস।যাদের রয়েছে ৩০৯৫.৯০ পয়েন্ট। দুইয়ে রয়েছে বেলজিয়াম। যাদের পয়েন্ট ২৯১৭.৮৭। এই নিয়ে শেষ কয়েকবছরে দ্বিতীয়বার ভারত উঠে এল তিন নম্বরে। শেষবার ২০২১ সালে তারা উঠে এসেছিল তিন নম্বরে। টোকিয়ো অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের পরে তারা তিন নম্বরে উঠে এসেছিল। ৪১ বছরে অলিম্পিক গেমসে যা ছিল তাদের প্রথম পদক।
শনিবার এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে দুরন্ত কামব্যাক করে ভারত। বিরতির সময়ে ভারত পিছিয়ে ছিল ৩-১ ফলে। সেখান থেকে ম্যাচে কামব্যাক করেন সেলভাম কার্তিরা। শেষ পর্যন্ত ৪-৩ ফলে তারা জিতে নেয় ফাইনালের শিরোপা। ২০২১ সালে তারা এই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই তিন নম্বরে শেষ করেছিল। অন্যদিকে রানার্স আপ মালয়েশিয়া এই মুহূর্তে রয়েছে নয় নম্বরে। দক্ষিণ কোরিয়া ১১, পাকিস্তান ১৬, জাপান ১৮ এবং চিন ২৮ নম্বরে রয়েছে তালিকায়। ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হবে হাংঝাউ এশিয়ান গেমস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।