বাংলা নিউজ > ময়দান > অ্যান্ডারসনদের দাপুটে বোলিংয়ে ২য় টেস্টের প্রথম দিনে অ্যাডভান্টেজ ইংল্যান্ড

অ্যান্ডারসনদের দাপুটে বোলিংয়ে ২য় টেস্টের প্রথম দিনে অ্যাডভান্টেজ ইংল্যান্ড

অ্যান্ডারসন, ব্রডের দাপুটে বোলিংয়ে এগিয়ে ইংল্যান্ড

দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা নেমেছিল ১-০ ফলে এগিয়ে থেকেই। সাথে ছিল অফুরন্ত আত্মবিশ্বাস। তবে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে কার্যত ধরাশায়ী হয়ে পড়ল প্রোটিয়া ব্যাটাররা। সেই ব্রড-অ্যান্ডারসন জুটির আগুনে বোলিংয়ের ফলে প্রথম দিনের শেষে ব্যাকফুটে প্রোটিয়ারা।

শুভব্রত মুখার্জি: সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ডের 'ব্যাজবল' ঘরানার ক্রিকেটকে কার্যত চূর্ণ করে জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকা নেমেছিল ১-০ ফলে এগিয়ে থেকেই। সাথে ছিল অফুরন্ত আত্মবিশ্বাস। তবে ম্যাঞ্চেস্টারে দ্বিতীয় টেস্টে প্রথম ইনিংসে কার্যত ধরাশায়ী হয়ে পড়ল প্রোটিয়া ব্যাটাররা। সেই ব্রড-অ্যান্ডারসন জুটির আগুনে বোলিংয়ের ফলে প্রথম দিনের শেষে ব্যাকফুটে প্রোটিয়ারা।

আরও পড়ুন… বিরাট দাদার রাগকে ভয় পাই, অকপট ঋষভ পন্ত

এদিন প্রথমে ব্যাট করতে নেমেই চাপে পড়ে যায় ডিন এলগাররা। আগের ম্যাচের নায়ক দুই ওপেনার ডিন এলগার এবং এল সারাউই খুব অল্প রানেই আউট হয়ে যান। এলগার করেন মাত্র ১২ রান আর সারাউই আউট হন ৩ রান করে। এরপর কিগান পিটারসেন এবং এইডেন মার্করাম কিছুটা প্রতিরোধের চেষ্টা করলেও সফল হননি। কিগান ২১, মার্করাম ১৪, ডুসেন ১৬ এবং ভেরেইনে ২১ রান করে প্যাভিলিয়নে ফেরার পর একটা সময় স্কোর ছিল ৬ উইকেটে ৯২রান। সেখান থেকে কাগিসো রাবাদার ৩৬ রানে ভর করে শেষ পর্যন্ত ১৫১ রানে পৌঁছাতে সক্ষম হয় প্রোটিয়ারা। ব্রড এবং অ্যান্ডারসন দুজনেই তিনটি করে উইকেট পেয়েছেন।

আরও পড়ুন… নেটে হিটম্যানের ছক্কার ঝড়ে উড়ে গেলেন জাদেজা-অশ্বিন, পাকিস্তানকে হুঁশিয়ারি?

রান তাড়া করতে নেমে চাপে পড়ে যায় ইংল্যান্ড। দলীয় পাঁচ রানের মাথায় ব্যক্তিগত চার রান করে আউট হন অ্যালেক্স লিস। এরপর অলি পোপ ২৩ রান করে এবং জো রুট ৯ রান করে প্যাভিলিয়নে ফিরে যান। তারপরেই ব্যাট হাতে কাউন্টার অ্যাটাক শুরু করেন বেয়ারস্টো। দিনের শেষে ৪৫ বলে ৩৮ রান করে নট আউট রয়েছেন তিনি। তাকে ক্রিজে সঙ্গ দিয়ে ১৭ রানে অপরাজিত রয়েছেন জ্যাক ক্রলি। দিনের শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ১১১ রান। প্রোটিয়াদের প্রথম ইনিংস স্কোর থেকে মাত্র ৪০ রান দূরে। রাবাদা, এনগিডি ও নরকিয়া তিনজনেই একটি করে উইকেট নিয়েছেন।

বন্ধ করুন