মাত্র ২৭ বছর বয়স তাঁর। আর এই বয়সেই টেনিসকে পুরোপুরি ভাবে বিদায় জানালেন অ্যানেট কোন্টাভেইট। গত বছর অর্থাৎ ২০২২ সালে বিশ্ব মহিলাদের টেনিস র্যাঙ্কিংয়ের দ্বিতীয় স্থানে জায়গা করে নেন এই টেনিস সুন্দরী। বেশ ফর্মেই ছিলেন বলা চলে। কিন্তু হঠাৎ তাঁর এমন সিদ্ধান্তে অবাক হয়েছে গোটা টেনিস বিশ্ব। জানা গিয়েছে, তাঁর চোটের অবস্থা এতটাই খারাপ যে কোর্টে নামার আর কোনও রকম ঝুঁকি তিনি নিতে পারবেন না।
আগামী ৩ জুলাই উইম্বলডনের আগে শেষবার ঘাসের কোর্টে নামবেন এই কোন্টাভেইট। ইনস্টাগ্রামে এমনটাই জানিয়েছেন তিনি। এই টেনিস সুন্দরী লিখেছেন, 'গত কয়েক মাস ধরে আমি বিভিন্ন চিকিৎসকদের পরামর্শ নিয়েছি। তারা কেউই আমাকে ফের কোর্টে দেখতে চায় না। কারণ আমার চোট এতটাই খারাপ পরিস্থিতির মধ্যে রয়েছে যে কোনও ভাবেই আর কামব্যাক করা সম্ভব নয়। তাই আমি অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেললাম। আমি নিজেও খুব হতাশ হয়ে পড়েছি। এই রকম পরিস্থিতির মধ্যে পড়তে হবে একেবারেই কল্পনা করতে পারিনি। আমার পক্ষে কোনও ভাবে শীর্ষ স্থানীয় টুর্নামেন্ট খেলা সম্ভব নয়। তাই এমন সিদ্ধান্ত নিতে আমি বাধ্য হলাম।'
তিনি আরও লিখেছেন, 'এই টেনিস আমাকে সবকিছু দিয়েছে। আমি নিজেকে গর্বিত বলে মনে করি। এই সিদ্ধান্তটা নেওয়া আমার কাছে খুব কঠিন কাজ ছিল। টেনিস কোর্টে এস্তোনিয়ান পতাকা নিয়ে আসা এবং সারা বিশ্বে আমার সমর্থক ও ভক্তদের সামনে খেলতে পারাটা আমার জন্য গুরুত্বপূর্ণ ছিল। কিন্তু কিছু করার নেই। এই সব কিছু মিস করব।'
কোন্টাভেইট মহিলাদের সিঙ্গলসে ৬ বার জিতেছেন। শুধু তাই নয়, একাধিক রেকর্ডও রয়েছে তাঁর ঝুলিতে। ২০১৭ থেকে ২০১৭ সাল পর্যন্ত দুর্দান্ত ফর্মে ছিলেন তিনি। পাশাপাশি ২০২০ অস্ট্রেলিয়া ওপেনের কোয়ার্টার ফাইনালেও জায়গা করে নেন কোন্টাভেইট। এই টেনিস সুন্দরীর অবসরের সিদ্ধান্ত যেমন অবাক করেছে সকলকে, ঠিক তেমনই অনেকেই তাঁর পাশে দাঁড়িয়ে শুভেচ্ছা জানিয়েছে। টেনিস তারকা মারিয়া সাকারি বলেছেন, 'আমি খুব গর্বিত তুমি এতদিন যা অর্জন করেছ তা দেখে। তুমি আমার পছন্দের কোয়ারান্টিন সঙ্গী।'
প্রাক্তন ইউএস ওপেন চ্যাম্পিয়ন সোলানে স্টিফেনস জানিয়েছেন, 'তোমাকে দেখতে আমাকে এখনই এস্তোনিয়ায় যেতে হবে। আমি তোমাকে কতটা মিস করছি, তা তোমার ধারণা নেই। আগামী দিনগুলি তোমার অনেক কষ্টকর হবে। কারণ তুমি তোমার ভালোবাসাকে এই ভাবে হারিয়েছ। আমি মুখিয়ে রয়েছি তোমার আগামী দিনগুলি দেখার জন্য। তুমি খুব ভালো থেকো। তোমাকে খুব ভালোবাসি।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।