বাংলা নিউজ > ময়দান > এশিয়ান গেমস ২০২৩ > Asian Games 2023: ২ ওভারেই গড়ে দিলেন ম্যাচের ভাগ্য, ডাবল উইকেট-মেডেনে তিতাস গড়লেন এমন এক নজির, যা আর কোনও ভারতীয়র নেই

Asian Games 2023: ২ ওভারেই গড়ে দিলেন ম্যাচের ভাগ্য, ডাবল উইকেট-মেডেনে তিতাস গড়লেন এমন এক নজির, যা আর কোনও ভারতীয়র নেই

ফাইনালে আগুন ঝরালেন তিতাস। ছবি- এএফপি।

India vs Sri Lanka Asian Games 2023 Women's Cricket Gold Medal Match: মাঠে উপস্থিত থেকে দীপ্তি শর্মা দেখলেন, রাজ্যদলের সতীর্থ কীভাবে ছিনিয়ে নিয়ে গেলেন তাঁর ব্যক্তিগত নজির।

এলেন-দেখলেন-জয় করলেন বলা যায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়ান গেমসের ফাইনালে বাংলার তিতাস বল হাতে অপ্রতিরোধ্য হয়ে না উঠলে ভারতের পক্ষে সোনা জেতা সম্ভব হতো না। কেননা ভারতের হাতে পুঁজি ছিল নিতান্ত কম। তার উপর শ্রীলঙ্কার ক্যাপ্টেন শুরুতেই চার-ছক্কা হাঁকিয়ে ঝড় তোলার ইঙ্গিত দেন।

তিতাসের প্রথম ২টি ওভারই ম্যাচের ভবিষ্যৎ নির্ধারণ করে দিয়ে যায়। নিজের প্রথম ওভারে কোনও রান না দিয়ে ২টি উইকেট তুলে নেন তিতাস। নিজের দ্বিতীয় ওভারে বল করতে এসে শ্রীলঙ্কার সেরা তারকা চামারি আতাপাত্তুর উইকেট তুলে নেন তিনি। সেই সুবাদে ম্যাচের রাশ ভারতের হাতে এনে দেন দিন কয়েক পরেই ১৯ বছরে পা দিতে চলা বাংলার ডানহাতি পেসার।

সুতরাং, তিতাস নিজের প্রথম ২ ওভারেই ম্যাচের রং বদলে দেন বললে মোটেও ভুল বলা হয় না। সেই সঙ্গে ডাবল উইকেট-মেডেন ওভারে তিনি গড়ে ফেলেন এমন এক নজির, যা ভারতের আর কোনও বোলারের নেই। ঘরোয়া ক্রিকেটে বাংলার হয়েই প্রতিনিধিত্ব করা দীপ্তি শর্মা মাঠে উপস্থিত থেকে দেখলেন, কীভাবে তার রেকর্ড ভেঙে খানখান করলেন তিতাস।

এশিয়ান গেমসের ফাইনালে টস জিতে শুরুতে ব্যাট করেত নামে ভারত। যদিও বড় রানের ইনিংস গড়তে ব্যর্থ হন হরমনপ্রীত কৌররা। নির্ধারিত ২০ ওভারে ভারত ৭ উইকেটের বিনিময়ে মাত্র ১১৬ রান সংগ্রহ করে। স্মৃতি মন্ধনা (৪৬) ও জেমিমা রডরিগেজ (৪২) ছাড়া ভারতের আর কোনও ব্যাটারই দুই অঙ্কের রানে পৌঁছতে পারেননি। সুতরাং, জয়ের জন্য শ্রীলঙ্কার সামনে ১১৭ রানের ছোটখাটো লক্ষ্যমাত্রা ঝুলিয়ে দেয় টিম ইন্ডিয়া।

আরও পড়ুন:- ‘এটা কোচ-ক্যাপ্টেনের মাথাব্যাথা, আমার নয়’, সিরিজ জিতেও লোকেশ কোন সমস্যার দায় চাপালেন রোহিত-দ্রাবিড়ের ঘাড়ে?

পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা প্রথম ওভারেই ১২ রান তুলে নেয়। দীপ্তি শর্মার বলে ১টি ছক্কা ও ১টি চার মারেন চামারি আতাপাত্তু। শুরুতেই শ্রীলঙ্কার এমন আক্রমণ ভারতীয় শিবিরকে বিচলিত করার পক্ষে যথেষ্ট ছিল। কেননা আতাপাত্তু ছন্দে থাকলে যে একার হাতে ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দিতে পারেন, সেটা ভালো মতোই বোঝেন কৌররা।

হরমনপ্রীত ইনিংসের তৃতীয় ওভারেই বোলিং আক্রমণে নিয়ে আসেন তিতাস সাধুকে। প্রথম বলেই তিতাস সাজঘরে ফেরান অনুষ্কা সঞ্জীবনীকে। ২.১ ওভারে তিতাসের বলে হরমনপ্রীতের হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার ওপেনার। সেই ওভারের চতুর্থ বলে গুণরত্নেকে বোল্ড করেন তিতাস। নিজের প্রথম ওভারে কোনও রান খরচ না করেই ২টি উইকেট তুলে নেন সাধু।

আরও পড়ুন:- Asian Games Cricket: ফাইনালে জ্বলে উঠলেন বাংলার তিতাস, ক্রিকেটে সোনা এল ভারতের ঘরে, ছবির অ্যালবামে IND vs SL লড়াই

পরে ইনিংসের পঞ্চম ওভারে পুনরায় বল করতে এসে ভারতের ভয়ের কারণ আতাপাত্তুর উইকেট তুলে নেন তিতাস। ৪.২ ওভারে সাধুর বলে দীপ্তির হাতে ধরা দিয়ে মাঠ ছাড়েন চামারি। সেই ওভারে নীলাক্ষীর উইকেটটিও তুলে নিতে পারতেন সাধু। তবে আমনজ্যোৎ ক্যাচ মিস করায় তা সম্ভব হয়নি। শেষমেশ তিতাস ৪ ওভারে ১টি মেডেন-সহ মাত্র ৬ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। শ্রীলঙ্কা ২০ ওভারে ৮ উইকেটের বিনিময়ে ১৯৭ রানে আটকে যায়। ১৯ রানে ম্যাচ জিতে সোনার পদর গলায় ঝোলান হরমনপ্রীতরা।

উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথম ভারতের কোন বোলার কোনও আন্তর্জাতিক টি-২০ টুর্নামেন্টের ফাইনালে ডাবল উইকেট-মেডেন নেওয়ার কৃতিত্ব অর্জন করলেন। গতবছর দীপ্তি শর্মা শ্রীলঙ্কার বিরুদ্ধে এশিয়া কাপের ফাইনালে সিঙ্গেল উইকেট-মেডেন নিয়েছিলেন। এদিন তিতাস টপকে গেলেন দীপ্তিকে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ম্যাচ জেতানোর পরেই এল খারাপ সংবাদ! শাস্তির মুখে পড়তে হল GT ক্যাপ্টেন শুভমন গিল বৃহস্পতি শুক্রর মিলনে ৪ রাশি হবে কঠিন সময়ের মুখোমুখি, হতে পারে আর্থিক ক্ষতি জোড়া ঘূর্ণাবর্তের প্রভাব বাংলায় হবে ভারী বৃষ্টি, কলকাতায় পারদ চড়বে কবে থেকে? হবু মায়েদের এই মাদার্স ডে’তে কী উপহার দিতে পারেন? রইল তালিকা এটাই আমার শেষ… ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন! দেখুন KKR-এর ডিলিট করা সেই ভিডিয়ো NH2 হয়ে ছুটবে স্বপ্ন? টাটাকে 'জমি না দেওয়া' সিঙ্গুর তাকিয়ে NHAI'র প্রকল্পের দিকে মায়ের বসকে বাবা বানাতে চায় মিহি! সিঙ্গল মাদারের লড়াইয়ের গল্প নিয়ে ফিরছেন মোহনা বিয়ে করেননি, তবে মা হয়েছিলেন, এবার একতা কাপুরের কোলে আসছে দ্বিতীয় সন্তান? উলটো পথে হাঁটবেন শনিদেব, বড়সড় প্রভাব পড়বে ৫ রাশির জীবনে! কী কী হবে এবার রাজভবনে শ্লীলতাহানির তদন্তে নয়া মোড়, বড় দাবি '১৫ মিনিট' নিয়ে, থানায় তলব ৩ জনকে

Latest IPL News

ম্যাচ জেতানোর পরেই এল খারাপ সংবাদ! শাস্তির মুখে পড়তে হল GT ক্যাপ্টেন শুভমন গিল এটাই আমার শেষ… ভাইরাল রোহিত-অভিষেকের কথোপকথন! দেখুন KKR-এর ডিলিট করা সেই ভিডিয়ো ধোনির উন্মাদনা! সব নিরাপত্তা ভেঙে মাঠে ঢুকে মাহির সামনে মাথা নত করলেন ভক্ত রাহুলের পাশে দাঁড়ালেন গম্ভীর, শাহরুখের প্রশংসা করে গোয়েঙ্কাকে দিলেন শিক্ষা গিল-সুদর্শনের জোড়া শতরান, ডু-অর-ডাই ম্যাচে চেন্নাইকে ওড়াল গুজরাট টাইটানস T20 World Cup খেলতে কবে দেশ ছাড়বেন কোহলিরা, জানিয়ে দিলেন বোর্ড সচিব জয় শাহ টানা দশ বছর ধরে IPL-এ ব্যর্থ, হতাশাজনক পারফরমেন্সে রেকর্ড পঞ্জাব কিংসের GT-র বিরুদ্ধে মাঠে নামার আগে IPL 2023 Final-এর স্মৃতি ফেরালেন রবীন্দ্র জাদেজা আমি জানি আমায় আরও রিস্ক নিতে হবে- স্পিনারদের বিরুদ্ধে কোহলির নতুন কৌশলটা কী? সানরাইজার্সের সঙ্গে সম্পর্ক ভালো নয়, তবু পুরোনো দলকে প্লে অফের দৌড়ে রাখছেন লারা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.