২৩ সেপ্টেম্বর এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান। আর এই উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং অলিম্পিক্সে পদকজয়ী বক্সার লভলিনা বরগোঁহাই। ভারতীয় অলিম্পিক্স সংস্থার পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে। বিজ্ঞপ্তি জারি করে এই দুই অ্যাথলিটের কথা জানিয়ে তারা। এই বছর মোট ৬৫৫জন ক্রীড়াবিদ ভারতের বিভিন্ন বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করছেন। এই বছর ভারত প্রথম এতজন ক্রীড়াবিদকে এশিয়ান গেমসের জন্য পাঠাচ্ছে।
ভারত এই বছর ২ জন যৌথ পতাকাবাহক রাখছে। এই বিষয়ে ভূপেন্দর সিং বাজওয়া সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, 'আজ আমরা অনেক আলোচনার পরে এই সিদ্ধান্তে পৌঁছেছি। এবার আমাদের কাছে এশিয়ান গেমসে পুরো ভারতীয় দলের জন্য ২ জন পতাকাবাহী থাকবেন। হকি অধিনায়ক হরমনপ্রীত সিং এবং বক্সার লভলিনা বরগোঁহাই পতাকাবহন করবেন।'
জ্যাভলিন তারকা নীরজ চোপড়া ২০১৮ জাকার্তা এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে এই দায়িত্ব পালন করেন। যারা এইবার পতাকা বাহক হিসেবে থাকবেন তাদের মধ্যে লভলিনা টোকিও অলিম্পিক্সে ৬৯ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জিতেছেন। এছাড়াও এই বছর তিনি নয়াদিল্লিতে বিশ্ব মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপে ৭৫ কেজি বিভাগে সোনা জিতেছেন। অন্যদিকে হরমনপ্রীত বিশ্বের অন্যতম সেরা ড্র্যাগ-ফ্লিকার এবং টোকিও গেমসে ঐতিহাসিক ব্রোঞ্জ জিতে নেওয়া দলের অংশ ছিলেন অলিম্পিক্সে ভারতীয় হকি দলের চার দশকেরও বেশি সময় ধরে পদকের খরা ভেঙে দিয়েছিল। ভারতীয় পুরুষ হকি দল ২০২৪ সালের প্যারিস অলিম্পিক্সের জন্য সরাসরি যোগ্যতা অর্জন করার লক্ষ্যে চিনে এশিয়ান গেমসে স্বর্ণপদক জেতার লক্ষ্যে ঝাপাবে।
অন্যদিকে এশিয়ান গেমসে বহু বছর পর ভারতীয় ক্রিকেট বোর্ড নিজেদের দল পাঠিয়েছে। পুরুষ এবং মহিলা দুই দলই এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। যেহেতু আগামী মাসে বিশ্বকাপ শুরু হবে তাই ভারতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান দল খেলবে না। তরুণ ক্রিকেটার রুতুরাজ গায়কোয়াড় অধিনায়ক করে এশিয়ান গেমসে ঝাপাতে চলেছে ভারতীয় দল। মহিলা ক্রিকেট দল অবশ্য নিজেদের প্রধান দল নিয়েই এই টুর্নামেন্ট খেলবে। অধিনায়ক থাকছেন হরমনপ্রীত কৌর এবং সহঅধিনায়ক থাকছেন স্মৃতি মন্ধনা। এখন দেখার বিষয় এটাই এই টুর্নামেন্টে প্রতিটি ইভেন্টে ভারত কেমন পারফরম্যান্স করে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।