
'BCCI অন্যায় দাবি করেনি', ব্রিসবেন টেস্টের জটিলতা নিয়ে ভারতীয় দলকে সমর্থন গাভাসকরের
১ মিনিটে পড়ুন . Updated: 08 Jan 2021, 04:29 PM IST- কোয়ারান্টাইন প্রোটোকল শিথিল করার দাবি জানিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়েছে ভারতীয় বোর্ড।
ব্রিসবেনে কোয়ারান্টাইন প্রোটোকল শিথিল করার ভারতীয় বোর্ডের দাবিকে সমর্থন করলেন সুনীল গাভাসকর। তাঁর সাফ কথা, কুইন্সল্যান্ড সরকার যেমন তাদের জনগনের স্বার্থ রক্ষার কথা ভাবছে, ঠিক তেমনই বিসিসিআইয়ের অধিকার আগে ভারতীয় ক্রিকেটারদের স্বার্থের দিকে নজর দেওয়ার। এটা দোষের নয়।
গাভাসকরের মত, টিম হোটেলে ক্রিকেটাররা নিজেদের মধ্যে মেলামেশা করতে চাইলে, সেটা কোনওভাবেই অন্যায় দাবি নয়। অস্ট্রেলিয়ার দর্শকরা যদি খেলা দেখে রেস্টুরেন্টে যেতে পারে, পানশালায় যেতে পারে, তবে ভারতীয় ক্রিকেটারদের টিম হোটেলে একসঙ্গে সময় কাটাতে না দেওয়ার কোনও যুক্তি নেই।
সানি বলেন, ‘কুইন্সল্যান্ড সরকারের অধিকার আছে তাদের জনগনের স্বার্থ রক্ষার। একই ভাবে বিসিসিআইয়েরও ভারতীয় ক্রিকেটারদের স্বার্থ রক্ষার অধিকার রয়েছে বলে আমার বিশ্বাস। এটা ভোলা কখনই উচিত নয়।’
সিডনির উদাহরণ দিয়ে গাভাসকর বলেন, ‘সিডনিতে লোকে খেলা দেখতে আসেছে। খেলার শেষে রেস্তোরাঁয় যাচ্ছে, ২০-৩০ জন মানুষ পানশালায় যাচ্ছে। বল গ্যালারিতে যাচ্ছে। সবার ছোঁয়া লাগছে। এটা যদি মেনে নেওয়া যায়, তবে ক্রিকেটারদের একসঙ্গে সময় কাটাতে না দেওয়ার যুক্তি নেই। ওরা চাইছে অস্ট্রেলিয়ার নাগরিকদের মতোই ওদের থাকতে দেওয়া হোক। খেলোয়াড়রা মাঠে ১০ ঘণ্টা একসঙ্গে থাকছে। তাহলে হোটেলে একসঙ্গে মেলামেশা করতে দোষ কোথায়!’