
Australia vs India: অ্যাডিলেডে দিন-রাতের টেস্টে নেই গিল, পন্তকে পিছনে ফেলে প্রথম টেস্টে মাঠে নামছেন ঋদ্ধি
১ মিনিটে পড়ুন . Updated: 16 Dec 2020, 01:39 PM IST- অ্যাডিলেডে গোলাপি বলে ডে-নাইট টেস্টের জন্য দল ঘোষণা টিম ইন্ডিয়ার।
ম্যাচ শুরুর আগের দিনই অ্যাডিলেড টেস্টের দল ঘোষণা করল ভারত। প্রথম টেস্টের দলে জায়গা পেলেন না শুভমন গিল। মায়াঙ্ক আগরওয়ালের সঙ্গে ওপেন করবেন পৃথ্বী শ।
দুই উইকেটকিপারের দলে ঢোকার লড়াইয়ে ঋষভ পন্তকে পিছনে ফেলে দিলেন ঋদ্ধিমান সাহা। অ্যাডিলেডে গোলাপি বলে দিন-রাতের টেস্ট খেলবেন বাংলার তারকা উইকেটকিপার-ব্যাটসম্যান।
সচরাচর অস্ট্রেলিয়াকে এমনটা করতে দেখা যায়। হোম টেস্টের আগের দিন প্রথম একাদশ ঘোষণা করে দেয় অজিরা। ছবিটা এবার পুরোপুরি ভিন্ন। চোট-আঘাত নিয়ে সমস্যা ক্রমশ জটিল হয়ে ওঠায় অস্ট্রেলিয়া ম্যাচ দিন টসের আগে দল ঘোষণা করবে বলে জানিয়ে দিয়েছে। অন্যদিকে আত্মবিশ্বাসী ভারত ম্যাচের আগের দিনই প্রথম একাদশ নিয়ে যাবতীয় জল্পনায় দাঁড়ি টেনে দেয়।
ওপেনে মায়াঙ্ক আগরওয়াল অটোমেটিক চয়েজ ছিলেন। রোহিত না থাকায় তাঁর পরিবর্তে কাকে ওপেন করাবে ভারত, তা নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল সমর্থকদের মধ্যে। গিল ও পৃথ্বী তুল্যমূল্য ফর্মে রয়েছেন। বরং আইপিএলের সময় থেকে ব্যাট হাতে পৃথ্বীকে কিছুটা হলেও ব্যাকফুটে ঠেলে দেন গিল। তা সত্ত্বেও পৃথ্বীর অভিজ্ঞতাকে আগ্রাধিকার দেয় টিম ম্যানেজমেন্ট।
ঋদ্ধি ও ঋষভ, দু'জনেই প্রস্তুতি ম্যাচে ব্যাট হাতে নজর কেড়েছেন। তবে ঋদ্ধির কিপিং অনেক পরিণত হওয়ায় তাঁকেই প্রথম টেস্টে মাঠে নামানোর সিদ্ধান্ত নেন কোহলিরা। একমাত্র স্পিনার হিসেবে প্রথম একাদশে জায়গা পেয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় পেসার হিসেবে উমেশ যাদবকে খেলানোর ইঙ্গিত দিয়েছিলেন কোচ রবি শাস্ত্রী। সেই মতোই মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহর সঙ্গী হচ্ছেন উমেশ।
অ্যাডিলেড টেস্টে ভারতের প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, পৃথ্বী শ, চেতেশ্বর পূজারা, বিরাট কোহলি (ক্যাপ্টেন), অজিঙ্কা রাহানে (ভাইস ক্যাপ্টেন), হনুমা বিহারী, ঋদ্ধিমান সাহা (উইকেটকিপার), রবিচন্দ্রন অশ্বিন, উমেশ যাদব, মহম্মদ শামি ও জসপ্রীত বুমরাহ।