
Aus vs Ind: অ্যাডিলেডেই পন্টিংকে টপকাতে পারেন বিরাট, গড়তে পারেন অভাবনীয় রেকর্ড
১ মিনিটে পড়ুন . Updated: 15 Dec 2020, 11:28 PM IST- মাত্র দুটি ইনিংস পাবেন। তাতেই বিশ্বরেকর্ড গড়তে পারেন কোহলি।
শুভব্রত মুখার্জি
একজন বর্তমান বিশ্ব ক্রিকেটের সেরা ব্যাটসম্যান। অপরজন একসময় বিশ্ব ক্রিকেটকে ব্যাট হাতে শাসন করেছেন। একজন ভারত অধিনায়ক বিরাট কোহলি এবং অপরজন প্রাক্তন অস্ট্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং। দু'জনেই ক্রিকেটের ইতিহাসে কিংবদন্তি ক্রিকেটার। এবার ভারত বনাম অস্ট্রেলিয়া টেস্ট সিরিজের শুরুতেই প্রথম ম্যাচে কিংবদন্তি পন্টিংকে ছাপিয়ে যাওয়ার হাতছানি ভারত অধিনায়কের সামনে।
আগামী ১৭ ডিসেম্বর অ্যাডিলেডে দিনরাতের টেস্ট খেলতে নামছে ভারত। আর এই অ্যাডিলেডের গোলাপি মহারণের মঞ্চেই টেস্টে এক বড়সড় কৃতিত্বের মালিক হতে পারেন ভারত অধিনায়ক বিরাট কোহলি। ২০০৮ সালের পর এই প্রথমবারের মত কোনও ক্যালেন্ডার বর্ষে কোহলির একটিও শতরান না থাকার পরিস্থিতি ইতিমধ্যেই তৈরি হয়ে রয়েছে। তবে অ্যাডিলেডে সব হিসেব বদলে যেতে পারে।
প্রসঙ্গত পিতৃত্বকালীন ছুটির কারণে প্রথম টেস্টের পর ফিরে আসবেন বিরাট। সিরিজের প্রথম টেস্টে কোহলি শতরান করতে পারলেই অবশ্য পেরিয়ে যাবেন কিংবদন্তি রিকি পন্টিংকে। অ্যাডিলেডে দিনরাতের মহারণে শতরান করলেই অধিনায়ক হিসেবে কোহলির সেঞ্চুরির সংখ্যা দাঁড়াবে ৪২ টি। যার ফলে তিনি ছাপিয়ে যাবেন পান্টারকে। আপাতত দু'জনেরই শতরানের সংখ্যা ৪১টি। তাই অ্যাডিলেড টেস্টে শতরান করলেই পন্টিংকে ছাপিয়ে যাবেন কোহলির।
উল্লেখ্য ইডেনের মাটিতে বাংলাদেশ দলের বিপক্ষে গোলাপি মহারণে ভারতের অভিষেক হলেও বিদেশের মাটিতে এই প্রথমবার গোলাপি বলে টেস্ট খেলবে ভারত। ২০১৮-১৯ মরসুমে বিরাটের নেতৃত্বাধীন ভারত অজিভূমে টেস্ট সিরিজ জয়ের পরে স্বাভাবিকভাবেই এবার বিরাটদের উপর প্রত্যাশার চাপটা অনেক বেশি।