শুভব্রত মুখার্জি: চলতি অস্ট্রেলিয়ান ওপেনে মেয়েদের বিভাগে সপ্তম বাছাই ছিলেন মার্কেটা ভন্দ্রোসোভা। অজি ওপেন শুরু হওয়ার আগেই অ্যাডিলেড আন্তর্জাতিক টেনিস টুর্নামেন্ট থেক নিজের নাম প্রত্যাহার করেছিলেন তিনি। তাঁর নিতম্বে চোট ছিল। আর সেই কারণেই তিনি খেলতে পারেননি। আর সেই চোট থেকে যে তিনি পুরোপুরি মুক্ত হতে পারেননি, তা বোঝা গেল সোমবার। মেলবোর্ন পার্কে অস্ট্রেলীয় ওপেনের প্রথম রাউন্ডেই হারতে হল তাঁকে। মেলবোর্ন পার্কে এদিন তাঁর কোর্ট মুভমেন্ট দেখেই বোঝা যাচ্ছিল তাঁর সমস্যা রয়েছে। সেই সমস্যা নিয়ে লড়াই করার চেষ্টা করেও ব্যর্থ হন মার্কেটা ভন্দ্রোসোভা। উইম্বলডন চ্যাম্পিয়নকে ছিটকে যেতে হয় প্রথম রাউন্ডেই।
প্রসঙ্গত ২০২৩ সালের ১৫ জুলাই উইম্বলডনের ফাইনালে ওন্স জাবেউরকে হারিয়ে ইতিহাস রচনা করেন ভন্দ্রোসোভা। টেনিসের ওপেন এরাতে প্রথম অবাছাই মহিলা হিসেবে উইম্বলডন জয়ের নজির গড়েছিলেন চেক প্রজাতন্ত্রের এই খেলোয়াড়। ২৪ বছর বয়সেই নয়া নজির গড়েছিলেন তিনি। সেদিন ইতিহাস গড়া ভন্দ্রোসোভাই এদিন বছরের প্রথম গ্র্যান্ড স্লামের প্রথম রাউন্ডেই ছিটকে গেলেন। তিনি হেরে গেলেন ইউক্রেনের অবাছাই এক খেলোয়াড়ের কাছে। দায়ানা ইয়াস্ত্রেমস্কার কাছে ভন্দ্রোউসোভাকে হারতে হল ৬–১, ৬–২ গেমে।
এদিন নিজের সার্ভিস ধরে রাখতেই সমস্যায় পড়েন ভন্দ্রোসোভা। নিজের প্রথম সার্ভিস গেমটাই হেরে যান তিনি। এর পর ম্যাচে আর সেই ভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পারেননি তিনি। তাঁর খেলাতে ফিটনেস সমস্যা বারবার উঠে আসছিল। যার সুযোগ নিয়ে ক্রমতালিকায় ৯৩তম স্থানে থাকা ইয়াস্ত্রেমস্কা প্রথম সেটটি জেতেন। প্রথম সেটটি জিততে তিনি মাত্র ৩১ মিনিট সময় নেন। ম্যাচ শেষে ইউক্রেনের ইয়াস্ত্রেমস্কা জানিয়েছেন, ‘আজকের ম্যাচটা বেশ ভালো ছিল। শুরুর দিকে কিছুটা নার্ভাস ছিলাম। নিজের খেলাটা উপভোগ করতে চেয়েছি। আজ বেশ ভালো সমর্থন পেয়েছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।