বাংলা নিউজ > ময়দান > DRS নিয়ে রোহিতের পরামর্শই আত্মবিশ্বাস বাড়িয়েছিল- খোলামেলা স্বীকারোক্তি ভরতের

DRS নিয়ে রোহিতের পরামর্শই আত্মবিশ্বাস বাড়িয়েছিল- খোলামেলা স্বীকারোক্তি ভরতের

ডিআরএস নিয়ে রোহিতের ছোট্ট পরামর্শই আত্মবিশ্বাস বাড়ায় কেএস ভরতের।

গাড়ি দুর্ঘটনার কারণে ঋষভ পন্ত ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন ভরত। বিশেষ করে উইকেটের পিছনে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি।

শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে ভারতের হয়ে অভিষেক হয়েছে কিপার ব্যাটার শ্রীকর ভরতের। প্রথম দু'টি টেস্টেই ভারতের হয়ে খেলেছেন তিনি।নাগপুর এবং দিল্লিতে উইকেটের পিছনে গ্লাভস হাতে তাঁর পারফরম্যান্স নজর কেড়েছে বিশেষজ্ঞদের। গাড়ি দুর্ঘটনার কারণে ঋষভ পন্ত ভারতীয় দল থেকে ছিটকে যাওয়ার পর সুযোগ পেয়ে তার সদ্ব্যবহার করেছেন ভরত। বিশেষ করে উইকেটের পিছনে ডিআরএস নেওয়ার ক্ষেত্রে বেশ মুন্সিয়ানা দেখিয়েছেন তিনি। যার পিছনে আবার রয়েছে ভারত অধিনায়ক রোহিত শর্মার একটি ছোট উপদেশ! ডিআরএস-এর ক্ষেত্রে স্বভাবসিদ্ধ প্রবৃত্তিকে কাজে লাগানোর উপদেশ দেন রোহিত শর্মা!

আরও পড়ুন: নেটে পাশাপাশি জোরদার প্র্যাক্টিস রাহুল, শুভমনের- ইন্দোরে একাদশে সুযোগ পাবেন কে?

নাগপুরে অজিদের বিরুদ্ধে আন্তর্জাতিক মঞ্চে অভিষেক হয়েছিল শ্রীকর ভরতের। সিরিজ শুরুর প্রথমে ভরতকে ডেকে রোহিত বলেছিলেন, ‘ডিআরএস-এর ক্ষেত্রে তুমিই সেরা বিচারক। তুমি যা উপলব্ধি করবে, সেই বিষয়ে আমাদেরকে মতামত দেবে। কোনও চিন্তা করবে না। ভয়ডরহীন ভাবে আমাকে মতামত দেবে। আমাদের দিকে সিদ্ধান্ত যেতে পারে, নাকি বিপক্ষের দিকে, সেটা পরিষ্কার করে তুমি আমাকে বলবে। খালি নিজের স্বভাবসিদ্ধ প্রবৃত্তিকে কাজে লাগাও।’

আরও পড়ুন: ভুলভাল বকছে হরমন- ভারতীয় ক্যাপ্টেনকে আক্রমণ আর এক অজি তারকার

২৯ বছরের কিপার ব্যাটার ভরত দিল্লি টেস্টের শেষ ইনিংসে ব্যাট হাতে অপরাজিত ইনিংস খেলে ভারতের জয় নিশ্চিত করেন। চেতেশ্বর পূজারার সঙ্গে জুটি বেঁধে শ্রীকর ভরত টিম ইন্ডিয়ার জয় সুনিশ্চিত করেন। ২২ বলে ২৩ রানে অপরাজিত থেকে যান তিনি। অন্ধ্রপ্রদেশের এই ক্রিকেটারকে জিজ্ঞাসা করা হয়, রবিচন্দ্রন অশ্বিন এবং রবীন্দ্র জাদেজার বিরুদ্ধে কিপিং করাটা কতটা কঠিন? ভরত জানান, ‘ওরা দুটজনেই বিশ্বমানের স্পিনার। ওদের বিরুদ্ধে কিপিং করাটা খুব কঠিন। আমি এত দিন ঘরোয়া ক্রিকেটে কিপিং করেছি। ১০-১২ বছর খেলেছি, সেই অভিজ্ঞতা কাজে লেগেছে। আমি আমার কাজটা খুব উপভোগ করি। সেই অভিজ্ঞতা কাজে লেগেছে এই বিশ্বমানের দুই কিপারের বিরুদ্ধে কিপিং করতে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল সোমে ২ জেলায় ভারী বৃষ্টি, ৬০ কিমিতে ঝড় হবে কোথায়? বিশ্বকর্মা পুজোয় কমবে বর্ষণ? খড়্গপুরে কখন দাঁড়াবে হাওড়া-রাউরকেল্লা বন্দে ভারত? রইল টাইমটেবিল, আর কোথায়? সোমে ব্যাঙ্ক বন্ধ থাকবে কলকাতা-সহ বাংলায়? সরকারি অফিসে কাজ হবে? রইল ছুটির তালিকা ধর্ষণে অভিযুক্ত বায়ুসেনার উইং কমান্ডারকে প্রাক-গ্রেফতারি জামিন কোর্টের অভিনেত্রীকে হেনস্থা! মিথ্যা মামলায় গ্রেফতার, ডিজি-সহ ৩ পুলিশকর্মী সাসপেন্ড ভাদ্রের রান্না আশ্বিনেতে খাওয়া, আগামিকাল রান্না পুজো, জেনে নিন এর বিধি নিয়ম ‘‌আর একজন ছাত্রছাত্রীর সঙ্গে অবিচার হতে দেব না’‌, এবার গর্জে উঠলেন আখতার আলি বদলালো না রেকর্ড! ডেভিস কাপে ৬-৬ সুইডেনের! মাস্ট উইন ম্যাচে হার রামনাথন-বালাজির…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.