দলকে একার হাতে টেনে নিয়ে গেলেন অ্যাঞ্জেলো ম্যাথিউজ। তবে শেষমেশ দুর্ভাগ্যজনকভাবে ব্যক্তিগত দ্বিশতরানের দোরগোড়া থেকে ফিরতে হল শ্রীলঙ্কার অভিজ্ঞ অল-রাউন্ডারকে।
বাংলাদেশের বিরুদ্ধে চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ম্যাথিউজ আউট হয়ে বসেন ১৯৯ রানের মাথায়। নার্ভাস নাইন্টির শিকার হয়ে অ্যাঞ্জেলো সাজঘরে ফেরার পরেই শ্রীলঙ্কার প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে যায়।
চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। তারা প্রথম দিনের খেলা শেষ করে ৪ উইকেটে ২৫৮ রান তুলে। ব্যক্তিগত শতরান পূর্ণ করে অপরাজিত ছিলেন ম্যাথিউজ। তিনি ব্যাট করছিলেন ১১৪ রানের মাথায়।
দ্বিতীয় দিনে তার পর থেকে খেলতে নেমে শ্রীলঙ্কার প্রথম ইনিংস গুটিয়ে যায় ৩৯৭ রানে। ম্যাথিউজ ১৯টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৩৯৭ বলে ১৯৯ রান করে মাঠ ছাড়েন। নইম হাসানের বলে শাকিবের হাতে ধরা পড়েন ম্যাথিউজ।
আরও পড়ুন:- LSG vs RR: ব্যাটসম্যানের সঙ্গে লুকোচুরি, আম্পায়ারের আড়াল থেকে 'বোলিং' অশ্বিনের
শ্রীলঙ্কার হয়ে দীনেশ ৬৬, কুশল মেন্ডিস ৫৪ ও ওশাদা ফার্নান্ডো ৩৬ রান করেন। ১৭ রানে অপরাজিত থাকেন বিশ্ব ফার্নান্ডো। বাকিরা কেউই দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি।
বাংলাদেশের হয়ে নইম হাসান একাই ৬টি উইকেট দখল করেন। ৩টি উইকেট নিয়েছেন শাকিব আল হাসান। তাইজুল পকেটে পোরেন ১টি উইকেট।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।