মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী মরশুমের নিলামের একদিন পরেই এ বার টুর্নামেন্টের সময় সূচিও ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে বিসিসিআই। মরশুমের প্রথম ম্যাচটি ৪ মার্চ অনুষ্ঠিত হবে। মুখোমুখি হবে গুজরাট জায়ান্টস এবং মুম্বাই ইন্ডিয়ান্স।
টুর্নামেন্টের ফাইনাল হবে ২৬ মার্চ। মুম্বইয়ের ব্রেবোর্ন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল ম্যাচটি। পুরো টুর্নামেন্টটের সব ম্যাচই অনুষ্ঠিত হবে শুধুমাত্র মুম্বইয়ে। ম্যাচগুলি ব্রেবোর্ন এবং ডিওয়াই পাতিল- এই দুই স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এবং উভয় স্টেডিয়ামেই ১১টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত চলা এই টুর্নামেন্টে ১৭ এবং ১৯ মার্চ কোনও ম্যাচ হবে না। লিগ পর্বের শেষ ম্যাচটি ২১ মার্চ ইউপি ওয়ারিয়র্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে হবে। যেখানে এলিমিনেটর ম্যাচ হবে ২৪ মার্চ।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচে ভালো পারফরম্যান্স- ICC T20I Ranking-এ বড় লাফ দিলেন জেমিমা-রিচা
ম্যাচগুলো খেলা হবে ভারতীয় সময়ে বিকেল সাড়ে তিনটে এবং সন্ধ্যে সাড়ে সাতটা থেকে। প্রতিটি দল বাকি চার দলের সঙ্গে দু'বার করে খেলবে। পয়েন্ট টেবলের প্রথম স্থানে থাকা দল সরাসরি ফাইনালে যাবে। দ্বিতীয় এবং তৃতীয় স্থানে থাকা দল একটি এলিমিনেটর খেলবে এবং বিজয়ীরা দ্বিতীয় দল হিসেবে ফাইনালে প্রবেশ করবে।
সোমবার অনুষ্ঠিত নিলামে সবকটি দলই মোট খরচ করেছে ৫৯ কোটি ৫০ লাখ টাকা। এই নিলামে মোট ৮৭ জন খেলোয়াড়ের ভাগ্য খুলেছে। যাঁদের নিলাম টেবল থেকে সরাসরি কিনে নেওয়া হয়েছে। এই ৮৭ জন খেলোয়াড়ের মধ্যে আবার ৩০ জন বিদেশী খেলোয়াড়, যাঁরা মার্চ মাসে ভারতে অনুষ্ঠিত এই লিগে তাদের দক্ষতা দেখাবে।
নিলামে বিক্রি হওয়া সবচেয়ে দামি প্লেয়ার ভারতের সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা, যিনি নিলামে বিক্রি হওয়া প্রথম খেলোয়াড়ও। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাকে ৩ কোটি ৪০ লাখে কিনেছে।
আরও পড়ুন: মা-বাবার জন্য কলকাতায় ফ্ল্যাট কেনার স্বপ্ন অবশেষে পূর্ণ হবে শিলিগুড়ির রিচার
মহিলা প্রিমিয়ার লিগের সূচি:
শনিবার, ৪ মার্চ- গুজরাট জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
রবিবার, ৫ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
রবিবার, ৫ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম গুজরাট জায়ান্টস (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
সোমবার, ৬ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
মঙ্গলবার, ৭ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম ইউপি ওয়ারিয়রজ (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বুধবার, ৮ মার্চ- গুজরাট জায়ান্টস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বৃহস্পতিবার, ৯ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শুক্রবার, ১০ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম ইউপি ওয়ারিয়রজ (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শনিবার, ১১ মার্চ- গুজরাট জায়ান্টস বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
রবিবার, ১২ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
সোমবার, ১৩ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
মঙ্গলবার, ১৪ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম গুজরাট জায়ান্টস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বুধবার, ১৫ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
বৃহস্পতিবার, ১৬ মার্চ- দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শনিবার, ১৮ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম ইউপি ওয়ারিয়রজ (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
শনিবার, ১৮ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম গুজরাত জায়ান্টস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
সোমবার, ২০ মার্চ- গুজরাট জায়ান্টস বনাম ইউপি ওয়ারিয়রজ (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, বিকেল সাড়ে ৩টে থেকে)।
সোমবার, ২০ মার্চ- মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
মঙ্গলবার, ২১ মার্চ- রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর বনাম মুম্বই ইন্ডিয়ান্স (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
মঙ্গলবার, ২১ মার্চ- ইউপি ওয়ারিয়রজ বনাম দিল্লি ক্যাপিটালস (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
শুক্রবার, ২৪ মার্চ- এলিমিনেটর (ডিওয়াই পাতিল স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টে থেকে)।
রবিবার, ২৬ মার্চ- ফাইনাল (ব্র্যাবোর্ন-সিসিআই স্টেডিয়ামে, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে)।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।