বাংলা নিউজ > ময়দান > Bengal T20 Cricket Team: প্রস্তুতি টুর্নামেন্টের জন্য ২৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলার, বাদ মুকেশ, শাহবাজ, অনুষ্টুপ

Bengal T20 Cricket Team: প্রস্তুতি টুর্নামেন্টের জন্য ২৫ জনের টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলার, বাদ মুকেশ, শাহবাজ, অনুষ্টুপ

বাংলার ২৫ জনের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ মুকেশ।

২৫ জনের দলে নেই মুকেশ কুমারও। অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদকেও বাদ দেওয়া হয়েছে এই দল থেকে। মনোজ তিওয়ারি অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরলেও, ২৫ জনের টি-টোয়েন্টি দলে তিনি সুযোগ পাননি। মনোজ অবশ্য জানিয়েছেন, তিনি মূলত রঞ্জি ট্রফিতে খেলবে

বেশ কিছু দিন হয়ে গেল বাংলা ক্রিকেট দল তাদের প্রাক মরশুমের প্রস্তুতি শুরু করে দিয়েছে। বাংলা দল প্রথম মাঠে নামবে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে। ১৬ অক্টোবর থেকে এই টুর্নামেন্ট শুরু হবে। তার প্রায় মাস দুয়েক আগেই এই মরশুমের জন্য টি-টোয়েন্টি দল বেছে নিল বাংলা। পুদুচেরিতে ১৯ অগস্ট থেকে প্রস্তুতি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলার কথা রয়েছে বাংলা দলের। তার আগে বুধবার প্রাথমিক ভাবে টি-টোয়েন্টির জন্য ২৫ সদস্যের দল বেছে নেওয়া হয়েছে।

প্রস্তুতি টুর্নামেন্টে সকলকে ঘুরিয়ে-ফিরিয়ে দেখা হবে। পরবর্তীতে এই ২৫ জনের থেকেই আরও ছোট দল তৈরি করা হবে। ২৫ জনের দলে ফিরেছেন কণিষ্ক শেঠ। চোটের জন্য বাংলা দল থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। পরে মাঠে ফিরলেও, বাংলার হয়ে সে ভাবে আর খেলতে পারেননি। টি-টোয়েন্টির দলে এবার রাখা হয়েছে বাঁ-হাতি পেসারকে। ফের নিজেকে প্রমাণ করার সুযোগ পাবেন কণিষ্ক। দলে ফিরেছেন ভারতের হয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা অলরাউন্ডার সন্দীপন দাস। আগে রঞ্জি ট্রফিতেও খেলেছেন তিনি। তবে ধারাবাহিকতার অভাবে বাদ পড়েছিলেনন। লেগস্পিনার প্রয়াস রায় বর্মনকেও রাখা হয়েছে দলে।

এদিকে ভারতীয় দলে ডাক পাওয়ায় ২৫ জনের দলে নেই মুকেশ কুমারও। অনুষ্টুপ মজুমদার ও শাহবাজ আহমেদকেও বাদ দেওয়া হয়েছে এই দল থেকে। মনোজ তিওয়ারি অবসর ভেঙে ফের ক্রিকেটে ফিরলেও, ২৫ জনের টি-টোয়েন্টি দলে তিনি সুযোগ পাননি। মনোজ মূলত রঞ্জি ট্রফিতে খেলবেন বলে জানিয়েছেন। সম্ভবত তাঁকেই রঞ্জিতে বাংলার অধিনায়ক করা হতে পারে। গত বারও তিনিই বাংলাকে নেতৃত্ব দিয়েছিলেন। সাদা বলের ক্রিকেটে বাংলাকে নেতৃত্ব দিতে পারেন সুদীপ কুমার ঘরামি।

বাংলা দল আপাতত ফিটনেস অনুশীলনেই মন দিয়েছে। এখনও ব্যাটিং, বোলিং বা ফিল্ডিংয়ের অনুশীলন তারা করেনি। তবে সেই অনুশীলনও তারা দ্রুত শুরু করে দেবে। কারণ ১৯ অগস্ট থেকে তারা প্রস্তুতি ম্যাচ খেলতে শুরু করবে। পুদুচেরিতে সেই প্রস্তুতি টুর্নামেন্টে অংশ নেবে মোট আটটি টিম। এটি একটি টি-টোয়েন্টি টুর্নামেন্টে হবে।

বাংলার ২৫ জনের টি-টোয়েন্টি টিম: অভিমন্যু ঈশ্বরণ, সুদীপ কুমার ঘরামি, অঙ্কুর পাল, আদিত্য পুরোহিত, শাকির হাবিব গান্ধী, ঋত্বিক রায় চৌধুরী, ওমপাল বোকেন, শুভঙ্কন বল, অগ্নিভ পান, রণজ্যোৎ সিং খাইরা, সন্দীপন দাস (সিনিয়র), শুভম সরকার, সক্ষম চৌধুরি, কণিষ্ক শেঠ, ইশান পোড়েল, মহম্মদ কাইফ, দেবপ্রতীম হালদার, রবি কুমার, আকাশদীপ, প্রদীপ্ত প্রামাণিক, বিকাশ সিং, প্রয়াস রায় বর্মন, কৌশিক মাইতি, করণ লাল এবং অনুরাগ তিওয়ারি।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পাকিস্তানকে হারালেও ভারতের উপর চাপ তৈরি করতে পারবে না বাংলাদেশ- দীনেশ কার্তিক আর শুধু ‘আর কবে’ নয়, এবার ঊষা উত্থুপের ‘জাগো রে’-ও হবে আরজি করের প্রতিবাদের ভাষা আজ কাদের সম্পর্কের মধ্যে সতেজতা থাকবে? কী বলছে আজকের প্রেম রাশিফল দেখে নিন সেনা প্রত্যাহার সংক্রান্ত ৭৫ শতাংশ সমস্যা মিটেছে চিনের সাথে, বললেন জয়শংকর মীন রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৩ সেপ্টেম্বরের রাশিফল কুম্ভ রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৩ সেপ্টেম্বরের রাশিফল মকর রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৩ সেপ্টেম্বরের রাশিফল শীর্ষে পৌঁছাতে আরও সময় লাগবে: দাবি পাকিস্তান হকি দলের কোচ তাহির জামানের ধনু রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৩ সেপ্টেম্বরের রাশিফল বৃশ্চিক রাশির আজকের দিন কেমন যাবে? জানুন ১৩ সেপ্টেম্বরের রাশিফল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.