দুরন্ত ছন্দে রয়েছে বাংলা দল। ওমেন্স সিনিয়র ওয়ান ডে ট্রফিতে রাজস্থানকে দাপটের সঙ্গে হারাল তারা। ধারা গুজ্জর এবং পর্না পালের সৌজন্যে রাজস্থানের বিরুদ্ধে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় বাংলা। সৌজন্যে ধারার অপরাজিত ৯২ রানের সঙ্গে পর্ণার ৫৪ রানের সঙ্গত।
টসে জিতে প্রথমে রাজস্থানকে ব্যাট করতে পাঠায় বাংলা। প্রথমে ব্যাট করে ৮ উইকেট হারিয়ে রাজস্থান ২০৬ রান করে। রাজস্থানের জাসিয়া আখতার ১০৬ রান করেন। ববিতা মিনা করেন ৪০ রান। এসএস সিধু করেন অপরাজিত ২৩ রান। রাজস্থানের বাকি ক্রিকেটাররা কেউ দুই অঙ্কের ঘরে পৌঁছতে পারেননি। বাংলার হয়ে দু'টি করে উইকেট নিয়েছেন গুহের সুলতানা এবং রুক্মণি রায়।
জবাবে ব্যাট করতে নেমে খুব তাড়াতাড়ি ২ উইকেট হারিয়ে বসে থাকে বাংলা। কিন্তু ওপেন করতে নেমে দলের হাল ধরেন ধারা। ছয়ে ব্যাট করতে নেমে উইকেটকিপার ব্যাটসম্যান পর্না পাল ধারাকে সঙ্গত করেন। এই জুটি বাংলার জয়ের রাস্তা মজবুত করেন। ধারা অপরাজিত ৯১ রান করে বাংলাকে জয় এনে দেন। পর্ণা ৫৪ রান করেন। ৪৮.৪ ওভারে ৭ উইকেটে ২০৭ রান করে ফেলে বাংলা। ৩ উইকেটে জয় পায় তারা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।