শুভব্রত মুখার্জি: কলকাতাতে অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক ডুরান্ড কাপের আসর। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে কলকাতার প্রধান তিন ক্লাব। সেই টুর্নামেন্টেই উঠল এবার বিস্ফোরক অভিযোগ। অভিযোগ তোলা হল বেঙ্গালুরু এফসির তরফে। কলকাতাতে তাদের ম্যাচ চলাকালীন তাদের এক ফুটবলারের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। তাদের ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ম্যাচে এই অভিযোগ উঠল। বেঙ্গালুরুর ফুটবলারকে লক্ষ্য করে করা হয়েছে বর্ণবিদ্বেষী মন্তব্য এমন অভিযোগ করা হয়েছে ক্লাবের তরফে। অভিযোগ উঠেছে বিপক্ষ ফুটবলারের বিরুদ্ধে।
আরও পড়ুন: দলকে একবারও শেষ চারে নিয়ে যেতে ব্যর্থ, কোচ কুম্বলেকে ছেঁটে ফেলল PBKS
বেঙ্গালুরুর তরফে জানানো হয়েছে বিষয়টি তারা যথাযথ কর্তৃপক্ষের নজরে এনেছেন। ঘটনাটি ঘটেছে কিশোরভারতী স্টেডিয়ামে। যেখানে মঙ্গলবারের ম্যাচে বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল ইন্ডিয়ান এয়ারফোর্সের। বেঙ্গালুরুর তরফে একটি বিবৃতিতে কথাটি জানানো হয়েছে। আইএসএল চ্যাম্পিয়নদের তরফে বিবৃতিতে বলা হয়েছে 'বেঙ্গালুরু এফসি বিষয়টি নিয়ে সচেতন রয়েছে। বিপক্ষ ফুটবলারের তরফে আমাদের ফুটবলারকে উদ্দেশ্য করে বর্ণবাদী মন্তব্য করা হয়েছে। চলতি ডুরান্ড কাপের ম্যাচ চলাকালীন ঘটেছে ঘটনাটি। মঙ্গলবারের ম্যাচে ঘটেছে ঘটনাটি।'
তাদের তরফে আরও বলা হয়েছে 'আমরা যথাযথ কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করছি। আমাদের বার্তা পরিষ্কার। ফুটবল সবার জন্য। এখানে এই ধরনের ঘটনার কোন জায়গা নেই।' প্রসঙ্গত মঙ্গলবারের ম্যাচে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে ৪-০ গোলে ম্যাচ জিতেছে বেঙ্গালুরু এফসি। রয় কৃষ্ণ, সুনীল ছেত্রী, ফয়সল আলি এবং শিবাশক্তি বেঙ্গালুরুর হয়ে ম্যাচে গোল করেছিলেন।
বিষয়টি নিয়ে ডুরান্ড আয়োজক কমিটির তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে 'তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে বিষয়টি মিটমাট করা হয়েছে। এআইএফএফ-সহ সমস্ত স্টেকহোল্ডারদের হস্তক্ষেপ এবং মধ্যস্থতায় ঘটনাটি ঘটেছে। আমাদের সমর্থনের জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। ফুটবলের মতো সুন্দর একটি খেলায় যে কোনও ধরনের বৈষম্যের বিরুদ্ধে আমরা দাঁড়াব এবং এখান থেকে বৈষম্য দূর করব।'