বাংলা নিউজ > ময়দান > নতুন বছরে T20 উৎসব: জানুয়ারিতে শুরু হচ্ছে তিনটি ঘরোয়া টি-২০ লিগ, চলছে বিগ ব্যাশ ও সুপার স্ম্যাশ

নতুন বছরে T20 উৎসব: জানুয়ারিতে শুরু হচ্ছে তিনটি ঘরোয়া টি-২০ লিগ, চলছে বিগ ব্যাশ ও সুপার স্ম্যাশ

আইএল টি-২০ ও এসএ ২০-র লোগো।

জানুয়ারি জুড়ে মোট ৬টি ঘরোয়া টি-২০ লিগ খেলা হবে। ভারতের ২টি আন্তর্জাতিক টি-২০ সিরিজও রয়েছে নতুন বছরের প্রথম মাসেই।

টি-২০ বিশ্বকাপ শেষ হয়েছে বেশ কিছুদিন হয়ে গেল। তবে আক্ষরিক অর্থে নতুন বছর শুরু টি-২০ উৎসব দিয়ে। কেননা জানুয়ারিতে সারা ক্রিকেট বিশ্বজুড়ে চলবে বেশ কিছু ঘরোয়া টি-২০ টুর্নামেন্ট। সেই সঙ্গে আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট তো রয়েছেই।

জানুয়ারি মাসে শুরু হবে তিনটি ঘরোয়া টি-২০ ক্রিকেট লিগ। দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন টি-২০ লিগের উদ্বোধনী আসর বসবে নতুন বছরের প্রথম মাসেই। আমিরশাহির নতুন টি-২০ লিগ শুরু হবে জানুয়ারিতেই। এই দুটি লিগের সঙ্গে জড়িয়ে রয়েছে আইপিএলের একাধিক ফ্র্যাঞ্চাইজি। এছাড়া মাসের প্রথম সপ্তাহেই শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়র লিগ।

গত বছরের একেবারে শেষ দিকে শুরু হওয়া বিগ ব্যাশ লিগ, সুপার স্ম্যাশ ও নেপাল টি-২০ লিগ চলবে জানুয়ারিতেও। সুতরাং, বছরের প্রথম মাসে অন্তত ৬টি প্রথমসারির ঘরোয়া টি-২০ লিগ খেলা হবে সমান্তরালে। সেই সঙ্গে ভারতীয় ক্রিকেট দল ২টি আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলবে নতুন বছরের প্রথম মাসেই।

আরও পড়ুন:- DEXA টেস্ট কী? কেন ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে BCCI বাধ্যতামূলক করছে এই পদ্ধতি?

দেখে নেওয়া যাক জানুয়ারি-ফেব্রুয়ারিতে কোন কোন টি-২০ টুর্নামেন্ট খেলা হবে:-

১. অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ চলছে পুরোদমে। চলবে সারা জনুয়ারি মাস জুড়ে। বিগ ব্যাশের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৪ ফেব্রুয়ারি।

২. নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশ এখন মাঝপথে। চলবে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত। সুতরাং গোটা জানুয়ারি মাস জুড়ে খেলা হবে সুপার স্ম্যাশ।

৩. নেপাল টি-২০ লিগ এখন মাঝপথে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ খেলা হবে ১১ জানুয়ারি।

৪. বাংলাদেশ প্রিমিয়র লিগ শুরু হবে ৬ জানুয়ারি থাকে। টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১৬ ফেব্রুয়ারি। ১ মাস ১০ দিন ধরে জারি থাকবে টুর্নামেন্ট।

আরও পড়ুন:- নিজেও দুর্ঘটনায় পড়েছিলেন, ভয়াবহ অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়েই পন্তকে মূল্যবান পরামর্শ দিলেন কপিল দেব

৫. দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের নতুন টি-২০ লিগ এসএ-২০ শুরু হবে ১০ জানুয়ারি থেকে। টুর্নামেন্টের ফাইনাল খেলা হবে ১১ ফেব্রুয়ারি।

৬. আমিরশাহির নতুন টি-২০ লিগ আইএল টি-২০ বা ইন্টারন্যাশনাল লিগ টি-২০ শুরু হবে ১৩ জানুয়ারি। ফাইনাল ম্যাচটি খেলা হবে ১২ ফেব্রুয়ারি।

৭. জানুয়ারিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩ ম্যাচের আন্তর্জাতিক টি-২০ সিরিজ খেলবে ভারত। তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩, ৫ ও ৭ জানুয়ারি।

৮. জানুয়ারি-ফেব্রুয়ারিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৩টি টি-২০ ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তিনটি ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৭ ও ২৯ জানুয়ারি এবং ১ ফেব্রুয়ারি।

বন্ধ করুন