ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় আহত হলেও ঋষভ পন্তের শরীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় ঈশ্বরকে ধন্যবাদ জানালেন কপিল দেব। টিম ইন্ডিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ককে নিতান্ত আবেগপ্রবণ দেখায় পন্তের দুর্ঘটনা নিয়ে প্রতিক্রিয়া দেওয়ার সময়। তিনি নিজের জীবনের এমনই একটি দুর্ঘটনার কথাও উল্লেখ করেন এ প্রসঙ্গে কথা বলার সময়।
ABP News-এর আলোচনায় কপিল বলেন, ‘এট একটা বড় শিক্ষা। আমি যখন উঠতি ক্রিকেটার ছিলাম, একবার মোটরসাইকেল নিয়ে দুর্ঘটনায় পড়েছিলাম। সেই থেকে আমার দাদা আমাকে মোটরসাইকেল ছুঁতেও দিতেন না। (এমন দুর্ঘটনার পরেও) ঋষভ পন্ত নিরাপদ থাকায় ঈশ্বরকে কৃতজ্ঞতা জানাই।’
কপিল দেব এও জানান যে, ক্রিকেটারদের নিজেদের খেয়াল রাখা উচিত। ঋষভ পন্তের মতো ক্রিকেটার নিজে গাড়ি চালানোর বদলে অনায়াসে একজন ড্রাইভার রাখতে পারেন বলে মন্তব্য করেন টিম ইন্ডিয়ার প্রাক্তন দলনায়ক।
আরও পড়ুন:- DEXA টেস্ট কী? কেন ক্রিকেটারদের ফিটনেস যাচাইয়ে BCCI বাধ্যতামূলক করছে এই পদ্ধতি?
কপিল বলেন, ‘হতে পারে তোমার একটা সুন্দর দেখতে গাড়ি রয়েছে, যেটা অত্যন্ত দ্রুত গতির। তবে তোমাকে সতর্ক থাকতে হবে। তুমি অনায়াসে একজন ড্রাইভার রাখতে পারো, নিজে গাড়ি চালানোর দরকার নেই। আমি বুঝি যে, অনেকের কাছে এটা একটা হবি এবং তারা পছন্দ করে গাড়ি চালাতে। এই বয়সে সেটা স্বাভাবিক। তবে তোমাকে দায়িত্বের কথাটাও মাথায় রাখতে হবে। একমাত্র তুমিই নিজের খেয়াল রাখতে পারো। তোমাকে নিজের কথা মাথায় রেখেই সিদ্ধান্ত নিতে হবে।’
গত শুক্রবার ভোরে দিল্লি থেকে বাড়ি ফেরার পথে হরিদ্বারে ন্যাশনাল হাইওয়ে-৫৮'য় দুর্ঘটনার কবলে পড়েন ঋষভ পন্ত। তাঁর গাড়ি ডিভাইডারে ধাক্কা মারে। দুর্ঘটনার পরে পন্তের গাড়িতে আগুন লেগে যায়। কোনওরকমে প্রাণে বাঁচেন তারকা ক্রিকেটার। রুরকির স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পরে পন্তকে দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্ততির করা হয়। সেই থেকে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন ঋষভ।
প্রাথমিকভাবে শোনা গিয়েছিল যে, গাড়ি চালাতে চালাতে ঘুমে চোখ জড়িয়ে গিয়েছিল পন্তের। পরে জানা যায় পন্ত রাস্তার গর্ত এড়াতে গিয়েই বিপত্তি বাঁধিয়ে বসেন। নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর গাড়ি ধাক্কা মারে ডিভাইডারে। বিসিসিআইয়ের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে যে, পন্তের কপালে দু'জায়গায় কেটে গিয়েছে। ডান হাঁটুর লিগামেন্ট ছিঁড়েছে। এছাড়া কব্জি, গোড়ালি, পায়ের পাতা ও পিঠে চোট পেয়েছেন তারকা ক্রিকেটার। স্বাভাবিকভাবেই খেলা থেকে বেশ কিছুদিন দূরে থাকতে হবে ঋষভ পন্তকে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।