অলিম্পিক্স চ্যাম্পিয়ন তো ছিলেন। এবার তাঁর মাথায় বিশ্ব চ্যাম্পিয়নের মুকুটও উঠল। আর সেই ঐতিহাসিক খেতাবের পর স্বভাবতই আনন্দে ভেসে গেলেন নীরজ চোপড়া। রবিবার (স্থানীয় সময় অনুযায়ী) বুদাপেস্টে সেই ‘ডবল’ পূর্ণ করার পর ভারতের ‘সোনার ছেলে’ বললেন, ‘সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম।’ তবে এখানেই যে তিনি থামতে চান, তা স্পষ্ট বুঝিয়ে দিয়েছেন নীরজ। তিনি জানিয়েছেন, বুদাপেস্টেই ৯০ মিটারের গণ্ডি পার করে ফেলবেন বলে আশা করেছিলেন। এবার সেটা না হলেও আগামিদিনে সেই স্বপ্নের ৯০ মিটারের বেড়া পেরিয়ে যাওয়ার জন্য আরও পরিশ্রম করবেন। সেইসঙ্গে দেশবাসীকে ধন্যবাদ জানিয়ে নীরজ বলেন, ‘সবকিছু করতে পারি (আমরা)।’
রবিবার (স্থানীয় সময় অনুযায়ী) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ঐতিহাসিক সোনা জেতেন নীরজ। যে মঞ্চে প্রথম ভারতীয় হিসেবে সোনা জয়ের নজির গড়েন ভারতের ‘সোনার ছেলে’। তারপর তিনি বলেন, 'আমি আর কী বলব। সবাই বলতেন যে এই পদকটা বাকি আছে। সেটা জিতলাম। কিন্তু ওই ৯০ মিটারের সীমা পারের বিষয়টা বাকি আছে। আমি ভাবছিলাম যে আজ হয়ে যাবে। কিন্তু পদকটা বেশি গুরুত্বপূর্ণ - সোনার পদক। এটা আমার কাছে এসেছে। আগামিদিনে আরও অনেক প্রতিযোগিতা আছে। আরও সময় আছে। আরও পরিশ্রম করব। আরও নিজেকে উজাড় করে দেব।'
তবে রবিবার কিছুটা চাপে পড়ে গিয়েছিলেন নীরজ। ৮৮.১৭ মিটার দূরত্ব অতিক্রম করে শীর্ষস্থান ধরে রাখলেও তাঁকে চাপে রেখেছিলেন পাকিস্তানের আরশাদ নাদিম। শেষ থ্রো পর্যন্ত উদ্বেগ ছিল যে নীরজকে পেরিয়ে যাবেন না তো। তাছাড়া নীরজকে দেখেও মনে হচ্ছিল না যে তিনি পুরোপুরি ছন্দে আছেন। ভালো থ্রো করলেও সেই নীরজ ব্যাপারটা পুরোপুরি আসেনি। সেই পরিস্থিতিতে বাড়তি যে উৎকণ্ঠা তৈরি হয়েছিল, তা স্বীকার করে নিয়েছেন নীরজ। কী কারণে একেবারে নিজের শীর্ষে পৌঁছে যেতে পারেননি, সেটাও ব্যাখ্যা করেছেন।
নীরজ বলেন, 'শেষ থ্রো পর্যন্ত মনে হচ্ছিল যে (আরও ভালো) থ্রো হবে। ধারাবাহিকতা ছিল। কিন্তু কিছু সমস্যা হচ্ছিল। আমি ভেবেছিলাম যে প্রথম থ্রোয়ে নিজের সবটা উজাড় করে দেব। কিন্তু টেকনিকাল দিক থেকে কিছু সমস্যা ছিল। প্রথম থ্রো'টা ভালো না হলে ওরকম (চাপ বেড়ে যায়) একটু হয়েই যায়। তারপর আরও একটু জোর লাগিয়েছিলাম। আমি থ্রোয়ের বিষয়ে বড্ড বেশি ভাবছিলাম। বড্ড সতর্কভাবে এগিয়ে যাচ্ছিলাম। যদি রান-আপে আমার গতি ১০০ শতাংশে না পৌঁছায়, তাহলে কিছু না কিছু খামতি আছে বলে মনে হয়। তাই আমায় আরও ফিট হতে হবে এবং রান-আপে ১০০ শতাংশ গতিতে দৌড়াতে হবে। নিজেকে উজাড় করে দিতে হবে।'
সেইসঙ্গে নীরজ বলেন, ‘ভারতবাসীকে ধন্যবাদ জানাতে চাই। রাতে জেগে আপনারা আমায় সমর্থন করার জন্য ধন্যবাদ। এই পদকটা পুরো ভারতের জন্য। অলিম্পিক্সে চ্যাম্পিয়ন হয়েছিলাম। এবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি। সবকিছু করতে পারি (আমরা)। আপনারাও নিজেদের ক্ষেত্রে এরকমভাবে পরিশ্রম করে যান। পুরো বিশ্বে আমাদের নাম ছড়াতে হবে।’
নীরজ চোপড়ার ক্যাবিনেট
১) অলিম্পিক্সে সোনার পদক।
২) বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা। রুপোও জিতেছেন।
৩) ডায়মন্ড লিগ ফাইনালে চ্যাম্পিয়ন।
৪) অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেজয়ী।
৫) কমনওয়েলথ গেমসে সোনা।
৬) এশিয়ান গেমসে সোনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।