এবারের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে প্রথম শতরান করেও হারের মুখ দেখতে হল ব্র্যান্ডন কিংকে। ১২ রানে হেরে গেল জামাইকা তালাওয়াস। তবে যত না বেশি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে হেরেছেন কিংরা, তার থেকেও বেশি করে হেরেছেন ওডিয়ান স্মিথের কাছে। যিনি ১৬ বলে ৪২ রান করেন। তারপর নেন দুটি উইকেট।
বুধবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় জামাইকা। শুরুটা দারুণ করেন রোভম্যান পাওয়েলরা। দ্বিতীয় ওভারেই প্রথম উইকেট হারায় গায়ানা। তারপর থেকে লাগাতার উইকেট পড়তে থাকে পাওয়েলদের। বাংলাদেশের অধিনায়ক শাকিব আল হাসান প্রথম বলেই আউট হয়ে যান। তাঁকে প্যাভিলিয়নে ফেরান পাকিস্তানের ইমাদ ওয়াসিম। তারইমধ্যে জামাইকার ইনিংসের একা কুম্ভ হয়ে দাঁড়িয়ে থাকেন শাই হোপ। ৪৫ বলে ৬০ রান করেন।
আরও পড়ুন: CPL 2022: তিন ওভারে ২ মেডেন ৩ উইকেট - T20 বিশ্বকাপের দল ঘোষণার দিন CPL-এ দুরন্ত পাকিস্তানি
তাতেও অবশ্য রীতিমতো ধুঁকছিল গায়ানা। কিন্তু শেষ তিন ওভারে খেলার মোড় ঘুরে যায়। শেষ তিন ওভারে ৭৪ রান তোলেন স্মিথরা। মিগেল প্রিটোরিয়াসের ১৮ তম ওভারে পাঁচটি ছক্কা মারেন। সেই ওভারে মোট ৩১ রান ওঠে। একমাত্র দ্বিতীয় বলটা বাউন্ডারির বাইরে যায়নি। সেই রেশ ধরে মহম্মদ আমিরের ১৯ তম ওভারে ২৪ রান তোলেন কিমো পল, স্মিথরা। শেষ ওভারে ওঠে ১৯ রান। তার ফলে নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে ১৭৮ রান তোলে গায়ানা। ১৬ বলে ৪২ রান করেন পঞ্জাব কিংসের তারকা স্মিথ। ১২ বলে ২৪ রানে অপরাজিত থাকেন কিমো।
সেই রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি জামাইকার। কোনও ব্যাটারই দাঁড়াতে পারেননি। একা জামাইকাকে টানতে থাকেন কিং। তাঁর সৌজন্যেই ম্যাচে কোনওক্রমে টিকে থাকে জামাইকা। শেষ ওভারে জয়ের জন্য জামাইকার প্রয়োজন ছিল ২০ রান। স্মিথের প্রথম বলেই ছক্কা মেরে সেঞ্চুরি করেন ওয়েস্ট ইন্ডিজের তারকা কিং। যিনি আইপিএলে খেলেন না। কিন্তু ১৯.৩ ওভারে দু'রান নিতে গিয়ে আউট হয়ে যান। সেখানেই জামাইকার স্বপ্নে ইতি পড়ে যায়। শেষপর্যন্ত ১৯.৫ ওভারে ১৬৬ রানে অলআউট হয়ে যায়। জামাইকার অবস্থা এতটাই খারাপ ছিল যে কিংয়ের পরে সর্বোচ্চ স্কোর ছিল ১৮। আট ব্যাটার দু'অঙ্কের স্কোর পার করতে পারেননি।
আরও পড়ুন: 6,6,W,W,4,W: ভরপুর মনোরঞ্জন CPL-এ, মহাতারকারা ব্যর্থ হলেও লড়াকু জয় নাইট রাইডার্সের, ভিডিয়ো
ম্যাচের সেরা কে হয়েছেন?
১৬ বলে ৪২ রান এবং ১.৫ ওভারে ২৬ রান দিয়ে দু'উইকেটের সুবাদে ম্যাচের সেরা নির্বাচিত হন স্মিথ। তারইমধ্যে চার ওভারে ৩০ রান দিয়ে এক উইকেট নেন শাকিব। চার ওভারে ১৭ রান দিয়ে দুটি উইকেট পান ইমরান তাহির।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।