ক্যারেবিয়ান প্রিমিয়ার লিগে বার্বাডোজ রয়্যালসের কাছে হারের পরেই ঘুরে দাঁড়াল সুনীল নারিনদের ত্রিনবাগো নাইট রাইডার্স। এদিন কুইনস পার্ক ওভালে এদিন গুয়ানা অ্যামাজ ওয়ারিয়র্স টসে জিতে ফিল্ডিং-এর সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে আট উইকেট হারিয়ে ১৫০ রান করেছিল। এদিন শূন্য রানে আউট হয়ে সাজ ঘরে ফিরেছিলেন টিয়ন ওয়েবস্টের। এরপরে কলিন মুরনোর ৩৭ বলে ৪২ রান করেন। এদিনও ব্যাট হাতে ফ্লপ শো দেখান আন্দ্রে রাসেল।
আরও পড়ুন… T20 World Cup 2022: চোখের পলকে শেষ ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট
৩ বলে ৩ রান করে আউট হন তিনি। পরে সুনীল নারিন ২০ বলে ২৬ রান করেন। এদিনের ইনিংসে ২টি ছক্কা হাঁকিয়েছিলেন নারিন। টিম সেফার্ট ৩৫ বলে ২৭ রান করেন। গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে ৩ ওভারে ২২ রান দিয়ে ৩ উইকেট শিকার করেন রোমারিও শেফার্ড। নাইটদের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ১২৪ রানেই শেষ হয়ে যায় গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের ইনিংস।
এদিন চার ওভার বল করে মাত্র ৯ রান দিয়ে ২ উইকেট শিকার করেন সুনীল নারিন। এদিন ব্যাট ও বল হাতে সফল হওয়ার পরে ম্যাচের সেরাও হন সুনীল নারিন। অন্যদিকে ব্যাট হাতে সফল না হলেও, বল হাতে দারুণ পারফর্ম করলেন আন্দ্রে রাসেল। ২.৫ ওভার বল করে ১৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করলেন। ২৬ রানে ম্যাচ জিতে লিগ তালিকার চার নম্বরে উঠে এল নাইট রাইডার্স।
আরও পড়ুন… MI কেপটাউনের কোচিং স্টাফের নাম ঘোষণা, দায়িত্বে সাইমন কাটিচ, হাশিম আমলা
এখনও পর্যন্ত ৬ ম্যাচে ৬টি জিতে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে বার্বাডোজ রয়্যালস। জামাইকা তালওয়াস ৬ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার দুই নম্বরে রয়েছে। সেন্ট কিটস নেভিস অ্যান্ড প্যাটট্রিয়টস সাত ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে রয়েছে। ত্রিনিবাগো নাইট রাইডার্স পাঁচ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বর জায়গা নিশ্চিত করেছে। সেন্ট লুসিয়া কিংস পাঁচ ও গুয়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ছয় নম্বরে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।