টিম ইন্ডিয়ার তারকা ব্যাটসম্যান বিরাট কোহলি এই বছর ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটে ফর্মে ফিরেছেন তবে টেস্টে তার লড়াই এখনও চলছে। বাংলাদেশের বিরুদ্ধে দুটি ম্যাচেই চমকপ্রদ কিছু দেখাতে না পেরে তাড়াতাড়ি আউট হয়ে যান ভারতের প্রাক্তন অধিনায়ক বিরা কোহলি। দুই টেস্টেই স্পিনের বিরুদ্ধে সমস্যায় পড়েছিলেন কোহলি। এই বিষয় নিয়ে এবার মুখ খুলেছেন তাঁর শৈশবের কোচ রাজকুমার শর্মা। বিরাট কোহলির কোচ রাজকুমার শর্মা টেস্ট ক্রিকেটে ছাত্রের ক্রমাগত ফ্লপ হওয়া নিয়ে নিজের প্রতিক্রিয়া দিয়েছেন।
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে বাজে পারফরম্যান্সের জন্য বিরাট কোহলিকে আক্রমণ করেছেন রাজকুমার শর্মা। ইন্ডিয়া নিউজ স্পোর্টসের সঙ্গে কথা বলার সময়, রাজকুমার শর্মা বলেছিলেন যে বাংলাদেশে সিরিজ খেলার সময় কোহলির আরও ইনটেন্ট দেখানো উচিত ছিল, তিনি যেভাবে আউট হচ্ছেন তা গ্রহণযোগ্য নয়।
আরও পড়ুন… মীরপুরে ম্যাচের সেরা হয়েই সচিনের এই বিশ্ব রেকর্ডের কাছাকাছি পৌঁছে গেলেন অশ্বিন
প্রাক্তন ভারতীয় অধিনায়কের শৈশব কোচ আরও মতামত দিয়েছিলেন যে স্লগ সুইপের মতো উদ্ভাবনী শট ব্যবহার করে কোহলি আরও কিছুটা স্বাধীনভাবে খেলতে পারতেন। রোহিত শর্মা বলেন, ‘একজন ব্যাটসম্যান আউট হওয়ার পর খুব হতাশ হন এবং বিরাট কোহলি খুব আক্রমণাত্মক প্রকৃতির। কিন্তু তিনি যেভাবে আউট হচ্ছেন তা গ্রহণযোগ্য নয়। বাংলাদেশি স্পিনারদের বিরুদ্ধে তার উচ্চতার একজন ব্যাটসম্যানের লড়াই করতে দেখাটা দুর্ভাগ্যজনক। তাঁর আরও ইনটেন্ট দেখানো উচিত ছিল।’
বিরাট কোহলি যেভাবে আউট হয়েছিলেন তার প্রতিক্রিয়া দিয়ে রাজকুমার শর্মা আরও বলেছিলেন যে, ‘বৃত্তের ভিতরে মিড-অন এবং মিড-অফ উভয় ফিল্ডারদের সঙ্গে তিনি আরও কিছুটা স্বাধীনভাবে খেলতে পারতেন। আপনি একজন স্পিনারকে কষ্ট না দিলে সে আপনাকে খেলতে দেবে না। আপনাকে উদ্ভাবনী কিছু করতে হবে যেমন স্লগ সুইপ খেলা বা বাইরের বল সুইপ করা।’
আরও পড়ুন… ২০২২ সালে টেস্টে রান করার নিরিখে কোহলি ও রাহুলকে পিছনে ফেলেলন অশ্বিন
বাংলাদেশের বিরুদ্ধে দুই ম্যাচের টেস্ট সিরিজে ব্যাট হাতে কোনও ছাপ ফেলতে পারেননি বিরাট কোহলি। চার ইনিংসে মাত্র ৪৫ রান করেন তিনি। দ্বিতীয় টেস্টের ভারতের প্রথম ইনিংসে কোহলি ২৪ রান করেন এবং শনিবার শেষ ইনিংসে ১ রানের ধাক্কায় সিরিজ শেষ করেন। ব্যাট হাতে তার গড় ছিল মাত্র ১৫.০০, যা কোহলির নিজের জন্য একটি নিম্নমানের মান নির্ধারণ করেছেন।
বিরাট কোহলিকে ছোটবেলায় দেওয়া উপদেশের কথা জানান তাঁর কোচ রাজকুমার শর্মা। ইন্ডিয়া নিউজ স্পোর্টসে কথোপকথনের সময় রাজকুমার শর্মা বলেন, ‘ভারতীয় দলে যখন বিরাট কোহলি নতুন ছিলেন। তখন তিনি এসে আমাকে বলতেন প্রাক্তন ক্রিকেটার ও কোচ তাঁকে কী বলতেন। আমি তাঁকে বলতাম যে তারা সবাই আপনার শুভাকাঙ্খী এবং আপনাকে ভালো দেখতে চায়। আমি তাঁকে বলেছিলাম যে একজনের মতামতকে সম্মান করা উচিত। এর সঙ্গে এটাও মাথায় রাখতে হবে যে সে যাই বলুক না কেন আপনার খেলার পক্ষে।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।