কমনওয়েলথ গেমসে দ্বিতীয় দিনে ভারোত্তোলন থেকে এল একের পর এক পদক। শনিবার দিনের শেষের দিকে ভারোত্তোলনের ৫৫ কিলো বিভাগে বিন্দিয়ারানি দেবী রুপো পেলেন। গড়লেন গেমস রেকর্ডও।
প্রথমে সঙ্কেত সরগরকে দিয়ে পদক জয়ের যাত্রা শুরু হয়েছিল। অল্পের জন্য সোনা হাতছাড়া করেন সঙ্কেত। তবে তাঁর হাত ধরেই ভারত প্রথম পদক জেতে। রুপো পান তিনি। এর পর গুরুরাজা পূজারি ব্রোঞ্জ জেতেন। কিন্তু সবচেয়ে বড় সাফল্য এনে দেন মীরাবাই চানু। যেমনটা প্রত্যাশা ছিল চানুকে ঘিরে, সেই মতোই চানু সোনা এনে দেন ভারতকে। চানুর পর বার্মিংহ্যাম গেমসে দ্বিতীয় মহিলা হিসেবে পদক পান বিন্দিয়ারানি। তিনি রুপো পান। শনিবার ভারোত্তোলন থেকে ছেলে এবং মেয়েদের বিভাগ মিলিয়ে আসে মোট চার পদক। ১টি সোনা, ২টি রুপো এবং ১টি ব্রোঞ্জ।
বিন্দিয়ারানি স্ন্যাচিংয়ে প্রথম চেষ্টায় ৮১ কিলো তোলেন। দ্বিতীয় এবং তৃতীয় প্রয়াসে তোলেন যথাক্রমে ৮৪ কিলো ও ৮৬ কিলো। সেই বিভাগের শেষে তিনি ছিলেন তৃতীয় স্থানে। ভারোত্তোলনে দ্বিতীয় বিভাগ হল ক্লিন এবং জার্ক। সেই বিভাগেই ১১৬ কিলো তুলে গেমস রেকর্ড গড়েন বিন্দিয়ারানি।
ক্লিন এবং জার্ক বিভাগে প্রথম প্রয়াসে ১১০ কিলো তুলেছিলেন বিন্দিয়ারানি। দ্বিতীয় বার ১১৪ কিলো তুলতে গিয়ে তিনি ব্যর্থ হন। শেষ বার তিনি যখন ভারোত্তোলন করতে এলেন, তখন তিনি ছিলেন তৃতীয় স্থানে। শেষ প্রতিযোগী ছিলেন তিনি। রুপো জয়ের চেষ্টায় ১১৬ কিলো তোলার সিদ্ধান্ত নেন বিন্দিয়ারানি।
যেমন ভাবনা, তেমন কাজ। মনের জোরকে সম্বল করে ১১৬ কিলো তোলার সাহস দেখান বিন্দিয়া। আর নিজের আত্মবিশ্বাসকে সঙ্গী করে ১১৬ কিলো তুলে রুপো জিতে নেন বিন্দিয়ারানি।
এই বিভাগে সোনা জেতেন নাইজেরিয়ার আদিজাত আদেনি। তিনি মোট ২০৩ কিলো তোলেন। ২০২ কিলো তুলে দ্বিতীয় বিন্দিয়ারানি। তৃতীয় স্থানে ইংল্যান্ডের ফ্রেয়ার মোরো। তিনি ১৯৮ কিলো তুলেছেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।