আগামী অক্টোবর মাসে ভারতের মাটিতে বসতে চলেছে ওডিআই বিশ্বকাপের আসর। গতকাল অর্থাৎ মঙ্গলবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে আইসিসি। এই টুর্নামেন্ট আয়োজন করার ক্ষেত্রে ভারতীয় বোর্ড কোনও রকম খামতি রাখতে চাইছে না। বিশ্বকাপের জন্য দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে বড় সংস্কার করা হচ্ছে। সংস্কারের জন্য ২০ থেকে ২৫ কোটি টাকার খরচ করা হবে বলেও জানা যাচ্ছে। বিশ্বকাপের পাঁচটি ম্যাচ খেলা হবে এই স্টেডিয়ামে।
এই বছরের শুরুর দিকে ভারত ও অস্ট্রেলিয়ার বর্ডার-গাভাসকর ট্রফির দ্বিতীয় টেস্টের আয়োজন করা হয় এই স্টেডিয়ামে। এই মাঠের পিচের সঙ্গে সঙ্গে বিশেষ করে শৌচালয়ের প্রাথমিক স্বাস্থ্যবিধি নিশ্চিত না করার অভিযোগ ওঠে। বিভিন্ন মহলে সমালোচিত হতে হয় দিল্লির ক্রিকেট সংস্থাকে। বিশ্বকাপের মঞ্চে তারা কোনও অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে চাইছে না। কারণ বিশ্বকাপের জন্য দেশ বিদেশ থেকে অনেকেই আসবে। ফলে সংস্কার প্রয়োজন। এপ্রিল মাসে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি মূল্যায়নের পর, জানানো হয় যে দিল্লির অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়াম দেশের পাঁচটি ভেন্যুর মধ্যে অন্যতম। যার বড় ধরনের সংস্কারের প্রয়োজন রয়েছে।
গত দশ বছরে ক্রিকেটের জনপ্রিয়তা ব্যাপকভাবে বেড়েছে। এর সঙ্গে তাল মিলিয়ে বিসিসিআই ও ক্রিকেটের অন্যতম ধনী বোর্ড হিসাবে নিজেদের নাম লিখিয়েছে। বিশ্বমানের বিভিন্ন টুর্নামেন্ট থেকে প্রচুর টাকা আয় করে ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু বিভিন্ন সময়ে স্টেডিয়ামগুলির পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছে ভারতীয় সমর্থকরাই। তাদের অভিযোগ স্টেডিয়ামে সাধারণ সুবিধাগুলি পাওয়া যায় না। দিল্লি ক্রিকেট সংস্থার যুগ্ম সম্পাদক রাজন মানচন্দ জানান, বিশ্বকাপের সময় তাদের সমর্থকদের অভিজ্ঞতা যেন ভালো হয় সেই দিকে মনোনিবেশ করবে তারা।
সংবাদ সংস্থা পিটিআইকে তিনি বলেন, 'আমাদের পাঁচটি খেলা উপহার দেওয়ার জন্য আমরা বিসিসিআইকে ধন্যবাদ জানাই । অরুণ জেটলি স্টেডিয়ামের পরিকাঠামোর উন্নতি করতে হবে যাতে ভক্তদের একটা আনন্দদায়ক অভিজ্ঞতা দেওয়া যায়। মেগা ইভেন্টের আগে সেদিকেই মনোনিবেশ করা হবে। স্টেডিয়ামে পাওয়া বিভিন্ন সুযোগ সুবিধার অনেকটা উন্নতমানের করার পরিকল্পনা আমরা করেছি। এই সংস্কারের মধ্যে থাকছে দর্শকদের আসন ঠিক করা, শৌচালয়, রঙের কাজ এবং আমাদের টিকিটিং সফ্টওয়্যারের সংস্কার করব।'
দিল্লির এই স্টেডিয়ামে ৩৫ হাজার দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারেন। দিল্লি ক্রিকেট সংস্থার সভাপতি জানান, তারা ১০ হাজার দর্শক আসনের প্রতিস্থাপন করবে। এই প্রতিস্থাপনের ফলে স্টেডিয়ামে ঢোকার ১৫ বছরের পুরনো টার্নস্টাইলগুলিকে পরিবর্তন করা হবে। কাজ শেষ করার বিষয়ে তিনি বলেন, '১৫ সেপ্টেম্বরের মধ্যে আমরা স্টেডিয়ামের সংস্কারমূলক কাজ শেষ করব বলে আশা করছি। দর্শকদের যুক্তিসঙ্গত মূল্যে পরিষ্কার শৌচালয় এবং স্বাস্থ্যকর খাবার এবং জল সরবরাহ করতে হবে। হাউসকিপিং কর্মীদের সংখ্যাও বাড়ানো হবে।' তিনি আরও জানান, বিসিসিআই এবং আইসিসির দল জুলাইয়ের তৃতীয় সপ্তাহে স্টেডিয়াম পরিদর্শন করতে আসবে। যার মধ্যে পিচ ও আউটফিল্ডও খতিয়ে দেখবে তারা।
১১ অক্টোবর দিল্লিতে ভারত এবং আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। এটাই অরুণ জেটলি স্টেডিয়ামে বিশ্বকাপের সব থেকে বড় ম্যাচ হতে চলেছে। ১৪ অক্টোবর আফগানিস্তান এখানে ইংল্যান্ডের মুখোমুখি হবে। লিগের বাকি দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে ২৫ অক্টোবর ও ৬ নভেম্বর।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।