বাংলা নিউজ > ময়দান > স্ত্রী ও মায়ের বকুনি খেয়েছেন, 'প্রতিবেশীর স্ত্রী'র মতো' মন্তব্যে ক্ষমা চাইলেন DK

স্ত্রী ও মায়ের বকুনি খেয়েছেন, 'প্রতিবেশীর স্ত্রী'র মতো' মন্তব্যে ক্ষমা চাইলেন DK

দীনেশ কার্তিক। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

'ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী'র মতো', বলেছিলেন দীনেশ কার্তিক।

'ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী'র মতো' মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন দীনেশ কার্তিক। জানালেন, সেই মন্তব্যের জন্য মা ও স্ত্রী দীপিকা পাল্লিকালও কড়া ভাষায় সমালোচনা করেছেন।

রবিবার ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের তৃতীয় একদিনের ম্যাচে স্কাই স্পোর্টসে ধারাভাষ্যের সময় কার্তিক বলেন, ‘শেষ ম্যাচে যা হয়েছে, তার জন্য ক্ষমা চাইছি। আমি ঠিক ওটা বোঝাতে চায়নি। আমি একেবারে ভুল করে ফেলেছি। প্রত্যেকের কাছে আমি ক্ষমা চাইছি। এরকম মন্তব্য করা একেবারেই সঠিক নয়। ওটা বলার জন্য আমার স্ত্রী এবং মায়ের কড়া সমালোচনার মুখে পড়েছি।’ সঙ্গে তিনি যোগ করেন, ‘আমি আন্তরিতভাবে দুঃখিত। যা আর কখনও হওয়া উচিত নয়।’

ধারাভাষ্য কেরিয়ার শুরু করার পরই ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচে বিতর্কে জড়িয়ে পড়েন কার্তিক। গত বৃহস্পতিবার ইংল্যান্ডের ইনিংসের ৩০ তম ওভারের সময় তাঁকে বলতে শোনা যায়, ‘ব্যাটসম্যানদের (নিজেদের) ব্যাট ভালো লাগার বিষয়টি একেবারেই স্বাভাবিক। অধিকাংশ ব্যাটসম্যানকেই দেখে মনে হয়, তাঁদের নিজেদের ব্যাট ভালো লাগে না। তাঁরা অন্যদের ব্যাট ভালো লাগে বা…ব্যাট হল প্রতিবেশীর স্ত্রী'র মতো। সর্বদা বেশি ভালো লাগে।’

সেই মন্তব্যে হতবাক হয়ে যান অনেকে। নেটিজেনদের একাংশ তাতে কৌতুকরসের প্রশংসা করেছিলেন। এক নেটিজেন বলেছিলেনন, ‘ক্রিকেটে দীনেশ কার্তিকের সম্ভবত সবথেকে সেরা লাইন শুনে ফেললাম। হেসে হেসে মরে যাচ্ছি। ভুলে করেও বাড়ি যেও না ডিকে।’ অপর এক নেটিজেনও একইভাবে বলেছিলেন, ‘প্রতিবেশীর বউ। দীনেশ কার্তিক নির্ঘাত বাড়ি যাচ্ছেন না।’

যদিও অনেকেই কার্তিকের সেই মন্তব্যে বিরক্ত হয়েছিলেন। তাঁদের বক্তব্য, 'নারীবিদ্বেষী' মনোভাব প্রকাশ পেয়েছে কার্তিকের মন্তব্যে। তেমনই এক নেটিজেন বলেছিলেন, ‘সবসময় ভালো ক্রিকেট ম্যাচ চলাকালীন দীনেশ কার্তিক ধারাভাষ্য শুনতে ভালো লাগে। আপনার ব্যাখ্যাও সর্বদা ঠিক হয়। কিন্তু মহিলাদের বিরুদ্ধে এই জোকসের থেকে আপনাকে ভালো করতে হবে। এরকম ঘেন্নাকর পুরুষত্বের বহিঃপ্রকাশ খেলার দুনিয়ায় কোনও জায়গা নেই।’

বন্ধ করুন