বাংলা নিউজ > ময়দান > ENG vs AUS, Ashes 3rd Test: ৭৫ করে দলকে জেতালেন ব্রুক, সঙ্গে গড়ে ফেললেন দ্রুততম হাজার রানের রেকর্ড

ENG vs AUS, Ashes 3rd Test: ৭৫ করে দলকে জেতালেন ব্রুক, সঙ্গে গড়ে ফেললেন দ্রুততম হাজার রানের রেকর্ড

হ্যারি ব্রুক।

ব্রুক তাঁর ১০ নম্বর টেস্ট ম্যাচের ১৬তম ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছে গিয়েছেন। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ টেস্টে এই রান যৌথ ভাবে ষষ্ঠ সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ডন ব্র্যাডম্যান দ্রুততম ১০০০ রান করেছেন। তিনি তাঁর প্রথম ১০০ রান ছুঁতে মাত্র ৭টি টেস্ট ম্যাচ নিয়েছিলেন।

ইংল্যান্ডের ব্যাটসম্যান হ্যারি ব্রুক রবিবার লিডস টেস্ট ম্যাচে নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় হাজার টেস্ট রান পূর্ণ করেন। ইংল্যান্ডের এই তরুণ টেস্ট ক্রিকেটে সবচেয়ে কম বল খেলে দ্রুততম এক হাজার রান করে রেকর্ড গড়ে ফেলেছেন। হ্যারি ব্রুক লড়াকু ইনিংস খেলে দলে জেতানোর পাশাপাশি, টেস্টে হাজার রানের মাইলস্টোন স্পর্শ করে ফেলেছেন। টেস্টে তাঁর সংগ্রহ এখন ১০৫৮।

ব্রুক তাঁর ১০ নম্বর টেস্ট ম্যাচের ১৬তম ইনিংসে এই মাইলস্টোনে পৌঁছে গিয়েছেন। আর টেস্ট ক্রিকেটের ইতিহাসে ১০ টেস্টে এই রান যৌথ ভাবে ষষ্ঠ সর্বোচ্চ। টেস্ট ক্রিকেটের ইতিহাসে ডন ব্র্যাডম্যান দ্রুততম ১০০০ রান করেছেন। তিনি তাঁর প্রথম ১০০ রান ছুঁতে মাত্র ৭টি টেস্ট ম্যাচ নিয়েছিলেন।

আরও পড়ুন: ODI সুপার লিগ মরেনি- WC কোয়ালিফায়ারে ডাচেদের পারফরম্যান্সের পর দাবি ICC প্রধানের

লিডসে ম্যাচের চতুর্থ ইনিংসে ব্যাট করতে নামার সময়ে ব্রুকের উপর প্রচণ্ড চাপ ছিল। ২৫১ রান তাড়া করতে গিয়ে ইংল্যান্ডের টপ অর্ডার ভেঙে পড়ে। সিরিজে টিকে থাকতে হলে লিডসে টেস্ট ম্যাচ জিততেই হত ইংল্যান্ডকে। অধিনায়ক বেন স্টোকস এবং জনি বেয়ারস্টো সহ বাকি ব্যাটাররা ডাগআউটে ফিরে গেলে ইংল্যান্ডকে লড়াইয়ে রাখেন ব্রুক।

ইংল্যান্ডের জয়ের জন্য ২৫১ রানের লক্ষ্য দিয়েছিল অস্ট্রেলিয়া। হাতে ছিল ২ দিনের বেশি সময়। একেবারেই বড় লক্ষ্য নয়। বরং অনেক সহজ টার্গেট ছিল ব্রিটিশদের সামনে। শনিবারের শেষে বিনা উইকেটে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ২৭ রান। কিন্তু রবিবার সকাল থেকেই অজি বোলাররা চেপে ধরার চেষ্টা করে। জ্যাক ক্রলি ৫৫ বলে ৪৪ রান করে শুরুতে কিছুটা ভরসা জোগান। তবে বেন ডাকেট (২৩), মইন আলি (৫), জো রুটরা (২৩) সস্তায় উইকেট ছুঁড়ে দেয়। কিন্তু পাঁচে নেমে হাল ধরেন হ্যারি ব্রুক।

আরও পড়ুন: দলীপ ট্রফির ফাইনালে ফের পশ্চিম বনাম দক্ষিণ, এই নিয়ে তেরো বার, পাল্লা ভারি কার?

তবে বেন স্টোকস (১৩) এবং জনি বেয়ারস্টো (৪৫) সঙ্গ দিতে পারেননি ব্রুকের। তবে ক্রিস ওকস যোগ্য সঙ্গত করেন ব্রুককে। সপ্তম উইকেটে ৫৯ রান যোগ করে ইংল্যান্ডের জয়ের ভিত মজবুত করেন ব্রুক এবং ওকস। ৯টি চারের সাহায্যে ৯৩ বলে ৭৫ রান করে ব্রুক সাজঘরে ফিরলেও, ওকস উইকেটে টিকে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ওকস ৪৭ বলে ৩২ করে অপরাজিত থাকেন। মার্ক উড ৮ বলে অপরাজিত ১৬ করেন।

মিচেল স্টার্কের ৫ উইকেট কোনও কাজে এল না। ৩ উইকেটে জয় ছিনিয়ে নিয়ে লজ্জার হাত থেকে বাঁচল ইংল্যান্ড। এছাড়া প্যাট কামিন্স এবং মিচেল মার্শ ১টি করে উইকেট নিয়েছেন।

টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে অজিরা ২৬৩ রান করে। জবাবে ২৩৭ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। ম্যাচের তৃতীয় ইনিংসে অস্ট্রেলিয়া নড়বড় করতে করতে কোনও রকমে ২২৪ রান করে। ২৬ রানে এগিয়ে থাকার সুবাদে অস্ট্রেলিয়া ২৫০ রানের লিড পায়। তবে চতুর্থ দিনেই সেই রান তুলে ফেলে ইংল্যান্ড। জয় ছিনিয়ে নিয়ে পাঁচ ম্যাচের সিরিজ ২-১ করে কিছুটা স্বস্তি পেলেন বেন স্টোকসরা।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হিন্দি দিবসে সেলেবরা শেয়ার করলেন তাঁদের প্রিয় লাইন! কথায় কথায় কে কী বলেন ব্যাট ও বলের মধ্যে লাহোর ও করাচির মতো দূরত্ব, তাও আউট, হাস্যকর আম্পায়ারিং পাকে IPL রিটেনশন নিয়ে সাসপেন্স আরও বাড়তে চলেছে, দাবি নয়া রিপোর্টে ‘‌এটা খুব খারাপ লেগেছে’‌, মুখ্যমন্ত্রীর মন্তব্যে দুঃখিত নির্যাতিতার বাবা–মা মুম্বই সিটির বিরুদ্ধে এগিয়ে গিয়েও ড্র মোহনবাগানের, দায় স্বীকার কোচ মোলিনার বাবা নেই, চোখে জল নিয়ে স্মরণসভায় মালাইকা, পাশে প্রাক্তন স্বামী আরবাজ, নেই অর্জুন চোখ মেলানোর সাহস ছিল না! ধোনির ড্রেসিংরুমের কীর্তি ফাঁস একদা সতীর্থের বাবর আজমকে সেঞ্চুরি করতে দিলেন না শাহিন আফ্রিদি! ৭৯ বলে ৭৬ রান করে ফিরলেন সাজঘরে 'মমতা আসতে বাধ্য হন…কিন্তু আশ্চর্যজনকভাবে দেখলাম…', প্রশ্ন জুনিয়র ডাক্তারদের! জুনিয়র ডাক্তারদের মঞ্চে মুখ্যমন্ত্রী যেতেই মুগ্ধ জহর সরকার, পাঠালেন বার্তা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.