বাংলা নিউজ > ময়দান > ENG vs NZ: তৃতীয় টেস্টে মিচেলের দিকে বল ছুড়ে বিপাকে ব্রড, ইংল্যান্ড তারকাকে শাস্তি দিল ICC

ENG vs NZ: তৃতীয় টেস্টে মিচেলের দিকে বল ছুড়ে বিপাকে ব্রড, ইংল্যান্ড তারকাকে শাস্তি দিল ICC

স্টুয়ার্ট ব্রডের ছোড়া বল ডারিল মিচেলের গায়ে লাগে। ছবি- রয়টার্স/এএফপি।

নিউজিল্য়ান্ডের দ্বিতীয় ইনিংসের ৮৯তম ওভারে ঘটনাটি ঘটে।

ইংল্য়ান্ড-নিউজিল্যান্ডের তৃতীয় টেস্ট চলাকালীন রবিবার (২৬ জুন), কিউয়িদের দ্বিতীয় ইনিংসের ৮৯তম ওভারে স্টুয়ার্ট ব্রড নিজের বোলিংয়ের সময় একটি বল ফিল্ড করে তা ব্যাটারের দিকে ছুড়ে দেন। সেই বল ক্রিজের ভিতরে থাকা কিউয়ি তারকা ডারিল মিচেলের গায়ে লাগে। এই অপরাধের জেরেই এবার শাস্তি পেলেন ব্রড।

আইসিসির ‘কোড অফ কনডাক্ট’র লেভেল ১ ভাঙার জন্য মঙ্গলবার (২৮ জুন) ব্রডকে সরকারিভাবে শাস্তি দিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। আর্টিকেল ২.৯ অনুযায়ী (কোনও খেলায়াড়ের গায়ের কাছে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে) ব্রডকে শাস্তি দেওয়া হয়। আইসিসির তরফে এক বিবৃতিতে জানানো হয়, ‘ব্রড খেলোয়াড় এবং আধিকারিকদেক জন্য নির্ধারিত আর্টিকেল ২.৯ ভাঙায় দোষী সাব্য়স্ত হয়েছেন। এর জেরে ব্রডের ডিসিপ্লিনারি রেকর্ডে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে। বিগত ২৪ মাসে ওনার এটি দ্বিতীয় দোষ, যার জেরে মোট দুই ডিমেরিট পয়েন্ট রয়েছে ওনার।’

আরও পড়ুন:- পরাজিত দলের ট্র্যাজিক হিরোর জন্য স্টাম্প সংগ্রহ করতে ছুটলেন জো রুট, ভিডিয়ো দেখে মন গলবেই

আরও পড়ুন:- মাঠে দর্শক আসনে দৌড়াচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ভাইরাল হল ভিডিয়ো

লেভেল ১ দোষ করার সর্বোচ্চ সাজা ৫০ শতাংশ ম্যাচ থেকে প্রাপ্ত বেতন কাটাকাটি এবং এর পাশাপাশি বা পরিবর্তে এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট। হেডিংলিতে উপস্থিত আম্পায়াররা ব্রডের বিরুদ্ধে এই অভিযোগ আনেন এবং ম্য়াচ রেফারি ডেভিড বুন, ব্রডকে এই শাস্তি দেন। ব্রড নিজের দোষ স্বীকার করে নেওয়ায় আর  শুনানির প্রয়োজন হয়নি।

 

বন্ধ করুন