বাংলা নিউজ > ময়দান > Racism in England Cricket: ৮২% 'ভারতীয় বংশোদ্ভূত বর্ণবাদের শিকার, মেয়েরা 'সেকেন্ড ক্লাসের', রিপোর্ট আসতে ক্ষমা ECB-র

Racism in England Cricket: ৮২% 'ভারতীয় বংশোদ্ভূত বর্ণবাদের শিকার, মেয়েরা 'সেকেন্ড ক্লাসের', রিপোর্ট আসতে ক্ষমা ECB-র

২০২০ সালে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে 'ব্ল্যাক লাইভস ম্যাটার'-র সমর্থন। (ফাইল ছবি, সৌজন্যে গেটি ইমেজস)

Racism and sexism in England Cricket: ইংল্যান্ডের ক্রিকেটের শিরায়-শিরায় বর্ণবিদ্বেষ লুকিয়ে আছে। সেইসঙ্গে মহিলা ক্রিকেটারদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হিসেবে বিবেচনা করা হয়। এমনই জানানো হল একটি রিপোর্টে। তারপরই ক্ষমা চাইল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড

রন্ধ্রে-রন্ধ্রে ঢুকে আছে বর্ণবাদ, লিঙ্গবিদ্বেষ- একটি স্বতন্ত্র কমিশনের রিপোর্ট সামনে আসতেই নিঃশর্ত ক্ষমা চাইল ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। মঙ্গলবার ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন রিচার্ড থম্পসন জানিয়েছেন, যাঁরা এরকম বিদ্বেষের শিকার করেছেন, তাঁদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছেন। ভবিষ্যতে যাতে একজনকেও সেরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে না হয়, সেজন্য যাবতীয় পদক্ষেপের আশ্বাস দিয়েছেন ইংল্যান্ড এবং ওয়েলস ক্রিকেট বোর্ডের চেয়ারপার্সন। যদিও যে দেশের ক্রিকেট ব্যবস্থার শিরায়-শিরায় বর্ণবাদ ঢুকে আছে, লিঙ্গবৈষম্য ভয়ংকর আকার ধারণ করেছে এবং পুরো বিষয়টি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে, সেই ক্রিকেট ব্যবস্থা কতটা পরিষ্কার হবে, তা নিয়ে ধন্দ আছে সংশ্লিষ্ট মহলের।

আরও পড়ুন: ICC World Cup Matches at Eden: বিশ্বকাপের সেমিফাইনাল পেল ইডেন; কলকাতায় খেলবে ভারত, পাকিস্তান, বাংলাদেশও

২০২০ সালে পাকিস্তানের বংশোদ্ভূত ক্রিকেটার আজিম রফিকের বিরুদ্ধে বর্ণবিদ্বেষী আক্রমণ সামনে আসার পর যে 'ইন্ডিপেন্ডেট কমিশন অফ ইক্যুইটি ইন ক্রিকেট' তৈরি করেছিল, সেই কমিটির রিপোর্টে জানানো হয়েছে, ক্রিকেট থেকে বর্ণবিদ্বেষ এবং লিঙ্গবৈষম্যকে মুছে ফেলতে যথেষ্ট পদক্ষেপ করেনি ইংল্যান্ড বোর্ড। বরং প্রাতিষ্ঠানিকভাবে ইংল্যান্ডের ক্রিকেটে সেই বর্ণবিদ্বেষ 'গেঁথে বসে আছে'। মহিলা ক্রিকেটারদের 'দ্বিতীয় শ্রেণির নাগরিক' হিসেবে বিবেচনা করা হয় বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।

আরও পড়ুন: Indian Faces Racism in US Viral Video: ‘নোংরা হিন্দু’ মার্কিন মুলুকে জাতিবিদ্বেষের শিকার ভারতীয়, অভিযুক্ত এক শিখ!

কমিশনের রিপোর্ট অনুযায়ী, বিভিন্ন স্তর থেকে ৪,০০০-র বেশি মানুষ নিজেদের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। অর্ধেকের বেশি মানুষই গত পাঁচ বছরে বিদ্বেষের শিকার হয়েছেন বলে জানিয়েছেন। সেই বিদ্বেষের ধরন নিয়ে আরও গভীরে যে ছবিটা ধরা পড়েছে, তা ভয়াবহ। কারণ ৮৭ শতাংশ পাকিস্তান বা বাংলাদেশের বংশোদ্ভূত মানুষই সেই বিদ্বেষের শিকার হয়েছেন। যা ভারতে শিকড় থাকা ব্যক্তিদের ক্ষেত্রে ৮২ শতাংশ, কৃষ্ণাঙ্গ ব্যক্তিদের ক্ষেত্রে ৭৫ শতাংশ এবং মহিলাদের ক্ষেত্রে ৬৮ শতাংশ।

তবে মহিলাদের ক্ষেত্রে বিদ্বেষের সেখানেই শেষ হয়নি। ওই কমিশনের রিপোর্ট অনুযায়ী, সাদা বলের ক্রিকেটে (অর্থাৎ ক্রিকেটের সংক্ষিপ্ত ফর্ম্যাটে) ইংল্যান্ডের মহিলা ক্রিকেটাররা সাধারণত যে টাকা পান, তা পুরুষ ক্রিকেটারদের পাঁচ ভাগের এক ভাগ। অর্থাৎ একই ফর্ম্যাটে খেলে মহিলা ক্রিকেটারদের থেকে পাঁচগুণ বেশি টাকা পান ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটাররা। বর্তমানে যে বেতন সাম্য চালু করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। 

সেই পরিস্থিতিতে ওই কমিশনের রিপোর্টে ইংল্যান্ডের ক্রিকেট বোর্ডকে মোট ৪৪টি সুপারিশ করা হয়েছে। ২০২৩ সালের মধ্যে ইংল্যান্ডের জার্সি পরে খেলা পুরুষ এবং মহিলা ক্রিকেটারদের বেতনের ক্ষেত্রে সাম্য আনার বিষয়টিও সেই তালিকায় আছে। সেই প্রেক্ষিতে ইংল্যান্ড বোর্ডের তরফে দাবি করা হয়েছে যে কমিশনের তরফে যে ৪৪টি সুপারিশ করা হয়েছে, সেটার সঙ্গে সামঞ্জস্য রেখে ক্রীড়াজগতের প্রতিনিধিদের পরামর্শ নিয়ে তিন মাসের মধ্যে একটি পরিকল্পনা তৈরি করা হবে।

সেইসঙ্গে ইংল্যান্ডের ক্রিকেটের শিরায়-শিরায় বর্ণবিদ্বেষ ও লিঙ্গবৈষম্য থাকায় ক্রিকেট বোর্ডের তরফে ক্ষমা চাওয়া হয়েছে। বোর্ডের চেয়ারপার্সন বলেছেন, 'যাঁদের কখনও মনে হয়েছে যে তাঁদের ক্রিকেটের মাঠে বহিরাগত করে দেওয়া হয়েছে বা তাঁদের অনুভব করানো হয়েছে যে তাঁরা এই ক্রিকেটের অংশ নন, ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফে তাঁদের কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইছি। ক্রিকেট খেলাটা সকলের জন্য। কিন্তু আমরা জানি যে সবসময় সেটা হয় না। এই রিপোর্টে তুলে ধরা হয়েছে যে দীর্ঘদিন ধরে মহিলা এবং কৃষ্ণাঙ্গ মানুষদের অবহেলা করে আসা হয়েছে। সেজন্য আমরা সত্যিই দুঃখিত।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বৃষ্টি হবে বৃহস্পতিতে, পারদও পড়তে শুরু করবে, ঘন কুয়াশার দাপট কোন কোন জেলায়? একগুচ্ছ কর্মসূচি নিয়ে ফ্রান্সে মোদী.. ম্যাক্রোঁ জানালেন অভ্যর্থনা ৭০ বছরের বৃদ্ধার হাত-পা বেঁধে দুঃসাহসিক ডাকাতি! চাঞ্চল্য নদিয়ার কৃষ্ণনগরে মাঘী পূর্ণিমায় পূণ্যস্নানে গঙ্গাসাগরে নামল ভক্তদের ঢল চারদিন বন্ধ থাকবে কলকাতা মেট্রোর গ্রিন লাইন, বৃহস্পতিবার থেকে শুরু এখনই ভোট হলে বাংলায় তৃণমূলের আসন বাড়বে! সমীক্ষা দেখে দেবাংশু বললেন ‘আরজি কর…..’ বাংলাদেশ বইমেলায় তসলিমার বই বিতর্কের পর স্থগিত টাঙ্গাইলের লালন স্মরণোৎসব! কেন? পুতিনের সঙ্গে ফোনে কথা ট্রাম্পের! 'ইউক্রেন যুদ্ধে ইতি টানতে আলোচনায় রাজি' ২ জনেই IND vs ENG 3rd ODI: উইকেট শুরুতে কঠিন ছিল- গিল জানালেন এটি সেরা ইনিংসের একটি বাংলায় ১৫০ কোটি বিনিয়োগ করবে Rapido, নারীদের সুরক্ষা, আয়েরও সুযোগ!

IPL 2025 News in Bangla

দ্য হান্ড্রেড টুর্নামেন্টের সাউদার্ন ব্রেভ দলের মালিকানা ধরে রাখল GMR গ্রুপ ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.