কলকাতা ফুটবল লিগের প্রথম ডিভিশনে ক্লাব নামাতে তৈরি সর্ব ভারতীয় সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। সব কিছু ঠিক চললে আসন্ন মরশুমে দেখা যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাব। সূত্রের খবর এই ক্লাবকে‘ডায়মন্ডহারবার ফুটবল ক্লাব’ নামেই হয়তো লিগে খেলতে দেখা যাবে। এই ক্লাবের সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সভাপতির চেয়ারে বসেছেন প্রাক্তন ফুটবলার গৌরাঙ্গ বন্দ্যোপাধ্যায়। দলের কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে।
আইএফএ সূত্রের খবর, রাজ্য ফুটবল নিয়ামক সংস্থার পদাধিকারীদের সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একপ্রস্থ কথা হয়ে গিয়েছে। নিয়ম মেনেই লিগ খেলতে চেয়ে আবেদন পত্র জমা দেওয়া হয়েছে। আইইএফএ-এর অনুমতি পাওয়াটা এখন সময়ের অপেক্ষা। এদিকে নতুন দায়িত্ব পেয়ে উচ্ছ্বসিত প্রাক্তন ফুটবলার কৃষ্ণেন্দু রায়। তিনি জানিয়েছেন, ‘প্রতি বছর নিজের দায়িত্ব নিয়ে,ফুটবলকে ভালোবেসে এমপি কাপের আয়োজন করেন মাননীয় সাংসদ। তাঁর ক্লাব কলকাতা ফুটবল লিগে খেলবে এটা বাংলার ফুটবলের স্বার্থে ভালো। দারুণ উদ্যোগ নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় সাংসদ কথা দিয়েছিলেন,তাঁর টিম কলকাতা লিগে খেলবে। তিনি কথা রাখলেন। আইএফএ অফিসে আবেদন জমা পড়েছে। দল গড়ার ব্যাপারে আমরা সবাই একসঙ্গে বসে আলোচনা করে নেব।’
ক্লাব সচিব ও প্রাক্তন ফুটবলার বলেন,‘মাননীয় সাংসদ (অভিষেক বন্দ্যোপাধ্যায়) বহুদিন আগেই বলেছিলেন,তাঁর ফুটবল ক্লাব কলকাতা ফুটবল লিগে খেলানোর চেষ্টা করছেন। তিনি কথা দিয়েছিলেন। কথাও রাখলেন। আমাকে সচিব করা হয়েছে। কোচ করা হয়েছে কৃষ্ণেন্দু রায়কে। এই বছর সময় কম। তবু ভালো করে দল গড়ার চেষ্টা করব। তবে পরের বছর আরও ভালো করে দল গড়ব। মাননীয় সাংসদ ডায়মন্ডহারবারে সাফল্যের সঙ্গে এমপি কাপ করে আসছেন। পরের বার আমরা এমপি কাপ থেকেই লিগের ফুটবলার বেছে নেব।’