২০২৪ সালের এএফসি কাপের শুরু ১২ জানুয়ারি। গ্রুপ লিগের ম্যাচ শেষ ২৫ জানুয়ারি। প্রি-কোয়ার্টার ফাইনালের ম্যাচ শুরু ২৮ জানুয়ারি। শেষ হবে ৩১ জানুয়ারি। কোয়ার্টার-ফাইনাল শুরু ২ ফেব্রুয়ারি। কোয়ার্টার-ফাইনাল শুরু ৩ ফেব্রুয়ারি। প্রথম সেমিফাইনাল ৬ ফেব্রুয়ারি। দ্বিতীয় সেমিফাইনাল ৭ ফেব্রুয়ারি। ফাইনাল ১০ ফেব্রুয়ারি। মোট ম্যাচের সংখ্যা ৫১। প্রাথমিকভাবে এএফসি এশিয়ান কাপের দলের সংখ্যা ২৪টি। মোট গ্রুপের সংখ্যা ছয়। প্রতিটি গ্রুপে দলের সংখ্যা চার। প্রতিটি গ্রুপ থেকে প্রি-কোয়ার্টার ফাইনালে সরাসরি সুযোগ পাওয়া দলের সংখ্যা দুই (গ্রুপের দুই সেরা দল)। আর সেরা তৃতীয় স্থানাধিকারী দলের জন্য নক-আউটে সুযোগ পাওয়া দলের সংখ্যা চার।
এবারের এএফসি এশিয়ান কাপে 'বি' গ্রুপে জায়গা হয় ভারতের। টিম ইন্ডিয়ার সঙ্গে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান এবং সিরিয়াকে নিয়ে গ্রুপ ‘বি’ তৈরি করা হয়েছে। যা যথেষ্ট কঠিন গ্রুপ। আর টুর্নামেন্ট শুরুর আগে ভারতীয় দলের কোচ ইগর স্টিম্যাচ বলেন, ‘একটি দৈত্য অবশ্যই এখন তাঁর ঘুম থেকে উঠছে। আমি মনে করি এশিয়ার সেরা দশে প্রবেশ করতে আমাদের আরও চার বছর লাগবে। আমরা ড্র নিয়ে খুশি হওয়ার থেকে অনেক দূরে রয়েছি, তবে এটা সেটাই যেটা হওয়ার ছিল।
২০২৪ সালের এএফসি এশিয়ান কাপের জন্য ভারতের দলে আছেন গুরুপ্রীত সিং সান্ধু, অমরিন্দর সিং, বিশাল কাইথ, আকাশ মিশ্র, লালচুংনুঙ্গা, মেহতাব সিং, নিখিল পূজারি, প্রীতম কোটাল, রাহুল বেকে, শুভাশিস বোস, সন্দেশ ঝিঙ্গান, অনিরুদ্ধ থাপা, ব্রেন্ডন ফার্নান্ডেজ, দীপক টাংরি, লালতে, লিস্টন কোলাসো, নাওরেম মহেশ সিং, সাহাল আবদুল সামাদ, সুরেশ সিং, উদান্ত সিং, সুনীল ছেত্রী, রাহুল কেপি, ইশান পণ্ডিতা, মনবীর সিং, ছাংতে, বিক্রম প্রতাপ সিং। টুর্নামেন্টের আগে ভারতীয় দলের সন্দেশ ঝিঙ্গান বলেন, 'দেখুন একটা ব্যাপার একেবারেই স্পষ্ট যে এই ম্যাচটা আমাদের জন্য একদমই সহজ হবে না। এটা ঠিক যে আমরা প্রচুর সমর্থন পাচ্ছি। কিন্তু একই সঙ্গে নিজেদের সেরাটাও দেওয়ার চেষ্টা করব। এমন একটা বড় টুর্নামেন্টে খেলার সুযোগ পেয়েছি, এটা আমাদের কাছে সত্যি একটা সম্মানের ব্যাপার।
All
Live
Upcoming
Results
Teams
Select Team
এএফসি কাপের আগে ভারতের প্রাক্তন অধিনায়ক বলেন, 'ভারতীয় ফুটবলে বেশ কয়েকটি উন্নতি আমরা একেবারে সামনে থেকে দেখতে পারছি। বিশ্বকাপের যোগ্যতা-অর্জন পর্বে ভারত বেশ ভালো খেলছে। তবে এএফসি এশিয়ান কাপ রয়েছে, সেখানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলতে হবে। সেটা একটা কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। কারণ ওরা বিশ্বকাপ খেলে। ফলে সুনীলদের আরও সতর্ক হয়ে খেলতে হবে। সেই ম্যাচ যদি ঠিকভাবে খেলতে পারে, তাহলে পরের রাউন্ডে যাওয়া খুব একটা অসম্ভব কিছু নয়।
ফিফার সাম্প্রতিক র্যাঙ্কিং অনুযায়ী, ভারতের র্যাঙ্কিং হল ১০২। অস্ট্রেলিয়ার র্যাঙ্কিং হল ২৫। উজবেকিস্তানের র্যাঙ্কিং হল ৬৮। সিরিয়ার র্যাঙ্কিং হল ৯১। সেই কঠিন লড়াই নিয়ে টুর্নামেন্টের আগে ভারতের অধিনায়ক সুনীল ছেত্রী বলেন, সুনীল বলেন, ‘আমাদের প্রথম ম্যাচ রয়েছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। আমি চাই প্রথম ম্যাচে সবচেয়ে বড় আন্ডারডগদের ফল হোক। আমি চাই প্রথম ম্যাচ আমরা জয় দিয়ে শুরু করি। মনে রাখবেন, জীবনে কেউ আপনাকে সুযোগ দেবে না। এমনকী আপনার বন্ধুরাও আপনাকে সুযোগ দেবে না।
এএফসি এশিয়ান কাপের ইতিহাসে ১৯৬৪ সালে সবথেকে ভালো ফল করেছিল ভারত। ১৯৬৪ সালে এই টুর্নামেন্টে খেলা হয়েছিল মাত্র চারটি দলকে নিয়ে। ফাইনালে ইজরায়েলের কাছে হেরে গিয়েছিল ভারত। আর শেষবার তথা ২০১৯ সালের এএফসি এশিয়ান কাপের শুরুটা দুর্দান্তভাবে করেছিল ভারত। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে পরাজিত করেছিল থাইল্যান্ডকে। শুধু জয় নয়, একেবারে বড় ব্যবধানে ম্যাচ পকেটে তুলেছিল। ৪-১ গোলে জিতে শুরু করেছিল টুর্নামেন্ট। তবে গ্রুপ পর্যায় থেকেই ছিটকে গিয়েছিল।
FAQ's
১৯৬৪ সালের এশিয়ান কাপের ফাইনালে কাদের বিরুদ্ধে হেরে গিয়েছিল ভারত?
ইজরায়েলের বিরুদ্ধে ফাইনালে হেরে গিয়েছিল ভারত। মোট দলের সংখ্যা ছিল ৪।