বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Asian Cup: আমি তো জাদুকর নই- গোল করার দক্ষতার অভাবকেই হারের হ্যাটট্রিকের জন্য দায়ী করেছেন ভারতের কোচ স্টিম্যাচ

AFC Asian Cup: আমি তো জাদুকর নই- গোল করার দক্ষতার অভাবকেই হারের হ্যাটট্রিকের জন্য দায়ী করেছেন ভারতের কোচ স্টিম্যাচ

ইগর স্টিম্যাচ।

ম্যাচের পর দলের কোচ ইগর স্টিম্যাচ জানিয়ে দিয়েছেন, যে পরিকল্পনা নিয়ে সিরিয়ার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল, সেই পরিকল্পনা সফল হয়নি। যার জেরেই হারতে হয়েছে ভারতকে। আর এই হারের সঙ্গেই এএফসি এশিয়ান কাপে ভারত হারের হ্যাটট্রিক করে টুর্নামেন্টের গ্রুপ পর্ব থেকেই ছিটকে গেল।

এএফসি এশিয়ান কাপে ভারতর পারফরম্যান্সের সারাংশ হল- গোলশূন্য এবং পয়েন্ট শূন্য। তিন ম্যাচেই হার। অস্ট্রেলিয়া, উজবেকিস্তানের পর সিরিয়ার কাছেও হারতে হয়েছে টিম ইন্ডিয়াকে। মঙ্গলবার গ্রুপ পর্বের শেষ ম্যাচে সিরিয়ার কাছে ০-১ গোলে হেরে এএফসি এশিয়ান কাপ থেকেই ছিটকে গেল ভারত। একই সঙ্গে ভারতের জার্সিতে শেষ গোল করা হল না সুনীল ছেত্রীর‌‌। সম্ভবত এটাই দেশের জার্সিতে তাঁর শেষ টুর্নামেন্ট ছিল।

ম্যাচের পর দলের কোচ ইগর স্টিম্যাচ জানিয়ে দিয়েছেন, যে পরিকল্পনা নিয়ে সিরিয়ার বিরুদ্ধে তারা খেলতে নেমেছিল, সেই পরিকল্পনা সফল হয়নি। যার জেরেই হারতে হয়েছে ভারতকে। ইগর বলেন, ‘এদিন আমাদের পরিকল্পনা ছিল গোল না খেয়ে ম্যাচটাকে ৬০ মিনিট পর্যন্ত টেনে নিয়ে যাওয়া এবং শেষ ৩০ মিনিটে পরিবর্ত খেলোয়াড়দের নামিয়ে ইতিবাচক কিছু পাওয়া। কিন্তু সেটা কার্যকরী হয়নি।’

সিরিয়ার বিরুদ্ধে ৭৬ মিনিট পর্যন্ত খেলার ফল গোলশূন্য ছিল। জয়সূচক গোলটি করেন সিরিয়ার ২৯ বছর বয়সী ফরোয়ার্ড ওমর খ্রবিন। তিনি বক্সের বাঁ দিক থেকে হেসারের ক্রসে বল পেয়ে গোলে শট নেন, যা ভারতের গোলকিপার গুরপ্রীত সিং সান্ধুর ডানদিক দিয়ে মাটি ঘেঁষে জালে জড়িয়ে যায়।

আরও পড়ুন: জামশেদপুরও কিন্তু ধারাবাহিক ভাবে ম্যাচ জিতছে- সেমির আগে সমীহের সুর কুয়াদ্রাতের গলায়

এ দিন ম্যাচের ৬০ মিনিটের পর রিজার্ভ বেঞ্চ থেকে নামেন সুরেশ ওয়াংজাম, সহাল আব্দুল সামাদ ও অনিরুদ্ধ থাপা। কিন্তু যে উদ্দেশ্যে তাঁদের নামানো হয়েছিল, সেটা পূরণ করতে ব্যর্থ হন তাঁরা। পরিবর্তে নামা প্লেয়ারদের মধ্যে একমাত্র উদান্ত সিংয়ের প্রশংসা করেন কোচ। বিরতির পরই নওরেম মহেশ সিংয়ের জায়গায় উদান্তকে নামিয়েছিলেন স্টিম্যাচ। তিনি বলেন, ‘একমাত্র উদান্ত এই সময় নেমে ভালো কিছু করতে পেরেছে। বাকিরা তেমন প্রভাব ফেলতে পারেনি। এতেই আমরা শেষ হয়ে যাই।’

এই প্রথম এএফসি এশিয়ান কাপের মূলপর্বে কোনও গোল করতে পারল না ভারত। ২০১১-য় তিন গোল করেছিল ভারতীয় দল। ২০১৯-এ চার গোল করেছিল। কিন্তু এ বার সুনীল ছেত্রীদের গোলের সংখ্যা শূন্য। ২০১৯-এ একটি ম্যাচে জেতে তারা। চারটি গোল দিয়ে চারটি গোল খায়। গোল পার্থক্য ছিল শূন্য। ২০১১-য় গোলপার্থক্য ছিল -১০। সেবার ১৩ গোল খেয়েছিল তারা। কোনও ম্যাচ জিততে পারেনি। কিন্তু এ বার এক ঝাঁক গোলের সুযোগ তৈরি করা সত্ত্বেও একটিও গোল করতে না পারায় ভারতীয় ফুটবলে এক নতুন সমস্যা উঠে এল।

স্টিম্যাচ বলছিলেন, ‘এই টুর্নামেন্টে আমরা অনেক কিছু শিখলাম। তিনটে ম্যাচে আমরা প্রমাণ করেছি আমরা এই স্তরের প্রতিযোগিতায় ভালো খেলতে পারি। শুধু একটা জায়গায় আমাদের খামতি থেকে গিয়েছে, তা হল গোল করার দক্ষতা। প্রতিপক্ষের গোলের সামনে আত্মবিশ্বাসের অভাব। ফাইনাল থার্ডে সিরিয়া আমাদের চেয়ে অনেক মাথা ঠাণ্ডা রেখে খেলেছে। এ জন্যই ওরা জিতেছে। আশা করি, এই শিক্ষা ও অভিজ্ঞতা আমাদের পরের এশিয়ান কাপে আরও শক্তিশালী হয়ে উঠতে সাহায্য করবে।’

আরও পড়ুন: ধারাবাহিকতা ধরে রাখাটাই আসল, গত মরশুমে ইস্টবেঙ্গলে এটা মিসিং ছিল- ট্রফিই পাখির চোখ কুয়াদ্রাতের

সঙ্গে স্টিম্যাচ যোগ করেছেন, ‘দল কিন্তু যথেষ্ট গোলের সুযোগ তৈরি করেছে। আমরা জানি আমাদের ছেলেরা কেন আন্তর্জাতিক স্তরে গোল করতে পারছে না। ভারতের ফুটবলাররা যখন আরও বেশি করে সেন্টার ফরোয়ার্ডের জায়গায় খেলবে, তখন তারা আরও বেশি গোল করতে পারবে। আমাদের দল যে অস্ট্রেলিয়া, উজবেকিস্তান, সিরিয়ার মতো উচ্চ মানের দলের বিরুদ্ধে গোলের সুযোগ তৈরি করতে পেরেছে, এটাই আমাকে তৃপ্তি দিয়েছে। এ বার আমাদের সামনের দিকে তাকাতে হবে। সামনে আমাদের বিশ্বকাপ বাছাই পর্ব আছে। সে দিকে মনোনিবেশ করতে হবে।’

সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ। ভারতের গ্রুপে কাতার ও কুয়েত ছাড়াও রয়েছে আফগানিস্তান। ভারতের গ্রুপে তাদের চেয়ে ক্রমতালিকায় ওপরে থাকা একমাত্র দল কাতার। গত নভেম্বরে কুয়েতের মাঠে রীতিমতো দাপুটে ফুটবল খেলে কুয়েতকেই হারিয়ে বাছাই পর্বের অভিযান শুরু করেছিল ভারত। শুরুতেই ১-০-য় জিতে প্রথম ম্যাচেই তিন পয়েন্ট পেয়েছিল। তবে তার সপ্তাহ খানেক পর ঘরের মাঠে কাতারের বিরুদ্ধে কোনও ইতিবাচক ফল পায়নি ভারত। বিশ্বের ৬১ নম্বর ফুটবল খেলিয়ে দেশের কাছে সুনীল ছেত্রীরা হারেন ০-৩-এ। মার্চে ভারত হোম ও অ্যাওয়ে ম্যাচ খেলবে আফগানিস্তানের বিরুদ্ধে। এর পর জুনে কুয়েতের বিরুদ্ধে ঘরের মাঠে খেলার পর কাতারে যাবে ভারতীয় দল।

এ বার সেই চ্যালেঞ্জের দিকে তাকিয়ে আত্মবিশ্বাসী স্টিম্যাচ বলেন, ‘আগামী ১২ মাসে আমি ভারতকে বিশ্বকাপ বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে নিয়ে যাব, সেই প্রতিশ্রুতি দিচ্ছি। আমি তো জাদুকর নই। আমি একজন পরিশ্রমী ফুটবলকর্মী, যে সবাইকে ধৈর্য্য ধরার অনুরোধ করব। ফুটবলে রাতরাতি কোনও উন্নতি সম্ভব না। বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে ওঠার পর দেশের ফুটবলে উন্নতির গতি বাড়াতে হবে। বিনিয়োগ চাই, ফুটবল অ্যাকাডেমিগুলোয় বিদেশি কোচ আনতে হবে। শিশু, কিশোর ফুটবলারদের জন্য আরও প্রতিযোগিতা চালু করতে হবে।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বাবা-মার বিচ্ছেদ কীভাবে সামলায় ১২ বছরের মীরা? বরখাকে নিয়ে জবাব ইন্দ্রনীলের ৫৪ বিমানের রেজিস্ট্রেশন বাতিলের নির্দেশ HC-র, চিরতরে বসে গেল ভারতের উড়ান সংস্থা রোহিঙ্গাদের জেলা পরিষদের টাকায় পুষেছে শাহজাহান, ছড়িয়ে দিয়েছে গোটা দেশে: দিলীপ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের গাড়ি থেকে কাঞ্চনকে নামিয়ে দেওয়ার ঘটনায় কী বললেন শ্রীময়ী সকালে উঠে খালি পেটে ঘি খেলে কী হয়? জানা থাকলে বহু সমস্যা থেকে মুক্তি পাবেন ২৫৭৫৩ জনের কারা যোগ্য তা বলা সম্ভব নয়, SC আবেদনের পর কবুল করলেন SSC চেয়ারম্যান প্রেমের অনুভূতি কাদের প্রেমের সম্পর্কে নতুনত্ব আনবে? কী বলছে আজকের প্রেম রাশিফল ছোট থেকে ডায়াবেটিক, মা হওয়ার পর ৩২ কেজি ওজন বাড়া! রোগা হতে কী করেন সোনম কবে প্রকাশিত হবে অসমে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট? ‘বোমা রাখা আছে’, ইমেল ঘিরে চাঞ্চল্য কলকাতা বিমানবন্দরে, মেলে নি কিছুই

Latest IPL News

কিং খানের সামনেই গড়লেন ইতিহাস,তার পর কপি করলেন শাহরুখের পোজ,ইডেনের বাদশা শশাঙ্ক জনপ্রিয়তার শিখরে আইপিএল, প্রতি সপ্তাহেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে ভিউয়ারশিপ IPL-এর ইতিহাসে এক ম্যাচে দ্বিতীয় সর্বাধিক রান,SRH-RCB ম্যাচের পরেই থাকল KKR-PBKS ‘পনোতি’ দর্শনা, KKR-এর হারের কারণ! বউয়ের ট্রোলে রাগলেন সৌরভ, ট্রোলে কড়া জবাব ও একজন স্পেশ্যাল প্লেয়ার- নিজে বিধ্বংসী শতরান করার পরেও, শশাঙ্কে মুগ্ধ বেয়ারস্টো ২৬২ করেও হার, খতিয়ে দেখতে হবে, কোথায় ভুল হল- ম্যাচের পর হতাশা উগরে দিলেন শ্রেয়স স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.