বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Cup: ওরা বেশিই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, এই সিদ্ধান্ত ফুটবলারদের- পেনাল্টি মিস নিয়ে ক্ষোভ উগরালেন বাগান কোচ ফেরান্দো

AFC Cup: ওরা বেশিই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল, এই সিদ্ধান্ত ফুটবলারদের- পেনাল্টি মিস নিয়ে ক্ষোভ উগরালেন বাগান কোচ ফেরান্দো

জুয়ান ফেরান্দো।

ম্য়াচের পর ক্ষুব্ধ ফেরান্দো পরিষ্কার জানিয়ে দেন, কামিন্সের পেনাল্টি না মেরে ডানদিকে পাস দেওয়ার সিদ্ধান্ত একান্তই ফুটবলারদের ছিল। এরকম কোনও নির্দেশ দেননি কোচ। আর ফুটবলারদের এমন কাণ্ডে তিনি যে বিরক্ত, তাও পরিষ্কার করে দেন মোহনবাগান কোচ।

সোমবার মাজিয়ার বিরুদ্ধে নিজের ভুলে পেনাল্টি মিস করেছিলেন। দলকে পুরো খাদের কিনারায় ঢেলে দিয়েছিলেন জেসন কামিন্স। পরে অবশ্য নিজের ভুল শুধরাতে তিনি জোড়া গোল করেন। খলনায়ক হতে হতে বেঁচে যান বিশ্বকাপার। তবে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো এই পেনাল্টি মিস করা নিয়ে মারাত্মক ক্ষুব্ধ।

এএফসি কাপের ম্যাচে ৪০ মিনিটের মাথায় মাজিয়ার ব্রানিমির জকিচ গোলমুখী আর্মান্দো সাদিকুকে বক্সের মধ্যে টেনে ফেলে দেন। পেনাল্টি দিতে দেরি করেননি রেফারি। কিন্তু পেনাল্টি মারার সময়ে লিওনেল মেসিকে নকল করতে গিয়ে দলকে ডোবান কামিন্স। আসলে সাত বছর আগে ২০১৬-র লা লিগায় সেল্টা ভিগোর বিরুদ্ধে ম্যাচে লিওনেল মেসি এ ভাবেই পেনাল্টি থেকে পাস দিয়েছিলেন সুয়ারেজকে। সে পাস থেকে অবশ্য গোল করতে কোনও ভুল করেননি সুয়ারেজ। সেই ঘটনাই সম্ভবত ঘটাতে গিয়েছিলেন কামিন্স। তিনি পেনাল্টি স্পট থেকে সোজা গোলে শট না মেরে, ডান দিকে পাস দেন। দিমিত্রি পেত্রাতোস দৌড়ে এসে শট নেওয়ার আগেই সেটা ক্লিয়ার করে দেন মাজিয়ার সেবাস্তিয়ান অ্যান্টিক। এভাবে অস্ট্রেলীয় বিশ্বকাপারকে পেনাল্টি নষ্ট করতে দেখে তখন প্রায় কেঁদে ফেলেছিলেন সবুজ-মেরুন সমর্থকেরা।

আরও পড়ুন: বেঙ্গালুরু দুই ম্যাচ হারলেও, ঘরের মাঠে ওরা ভয়ঙ্কর- সতর্ক হলেও নস্ট্যালজিক ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

ম্য়াচের পর ক্ষুব্ধ ফেরান্দো পরিষ্কার জানিয়ে দেন, কামিন্সের পেনাল্টি না মেরে ডানদিকে পাস দেওয়ার সিদ্ধান্ত একান্তই ফুটবলারদের ছিল। এরকম কোনও নির্দেশ দেননি কোচ। আর ফুটবলারদের এমন কাণ্ডে তিনি যে বিরক্ত, তাও বুঝিয়ে দিয়েছেন। তিনি সাফ বলে দিয়েছেন, ‘ওরা বোধহয় একটু বেশিই আত্মবিশ্বাসী হয়ে উঠেছিল। ওদের মনে এই ভাবনাটা বোধহয় সেই কারণেই এসেছিল। মাঠে খেলোয়াড়রাই সিদ্ধান্ত নেয়। আবার যদি কখনও এ রকম পেনাল্টি মারার সিদ্ধান্ত নেয় ওরা, নিশ্চয়ই একাধিকবার ভাববে। তবে দলের প্রতিক্রিয়া দেখে আমি খুশি। এটাই আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।’

আরও পড়ুন: ছেলেরা ভুল পাস করেছে, আক্রমণও কম হয়েছে- হায়দরাবাদ ম্যাচ জিতেও চিন্তায় ইস্টবেঙ্গল কোচ কুয়াদ্রাত

এ দিন সাংবাদিক বৈঠকে বারবার এই পেনাল্টি মিসের প্রসঙ্গ ওঠে। অনেক বার এই প্রসঙ্গ ওঠায় একটু বিরক্তও হন ফেরান্দো। তিনি বলেন, ‘অনুশীলনে দলের ছেলেরা এ রকম অনেক কিছুই করে, যেগুলো অন্য রকমের। এটা স্বাভাবিক ব্যাপার। এই নিয়ে আমাদের এত আলোচনা করার প্রয়োজন নেই। যদি এটা গোল হত, তা হলে সবাই ধন্য ধন্য করত। কিন্তু দ্বিতীয়ার্ধে দল জেতার জন্য যে লড়াইটা করল, আমার কাছে সেটাই বেশি গুরুত্বপূর্ণ। সারা দুনিয়াতেই এমন অনেক ভুলভ্রান্তি হয়ে থাকে। কিন্তু সেগুলোকে এত গুরুত্ব দেওয়ার কোনও প্রয়োজন নেই।’

মাজিয়ার বিরুদ্ধে শেষ মুহূর্তের গোলে জয় নিয়ে ফেরান্দো বলেছেন, ‘ম্যাচটা যে কঠিন হবে, তা তো আগেই বলেছিলাম। এই দলটা বসুন্ধরা কিংসকে হারিয়ে এসেছে। ওদের নামা-ওঠা বেশ ভালো এবং দলের ভালো ভালো খেলোয়াড়ও রয়েছে। ওদের কৌশলের জন্যই ওদের বিরুদ্ধে খেলা কঠিন হয়ে ওঠে। এই পরিস্থিতিতে বল দ্রুত মুভ করিয়ে দু'-একটা টাচে জায়গা তৈরি করা প্রয়োজন। বেশ কঠিন ছিল ম্যাচটা।’ এদিকে দুর্গাপুজোর জন্য মোহনবাগানের ২৪ অক্টোবরের বসুন্ধরা কিংসের বিরুদ্ধে এএফসি কাপের ম্যাচটি সরিয়ে দেওয়া হল ভুবনেশ্বরে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের চোখ রাঙানি? মে মাসে মুক্তি পাচ্ছে না কল্কি ২৮৯৮ এডি, কবে আসছে প্রভাসের ছবি LSG-র সর্বনাশে KKR-এর পৌষমাস, রাজস্থানকে ধরতে পারবে কেউ? লিগ টেবিলে মাথা তুলল DC MBSG-OFC সেমির দ্বিতীয় লেগে হাউসফুল যুবভারতী,বাড়িতে কীভাবে ফ্রি-তে দেখবেন ম্যাচ রাজনীতির ময়দানে নবাগতা রচনা, প্রচারের ফাঁকে প্রথম নায়িকাকে কী টিপস দিলেন দেব? মে দিবসে কি বন্ধ থাকবে সোনাগাছি? যৌনকর্মীদের ছুটি! সত্যিটা জেনে নিন স্পাইডারম্যান সেজে দিল্লির রাস্তায় বাইকস্টান্টে দাপাদাপি যুগলের! শেষে গ্রেফতার দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত 'অভূতপূর্ব!' অতি উত্তম দেখে চোখে জল তনুজার, প্রসেনজিৎ-পল্লবী সহ আর কারা এলেন? আমেঠি-রায়বেরেলিতে প্রার্থী কারা? খাড়গের কোর্টে বল, কী বলছেন নেতারা?

Latest IPL News

দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই? পুরো পয়সা উসুল, আইপিএলে টানা তিন ইনিংসে উঠল ২৫০+ রান, একটুর জন্য মিস মুম্বইয়ের টস নিয়ে ভুল বোঝাবুঝি! তুমি কি কল দিয়েছো? সঞ্জুকে প্রশ্ন রাহুলের ব্যাট হাতে ব্যর্থ হয়েও দিল্লির বিরুদ্ধে কোহলির বিরাট রেকর্ড ভাঙলেন রোহিত শর্মা MI বোলারদের যখন ছাতু করছিলেন ম্যাকগার্ক, তখন রাগে ফেটে পড়েন হার্দিক- ভিডিয়ো বুড়ো হাড়েই ভেলকি, ফিটনেস রহস্যটা কি? ফাঁস করলেন ধোনির কোচ ১৫ বলে হাফ-সেঞ্চুরি ম্যাকগার্কের, তিলকের ব্যাটে লড়ে হার মুম্বই ইন্ডিয়ান্সের ম্যাচ চলাকালীনই রোহিতের হাত থেকে ঘুড়ি নিয়ে অন্য খেলায় মাতলেন পন্ত,ভাইরাল ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.