HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > সেমিতে জায়গা পাকা করার লড়াই, বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগেও চোট নিয়ে চিন্তায় ATK MB কোচ

সেমিতে জায়গা পাকা করার লড়াই, বেঙ্গালুরুর বিরুদ্ধে নামার আগেও চোট নিয়ে চিন্তায় ATK MB কোচ

১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি কার্যত বাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাদের পয়েন্ট ৩১। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। এ দিকে শীর্ষে থাকা হায়দরাবাদ ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে। দুইয়ে থাকা জামশেদপুরের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৪।

জুয়ান ফেরান্দো।

ফার্স্টবয় হওয়ার সম্ভাবনা কমে এসেছে। তবে ভালো জায়গায় থাকতে হলে  লিগের শেষ তিন ম্যাচেই এটিকে মোহনবাগানকে জিততে হবে। এমন পরিস্থিতিতে এটিকে মোহনবাগান আজ রবিবার বেঙ্গালুরু এফসি বিরুদ্ধে খেলতে নামছে। কিন্তু এই সময়ে দলের নির্ভরযোগ্য ফুটবলারদের অসুস্থতা, চোট-আঘাত সমস্যায়- সব মিলিয়ে জেরবার সবুজ-মেরুন ব্রিগেড। অনেকেই মাঠে নেমে পুরো ম্যাচ খেলার মতো অবস্থাতেই নেই। তার ওপর নতুন করে চোট পাচ্ছেনও কেউ কেউ। স্বাভাবিক ভাবেই এটিকে মোহনবাগানের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দোর দুশ্চিন্তা কিছুতেই কমছে না। তাঁর বক্তব্য, ম্যাচে দল একাধিক ভুল করলেও তা শোধরানোর মতো যথেষ্ট সময় পাচ্ছেন না অনুশীলনে। এই সবের মাঝেই সেমিতে যাওয়ার চ্যালেঞ্জ তাদের সামনে। 

১৭ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে আইএসএল তালিকার তিন নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান। মুম্বই সিটি এফসি কার্যত বাগানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে। তাদেরও পয়েন্ট ৩১। তবে তারা এক ম্যাচ বেশি খেলেছে। এ দিকে শীর্ষে থাকা হায়দরাবাদ ১৮ ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে ফেলেছে। দুইয়ে থাকা জামশেদপুরের পয়েন্ট ১৭ ম্যাচে ৩৪। তারাও কার্যত প্লে-অফ নিশ্চিত করে ফেলেছে। আর আইএসএল টেবলের পাঁচে রয়েছে কেরালা ব্লাস্টার্স। তাদের পয়েন্ট ১৮ ম্যাচে ৩০।

রবিবার বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে কঠিন ম্যাচ বাগানের। তার আগে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যা বললেন জুয়ান ফেরান্দো:

এত ঘন ঘন ম্যাচ এবং একাধিক খেলোয়াড়ের চোট সামলে বেঙ্গালুরু এফসি ম্যাচের জন্য দলকে প্রস্তুত করছেন কী ভাবে?

খুবই কঠিন হয়ে উঠেছে কাজটা। মরশুমের শেষ দিকটা খুবই গুরুত্বপূর্ণ। তবে এ সব নিয়ে ভেবে এখন লাভ নেই। এখন কাদের মাঠে নামানো যাবে, সেই নিয়েই বেশি ভাবতে হবে আমাকে। কয়েকজন খেলোয়াড় একাধিক পজিশনে খেলতে পারে। মাঝে মাঝে এমন খেলোয়াড়দের সাহায্য নিতে হয়, যারা নিয়মিত খেলেনি। এটাই এখন আমাদের কাজ। কাদের মাঠে নামানো যায়, সেই সিদ্ধান্ত নেওয়া।

এখনও কি আপনারা শীর্ষে পৌঁছনোর আশা রাখেন?

দলের ছেলেদের ওপর আস্থা রাখা উচিত। সারা মরশুম ধরে ওরা শেষ পর্যন্ত লড়াই করে এসেছে। এখন এই শেষ পর্যায়ে এসে ওদের ওপর আস্থা হারানো উচিত নয়।

গত ম্যাচে সন্দেশ, উইলিয়ামস, লিস্টনরা চোট পেয়েছিলেন। ওঁরা এখন কেমন আছেন?

উইলিয়ামসের আগে থেকেই হ্যামস্ট্রিং সমস্যা ছিল। রয়ও ৪০-৫০ মিনিটের বেশি খেলতে পারছে না। ধীরে ধীরে ওকে আর কার্লকে পুরো ম্যাচ খেলার জায়গায় ফেরাতে হবে। সন্দেশ ৬-৭ মাস পরে মাঠে নেমেছে। ওর পক্ষে এখনই নিজেকে পুরো নিঙড়ে দিয়ে খেলা ঝুঁকিপূর্ণ। তবু বলব ওর মানসিকতা অসাধারণ। সুপারম্যানের মতো। অনুশীলনে খাটছে। নিজেকে মাঠে নামার জায়গায় নিয়ে যাওয়ার জন্য সব সময় চেষ্টা করে।

এখন লিগ টেবলের যা অবস্থা, নক আউট পর্বে যোগ্যতা অর্জনের ব্যাপারে কতটা আত্মবিশ্বাসী আপনারা?

একই কথা বলব। কাল বেঙ্গালুরুর বিরুদ্ধে ম্যাচ। তাতে তিন পয়েন্ট পাওয়া লক্ষ্য। এর বেশি এখন কিছু ভাবছি না। বাকি সব ভুলে যেতে হবে। অন্য দলের ম্যাচে ফল কী হল, আমাদের পরের ম্যাচ—সব ভুলতে হবে। নিজেদের দল নিয়ে ভাবতে হবে বেশি, অন্য দল নয়।

অন্য দল নিয়ে ভাবতে চান না বলছেন ঠিকই, তবু জানতে ইচ্ছে করছে, আপনাদের শেষ ম্যাচটা জামশেদপুরের বিরুদ্ধে, যারা এখন কার্যত এক নম্বরে। ওই ম্যাচেই কি লিগ টেবলের অবস্থান ও নক-আউটের লাইন-আপ নির্ধারিত হবে বলে মনে করছেন?

সেটা হলে তো আইএসএলের পক্ষে ভালই হবে। লিগের শেষ ম্যাচটা অনেকটা ফাইনালের মতো হয়ে যাবে। তবে এখন এই নিয়ে কথা না বলাই ভাল। আগে বেঙ্গালুরু, চেন্নাইনের বিরুদ্ধে আমরা জিতি। তার পরে ওই ম্যাচ নিয়ে ভাবা যাবে।

সারা লিগেই আপনাদের রক্ষণ বিভাগকে খুব একটা শক্তিশালী মনে হয়নি। এমনকী সন্দেশ ঝিঙ্গন যোগ দেওয়ার পরেও না। ১৭ ম্যাচে ২৫ গোল খেয়েছেন আপনারা। কেন এমন হচ্ছে? আপনি কি চিন্তিত?

৯০ শতাংশ গোল আমরা খেয়েছি ছোটখাটো ব্যাাপারে ভুলের জন্য। আমাদের সেগুলো শোধারানোর প্রয়োজন ছিল। এগুলো অনুশীলনে শোধরাতে হয়। কিন্তু অন্য অনেক দলের মতোই আমরাও বেশি অনুশীলনের সুযোগই পাইনি। ফলে এই ছোটখাটো ভুলগুলো রয়েই গিয়েছে। ১০-১২টা সেশন পেলে ভুলগুলো শুধরে নিতে পারতাম। কিন্তু আমাদের যতটুকু সময় আমরা পাই, তাতে বেশি গুরুত্ব দিতে হয় আক্রমণের উন্নতি নিয়ে। কারণ, গোল খেলেও সেটা গোল দিয়ে পুষিয়ে দেওয়া যায়। গোল দিতে না পারলে পয়েন্ট আসা সম্ভব নয়।

রয় কৃষ্ণা গত দু’বারের মতো এ বার ভাল ফর্মে নেই। এটা কি অসুস্থতা, চোটের জন্য, না ওর খেলা বিপক্ষ দলগুলো ধরে ফেলেছে বলে?

ওর কোভিড হয়েছিল, চোটও হয়েছিল। দুটোর মধ্যে সম্পর্ক তো থাকেই। কিন্তু সমর্থকেরা অনেকেই জানেন না রয় অসুস্থ থাকার সময় বা চোট পেয়ে দলের বাইরে থাকার সময় কী ভাবে দলের ছেলেদের সাহায্য করেছে। সব সময় দলের ছেলেদের উজ্জীবিত করেছে, সব সময় ওদের পরামর্শ দিয়েছে, কারও সমস্যা হলে তাকে তা সমাধানে সাহায্য করেছে। এই ভাবে ও দলকে সমানে সাহায্য করে গিয়েছে। মাঝে মাঝে আমরা ওকে ম্যাচে বা অনুশীলনে থাকতে বারণ করেছি ওর ভালর জন্য। তাই সবাইকে জানানোর এটাই সবচেয়ে ভাল সময় যে, হয়তো রয়কে টিভিতে দেখে অনেকের মনে হয়েছে ও ভাল অবস্থায় নেই। কিন্তু নেপথ্যে রয় কিন্তু সেরা ফর্মে রয়েছে।

গত ম্যাচে রয়কে লাল-কার্ড দেখানোর সিদ্ধান্ত নিয়ে কী বলবেন?

প্রথম হলুদ কার্ড দেখানোর সিদ্ধান্তটা হতাশাজনক। দ্বিতীয়টা অবশ্যই হলুদ কার্ড দেখানোর মতোই পরিস্থিতি ছিল। তবে রেফারির সিদ্ধান্তকে শ্রদ্ধা করতেই হবে। খেলোয়াড়দের নিরাপত্তা দেওয়া রেফারির দায়িত্ব। তারা সেই দায়িত্ব ঠিকমতো পালন করতে পারেননি বলেই অনেক খেলোয়াড় চোট পেয়েছে। কিন্তু রেফারির সিদ্ধান্ত মানতেই হবে।

আপনার দলের সেটপিস বিশেষজ্ঞ বলে কাউকে পাওয়া যাচ্ছে না। হুগো বৌমাস এখন সেরা ফর্মে নেই। এই নিয়ে কী বলবেন?

যখন অনুশীলনের সময় থাকে তখন এই নিয়ে কাজ করা যায়, খেলোয়াড়দের ছোটখাটো ভুলগুলো বোঝানো যায়, তাদের শোধরানো যায়। কিন্তু সেই সময়টাই তো পাচ্ছি না। যেটুকু সময় পাচ্ছি, তা রিকভারি, কৌশল বোঝাতে গিয়েই চলে যাচ্ছে। তা ছাড়া এই পরিস্থিতিতে খেলোয়াড়রা আর নতুন করে কিছু শিখতে চায় না। তাদের বিশ্রাম দরকার বেশি।

ডার্বি হ্যাটট্রিকের পর কিয়ান নাসিরিকে সে ভাবে পাওয়া যায়নি। কী কারণ হতে পারে?

ও হয়তো গোল পাচ্ছে না। কিন্তু হায়দরাবাদের বিরুদ্ধে নেমে ও যা খেলেছে, তা অসাধারণ। ও জায়গা পেলেই আক্রমণে উঠেছে, জায়গা তৈরি করেছে। মনবীর ও লিস্টন যে দুটো সহজ গোলের সুযোগ পেয়েছিল, সেগুলো কিয়ানের জন্যই। কেরালার বিরুদ্ধে বিপক্ষের সেন্টার ব্যাককে ও সামলাতে পারেনি। এটা স্বাভাবিক। ও যখন নেমেছিল, তখন আমরা ৩-২-৩-২-এ খেলছিলাম। ও সেটার সঙ্গে ঠিকমতো মানিয়ে নিতে পারেনি। ওডিশার বিরুদ্ধে মনবীর যে দুটো সুযোগ পেয়েছিল, তার একটাতে ও ফাঁকা জায়গা পেয়েই সঙ্গে সঙ্গে আক্রমণ করেছিল। সব সময় সবাই গোল পায় না। কিন্তু তার বাইরেও কিয়ান যতটুকু খেলেছে, সেরা। ওর খেলায় আমি খুব খুশি।

বেঙ্গালুরুর শক্তি কোন কোন জায়গায় এবং সুনীল ছেত্রী কি এই ম্যাচে ফ্যাক্টর হয়ে উঠতে পারেন?

সুনীল ভারতের সেরা পাঁচ ফুটবলারের মধ্যে অবশ্যই থাকবে। প্রচুর অভিজ্ঞতা ওর। ওকে নজরে রাখাটা খুবই জরুরি। আক্রমণের প্রতিটা মুহূর্ত ও নিয়ন্ত্রণ করতে পারে। সারা মরশুমেই ও খুব ভাল খেলেছে। সবচেয়ে বড় কথা ও পাকা পেশাদার। ম্যাচে ৯০ মিনিটই ও গুরুত্বপূর্ণ খেলোয়াড়। অন্যেরা ২-৩টি ম্যাচ খেলার পরে হয়তো একটা ম্যাচে কিছুটা খারাপ খেলে, আবার পরের ২-৩টি ম্যাচ ভাল খেলে। কিন্তু ছেত্রী প্রতিটা ম্যাচেই যথেষ্ট উঁচু স্তরের ফুটবল খেলে। আর বেঙ্গালুরু এফসি আক্রমণে খুব সোজাসাপ্টা পরিকল্পনা নিয়ে খেলে। ক্লেটন সিলভা ও সুনীল জায়গা নিয়ন্ত্রণ করতে পারে, জায়গা পেলে ওরা দুর্দান্ত আক্রমণে উঠতে পারে। সারা মরশুমে ওরা একই পরিকল্পনা নিয়ে খেলেছে এবং সেটা খুবই ভাল। রক্ষণেও ওরা খুবই ভাল। কারণ, প্রত্যেকে তৎপর থাকে। ছোটখাটো ব্যাপারগুলো নিয়েও সব সময় সতর্ক থাকে ওরা। সেট পিসেও ছেত্রী, ক্লেটনরা বিশেষজ্ঞ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে রবিবার? জানুন রাশিফল রবিবার বাংলায় বহু প্রতীক্ষিত মেগা ঝড়-বৃষ্টির দিন! সোম-শুক্র ভিজবে কোন জেলাগুলি? বিয়ের ৫ মাস পার, মাঝরাতে আদরে মাখামাখি! পিয়াকে ভুলে কাকে বুকে টানলেন পরমব্রত? নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা গুজরাটকে হারিয়ে পয়েন্ট টেবলের বিশাল লাফ RCB-র,কপাল পুড়ল GT, PBKS, MI সহ অনেকেরই '৭ জন ভারতীয় ও ১০ পাকিস্তানিকে’ নিয়ে তৈরি হল আস্ত ক্রিকেট দল, খেলবে T20 বিশ্বকাপ মুর্শিদাবাদে ২ ডজনেরও বেশি বোমা উদ্ধার, ভোটে হিংসার আশঙ্কা সিপিএমের জঙ্গিদের সঙ্গে বায়ুসেনার যোদ্ধাদের রুদ্ধশ্বাস গুলির লড়াই! শহিদ ১ যোদ্ধা, আহত ৪ ‘তাড়াতাড়ি যেন..’, বিয়ের আগেই উঠল বাচ্চার কথা! লজ্জায় লাল আদৃতের হবু বউ

Latest IPL News

নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা IPL-এ দুরন্ত প্রত্যাবর্তন কোহলিদের, GT-কে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল RCB 'অনুশীলনে আজ এত তাড়াতাড়ি,' হঠাৎ গিলকে দেখে কেন এমন প্রশ্ন করলেন বিরাট- ভিডিয়ো ধোনি আমার বাবার মতো, অভিভূত হয়ে আছেন শ্রীলঙ্কার তারকা পেসার আমি দাদার খুব বড় ভক্ত- সৌরভ কী ভাবে তাঁকে সাহায্য করেছেন, ফাঁস করলেন বেঙ্কটেশ IPL 2024-টাকার খোঁটা কানেই তোলেন না, সমালোচকদের মাঠেই জবাব স্টার্কের IPL 2024-বিশ্বকাপে ১১ জনেই খেলতে হবে,ইমপ্যাক্ট প্লেয়ার নিয়মে অখুশি মিচেল স্টার্ক রিঙ্কুর হয়ে ব্যাট ধরলেন পাকিস্তানি তারকা, বললেন হার্দিককে বাদ দেওয়া উচিত ছিল মাপা হচ্ছিল '২৫ কোটির' এককে! আগুনে ইয়র্কারে স্টাম্প উপড়ে হুঙ্কার স্টার্কের IPL 2024-মুম্বইয়ের বিরুদ্ধে নাইটদের জয়ের নায়ক আইয়ার… কেন ধন্যবাদ দিলেন মহারাজকে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ