বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ATK removed from ATK Mohun Bagan: উঠে যাচ্ছে 'ATK', ISL জিতেই মোহনবাগানের নয়া নামের ঘোষণা গোয়েঙ্কার

ATK removed from ATK Mohun Bagan: উঠে যাচ্ছে 'ATK', ISL জিতেই মোহনবাগানের নয়া নামের ঘোষণা গোয়েঙ্কার

আইএসএল চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান। (ছবি সৌজন্যে পিটিআই)

ATK removed from ATK Mohun Bagan: নয়া মরশুম থেকে প্রথমে থাকবে মোহনবাগানের নাম। উঠে যাচ্ছে ‘এটিকে’। আগামী মরশুম থেকে মোহনবাগান সুপার জায়েন্টস নামে খেলতে চলেছে সবুজ-মেরুন বাহিনী। তাৎপর্যপূর্ণভাবে আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের যে দল আছে, সেই দলের নামেও ‘সুপার জায়েন্টস’ (লখনউ সুপার জায়েন্টস) আছে।

আগামী মরশুম থেকে উঠে যাচ্ছে ‘এটিকে’। নয়া মরশুম থেকে প্রথমে থাকবে মোহনবাগানের নাম। তারপর যুক্ত হয়ে যাচ্ছে ‘সুপার জায়েন্টস’। অর্থাৎ আগামী মরশুম থেকে মোহনবাগান সুপার জায়েন্টস নামে খেলতে চলেছে সবুজ-মেরুন বাহিনী। তাৎপর্যপূর্ণভাবে আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপের যে দল আছে, সেই দলের নামেও ‘সুপার জায়েন্টস’ (লখনউ সুপার জায়েন্টস) আছে। আগে যখন দু'বছরের জন্য আইপিএলে পুণে ফ্র্য়াঞ্চাইজি ছিল গোয়েঙ্কাদের হাতে, তখনও দলের নামে ‘সুপার জায়েন্টস’ (পুণে ‘সুপার জায়েন্টস’) ছিল। এবার সেই ‘সুপার জায়েন্টস’ তালিকায় যুক্ত হল মোহনবাগান।

শনিবার আইএসএল জয়ের পর সরকারি সম্প্রচারকারী স্টার স্পোর্টসে গোয়েঙ্কা জানান, আগামী মরশুম থেকে এটিকে মোহনবাগানের নামের সামনে থেকে ‘এটিকে’ উঠে যাচ্ছে। নয়া মরশুম থেকে ‘মোহনবাগান সুপার জায়েন্টস’ নামে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড। তবে কী কারণে সেই নাম পালটানোর পথে হাঁটলেন তাঁরা, সেই বিষয়ে বিস্তারিতভাবে কিছু জানাননি শিল্পপতি গোয়েঙ্কা। তিনি শুধু বলেন, ‘ওয়েলকাম মোহনবাগান সুপার জায়েন্টস।’

আরও পড়ুন: ATK Mohun Bagan vs Bengaluru FC: সবুজ-মেরুন হল গোয়া, বেঙ্গালুরুকে হারিয়ে চ্যাম্পিয়ন এটিকে মোহনবাগান

‘রিমুভ এটিকে’-র দাবি

দীর্ঘদিন ধরেই ‘রিমুভ এটিকে’-র দাবি তুলে আসছে শতাব্দীপ্রাচীন মোহনবাগান ক্লাবের সমর্থকদের একাংশ। ২০১৯-২০ সালে শুধু মোহনবাগান আই লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর এটিকের সঙ্গে সবুজ-মেরুন ক্লাবের সংযুক্তিকরণ হয়েছিল। যা নিয়ে সমর্থকদের একাংশ একেবারেই সন্তুষ্ট ছিলেন না। তাঁদের দাবি ছিল, স্পনসর না জুটিয়ে কর্তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে মোহনবাগানকে ‘বেচে’ দিয়েছেন। 

পরবর্তীতে সেই নিয়ে তুমুল বিক্ষোভ হয়েছে। আন্তর্জাতিক ম্যাচের সময় ফেস্টুন, ব্যানার, টিফো নিয়ে প্রতিবাদ চলেছে। ওই অংশের সমর্থকদের দাবি ছিল, মোহনবাগান তাঁদের কাছে ‘মা’। সেই মাতৃসম ক্লাবের আগে এটিকে নাম জুড়ে দেওয়া কোনওভাবে বরদাস্ত করবেন না। এমনকী আইএসএলে এটিকে মোহনবাগানের ম্যাচ বয়কটের পথে হেঁটেছিলেন। তাঁরা দাবি করেছিলেন, সেই ‘বয়কট’-র জন্য প্রায় ফাঁকা মাঠেই এটিকে মোহনবাগান খেলতে হয়েছে। যদিও সেই দাবি মানতে রাজি ছিল না এটিকে মোহনবাগান কর্তৃপক্ষ। 

আরও পড়ুন: ISL: জার্সিতে ATK-র তিন ISL জয়ের প্রতীক কেন? 'স্টার' হটাও অভিযানে বাগান সমর্থকরা

এটিকে সরে যাওয়ায় মোহনবাগান সমর্থকদের প্রতিক্রিয়া 

এক মোহনবাগান সমর্থক বলেন, ‘ধন্যবাদ সঞ্জীব গোয়েঙ্কা এই দিনটা করে দেওয়ার জন্য। পরের বছর মোহনবাগান সুপার জায়েন্টস। এটিকে রিমুভ হল।’ অপর এক সবুজ-মেরুন সমর্থক বলেন, 'যে রাতে ক্লাব প্রথম আইএসএল ট্রফি জিতল, সেই রাতে একটি মারাত্মক ভুল শোধরানো হল। এবার এটিকে নামটাই উড়ে গেল। মোহনবাগান সুপার জায়েন্টস নাম হল। মোহনবাগান স্পেনসার্স হলেও আমার কোনও আপত্তি ছিল না।' 

সোশ্যাল মিডিয়ায় অপর এক মোহনবাগান সমর্থক বলেন, 'এরকম আইএসএল ট্রফি তো কত আসবে যাবে, আজকের সবথেকে বড় ট্রফি তো হাজার-হাজার মেরিনারদের আবার মাঠে ফিরিয়ে দেওয়ার। কর্পোরেটের যুগে আবেগকে চ্যাম্পিয়ন করার জন্য ধন্যবাদ মিঃ গোয়েঙ্কা। দেখা হচ্ছে, আবার সেই চেনা সবুজে-মেরুনে।'

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন