এখনও মেয়াদ শেষ হয়নি। তার আগেই ভারতের প্রাক্তন অধিনায়ক মনোরঞ্জন ভট্টাচার্যকে সরিয়ে দেওয়া হল সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের টেকনিক্যাল কমিটি থেকে। আইএম বিজয়ন এই টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান। চার বছরের মেয়াদে টেকনিক্যাল কমিটিতে নেওয়া হয়েছিল মনোরঞ্জনকে। কিন্তু বছর না ঘুরতেই টেকনিক্যাল কমিটি থেকে বাদ দেওয়া হল মনোরঞ্জনকে। এর জন্য কোনও কারণও দেখানো হয়নি।
মনোরঞ্জন এক নন। সরানো হয়েছে আরও দুই প্রাক্তন ফুটবলার অরুণ মালহোত্রা আর লিংডোকেও।ফেডারেশনের কাণ্ডজ্ঞানহীনতার শেষ অবশ্য একা নন। নতুন যাঁদের টেকনিক্যাল কমিটিতে আনা হয়েছে, তাঁদের মধ্যে রয়েছেন বাইচুং ভুটিয়া। তিনিও ভারতের প্রাক্তন অধিনায়ক। তবে বিহারের সন্তোষ সিং বলে যাঁকে এই টেকনিক্যাল কমিটিতে যোগ করা হয়েছে, তিনি কোনও দিন ভারতের হয়ে খেলেনইনি। বিহারের হয়ে জাতীয় স্তরে খেললেও, দেশের জার্সি কোনও দিন গায়ে চাপাননি। অথচ ভারতীয় ফুটবলের উন্নতিসাধনের জন্য তাঁকে নিয়ে আসা হয়েছে টেকনিক্যাল কমিটিতে। যা নিয়ে বিতর্কের ঝড় বয়ে চলেছে।
আরও পড়ুন: ওটা ফাউল ছিল, গোল নয়- মোহনবাগানের দ্বিতীয় গোল নিয়ে প্রশ্ন তুলে রেফারিকে এক হাত নিলেন কুয়াদ্রাত
কিছু দিন আগে সাজি প্রভাকরণকে বরখাস্ত করার সময়েই ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছিল যে, সব কমিটি ভেঙে নতুন করে তৈরি করা হবে। সেই সূত্রেই বিভিন্ন কমিটিতে রদবদল করেছে ফেডারেশন। একই সঙ্গে ঠিক করা হয়েছে যে, একজন ব্যক্তি দু'টি কমিটিতে একসঙ্গে থাকতে পারবেন না। আগে অনেকেই দু'টি কমিটিতে ছিলেন। এদিকে বাংলা থেকে মনোরঞ্জন ছাড়াও বাংলা থেকে বাদ পড়েছেন আরও দু'জন। মার্কেটিং কমিটিতে ছিলেন দেবরাজ চৌধুরী, তাঁকে বাদ দেওয়া হয়েছে। টুর্নামেন্ট কমিটিতে ছিলেন সৌরভ পাল, তাঁকেও বাদ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: একাধিক কার্ড, পেনাল্টি, গোল-বিতর্ক, প্লেয়ারদের ঝামেলা, উত্তাপের ডার্বির ফল শেষ পর্যন্ত ২-২
প্রসঙ্গত, যখন এই টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছিল, তখন মনোরঞ্জনই এই কমিটির পদ নিতে রাজি ছিলেন না। সরকারিভাবে চিঠি পাঠিয়ে ফেডারেশনকে তিনি জানিয়ে দিয়েছিলেন এ কথাও। কিন্তু ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে তখন মনোরঞ্জনকে অনুরোধ করেন টেকনিক্যাল কমিটির সদস্য পদ নেওয়ার জন্য। কল্যাণের অনুরোধেই তিনি ফেডারেশনের টেকনিক্যাল কমিটিতে যোগ দিতে রাজিও হয়ে যান। এর পর বহু মিটিংও করেছেন। কিন্তু দেখা গেল, চার বছরের মেয়াদের টেকনিক্যাল কমিটিতে এক বছর যেতে না যেতেই বাদ মনোরঞ্জন। এটা নিঃসন্দেহে মনোরঞ্জনের মতো ভারতের কিংবদন্তি ফুটবল ব্যক্তিত্বের কাছে অবমাননাকর। তবে ভারতীয় ফুটবলে এমন অবমাননার শিকার প্রাক্তনীদের প্রায়ই হতে হয়। এটা নতুন কিছু নয়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।