নতুন মরশুমের দলগঠনে আবার চমক দিল মহমেডান স্পোর্টিং। এবার সেনেগালের ৩০ বছরের ডিফেন্ডার ফ্রান্সের অলিম্পিক লিয়ঁ-র যুব অ্যাকাডেমি থেকে উঠে আসা ওসমানে এন’ ডিয়ায়েকে নিজেদের ঘরে তুলল মহমেডান। ওসমানে এর আগে খেলেছিলেন ফরাসি লিগ টায়ার টু-তে। খেলেছেন তুরস্কের সুপার লিগ, এমনকী মলডোভা, কাজাখস্তানের টপ ডিভিশনেও খেলেছেন তিনি।
আরও পড়ুন… কবে থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ? জেনে নিন নতুন কী কী ব্যবস্থা নিতে চলেছে IFA
ওসমানে এন’ ডিয়ায়ের আরও একটি পরিচয় রয়েছে। ওসমানে হলেন পোগবার দাদা ফ্লোরেন্টিন পোগবার পুরানো সতীর্থ। এবারের দলবদলের বাজারে সেই ওসমানেকে সই করিয়ে চমকে দিল মহমেডান স্পোর্টিং ক্লাব। সেলেগালের ডিফেন্ডার ওসমানে এন’ ডিয়ায়ের সঙ্গে জুটি বাঁধবেন সাদা কালোর নতুন ফুটবলার তাজিকিস্তানের জাতীয় দলের তারকা নুরুদ্দিন। আসন্ন কলকাতা লিগ, ডুরান্ড কাপে এই জুটিকে দেখতে পারে ফুটবল প্রেমীরা।
আরও পড়ুন… কবে থেকে শুরু হচ্ছে কলকাতা লিগ? জেনে নিন নতুন কী কী ব্যবস্থা নিতে চলেছে IFA
ওসমানে এন’ ডিয়ায়ে ও ফ্লোরেন্টিন পোগবা রীতিমত পরিচিত। ফ্রান্সের তৃতীয় ডিভিশনের আর্লেস আভিগন্য-র হয়ে খেলেছেন পাঁচ বছর। তার আগের চার বছর খেলেছেন তৃতীয় ডিভিশনের লিয়ঁ বি দলে। সেই সময়ে ফ্লোরেন্টিন পোগবা আবার খেলেছেন সেডান, সেন্ট এতেয়িনের হয়ে। ফরাসি লিগে খেলার সময়েই প্রতিপক্ষ হিসাবে আবির্ভূত হয়েছেন দুজনে একাধিকবার। লিয়ঁ বি দলের হয়ে চার মরশুমে খেলেছেন ৭০টি ম্যাচ। আর্লেস আভিগন্য দলের হয়ে পাঁচ মরশুমে খেলেছেন ১০০টি ম্যাচ। এদিকে প্রীতম সিংকে দলে সই করিয়ে নিল মহমেডান স্পোর্টিং। মঙ্গলবারই সেই কথা জানিয়ে দিল তারা। নিজেদের রক্ষণ উংইকে সাজিয়ে নিল সাদা কালো ব্রিগেড।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।