একসময় জাঁকজমক করে হওয়া কলকাতা লিগ এখন ধুঁকছে। পরিস্থিতি এমন হয়েছে লিগ করানো নিয়ে খাবি খেতে হচ্ছে আইএফএকে। চলতি মরশুমের কলকাতা লিগে অংশগ্রহণ করা বড় দলগুলো অন্যান্য আন্তর্জাতিক এবং জাতীয় ফুটবল নিয়ে ব্যস্ত। এই আবহে কলকাতা লিগ খেলতে তাদেরও অসুবিধা হচ্ছে। প্রধান সমস্যা হয়েছে ফুটবলার পাওয়া যাচ্ছে না। এই কারণেই ডায়মন্ড হারবার এবং মোহনবাগানের মধ্যে কলকাতার লিগের ম্যাচ স্থগিত করতে হলো বঙ্গ ফুটবল ফেডারেশনকে। মূলত মোহনবাগানের ফুটবলার সমস্যার কারণে এই ম্যাচ স্থগিত করে দেওয়া হয়েছে।
আজ রাতেই এএফসি কাপে ও বসুন্ধরা কিংসের বিরুদ্ধে ম্যাচ খেলতে বাংলাদেশ উড়ে যাচ্ছে মোহনবাগান দল। সবুজ মেরুন ব্রিগেডের প্রধান কোচ জুয়ান ফেরান্দ এই ম্যাচের জন্য কলকাতা লিগ খেলা সাত জন জুনিয়র ফুটবলারকে সিনিয়র দলের সঙ্গে যুক্ত করেছেন। তার ফলেই কলকাতা লিগের ম্যাচ খেলার জন্য ফুটবলারদের পাচ্ছে না মোহনবাগান শিবির। অন্যদিকে ডায়মন্ড হারবার শিবিরে তরফ থেকে কোনও সমস্যা নেই। তাদের জন্য পালতোলা নৌকা শিবিরের সঙ্গে ম্যাচ নিয়মরক্ষার হলেও এই ম্যাচ খেলতে রাজি ছিল তারা। কিন্তু তা না হওয়ায় হতাশ হয়ে পড়েছে এই দল।
মোহনবাগানের তরফ থেকে বলা হয়েছে ফুটবলার কম থাকাতেই তারা দল নামাতে পারছে না। তাদের দাবি ফুটবলার কম হলে কি করে ম্যাচ খেলবে তারা। একই সাতজন ফুটবলারকে সিনিয়র দলের সঙ্গে যুক্ত করা হয়েছে অন্যদিকে ফারদিন আলি মোল্লার জ্বর। ৮ জন রিজার্ভ দলের ফুটবলার নেই। তাই শনিবারের ম্যাচ খেলা সম্ভব নয়। তবে এর পরের ম্যাচগুলো তারা যে খেলবে তা জানিয়েছে।
ডায়মন্ড হারবার শিবির আইএসএল চ্যাম্পিয়নদের বিরুদ্ধে ম্যাচ খেলতে না পারার ফলে কোচ কিবু ভিকুনাকে নিয়ে তৃতীয় ডিভিশনের আই লিগ খেলার প্রস্তুতি শুরু করে দিয়েছে। কলকাতা লিগের এইরকম পরিস্থিতিতে কিভাবে শেষ হবে তা নিয়ে দোলাচল দেখা দিয়েছে ফুটবল প্রশাসনিক মহলে। এই নিয়ে আইএফএ সচিব অনির্বাণ দত্ত জানিয়েছেন, গোটা নভেম্বর মাস পড়ে রয়েছে সামনে এই মাসের মধ্যেই তারা ঠিক কলকাতা লিগের সব ম্যাচ করতে পারবেন বলে আশাবাদী তারা। মোহনবাগান শিবিরে অবশ্য খুশির হাওয়া। বসুন্ধরা কিংসের বিরুদ্ধে নামার আগে সবুজ মেরুনেদের দুই তারকা ফুটবলার কামিন্স ও হুগো বৌমাস ফিট হয়ে উঠেছেন। আজ রাতে দলের সঙ্গে বাংলাদেশে উড়ে যাচ্ছেন তাঁরা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।