এএফসি কাপে বড় ধাক্কা খেল ওড়িশা এফসি। সেমিফাইনালের প্রথম লেগে তারা হেরে গেল অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কোস্ট মেরিনার্স এফসির কাছে। অস্ট্রেলিয়ার এই ক্লাবের সামনে দাঁড়াতেই পারেনি ভারতীয় এই ক্লাবটি। ম্যাচের শুরু থেকে শেষ পর্যন্ত, পুরোটাই দাপিয়ে খেলল সেন্ট্রাল কোস্ট মেরিনার্স। ফলে কোনও রকম সুযোগ পাননি রয় কৃষ্ণরা। বিশেষ করে মাইকেল ডোকা শেষ করে দিল ওড়িশা এফসিরকে।
এদিন ম্যাচে ৩৬ মিনিটের মাথায় প্রথম গোলটি করেন মাইকেল। সেখান থেকে শুরু হয় সেন্ট্রাল কোস্টের লড়াই। তবে এদিন ম্যাচের একেবারে শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে ওঠে অস্ট্রেলিয়ার এই ক্লাবটি। যার ফল হাতে নাতে পায় তারা। ৩৬ মিনিটের মাথায় প্রথম গোলে এগিয়ে যায় তারা। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাদের। যদিও ম্যাচের প্রথমার্ধে আর কোনও দলই গোল করতে পারেনি। ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে মেরিনার্স।
দ্বিতীয়ার্ধ শুরু হলে ওড়িশা নতুন ভাবে আক্রমণ করতে থাকে। কিন্তু অজি দলের কাছে তাদের এই আক্রমণ অনেকটাই নগন্য ছিল। তবে যাই হোক না কেন, গোল করতে পারেনি তারা। বরং গোল হজম করতে হয়েছে রয় কৃষ্ণদের। ৫২ মিনিটের মাথায় স্টর্ম রক্স দলের দ্বিতীয় গোলটি করেন। ম্যাচের ফলাফল ২-০ হতেই আরও চাপে পড়ে যায় ওড়িশা এফসি। কার্যত দিশেহারা দেখায় তাদের। যদিও ম্যাচ যত গড়িয়েছে ততই যেন চাপ বেড়েছে ওড়িশার।
৭৭ মিনিটের মাথায় একটি পেনাল্টি আদায় করে নেয় মেরিনার্স। সেখান থেকে গোল করতে ভুল করেননি ডোকা। নিজের দ্বিতীয় গোলটি করে ম্যাচের জয় নিশ্চিত করে ফেলেন। এরপর আর কিছু করার ছিল না ওড়িশার। কারণ তাদের হার নিশ্চিত হয়ে যায়। সেখান থেকে ঘুরে দাঁড়ানো বেশ কঠিন ছিল। এমনকী ওড়িশার ফুটবলাররাও তা ভালো করেই বুঝতে পারেনি। ম্যাচের একেবারে শেষের দিকে ডিফেন্সিভ ফুটবল খেলার চেষ্টা করলেও গোল হজম রুখতে পারেনি ওড়িশা।
ম্যাচের একেবারে শেষের দিকে আরও একটি গোল করে অস্ট্রেলিয়ার এই ক্লাবটি। ৮৯ মিনিটের মাথায় দলের চতুর্থ গোলটি করেন রোনাল্ড বার্সেলোস। ম্যাচের ফলাফল দাঁড়ায় ৪-০। অস্ট্রেলিয়ার এই দলের বিরুদ্ধে হেরে বেশ চাপে পড়ে গিয়েছে ওড়িশা। ফাইনালে যেতে হলে ফিরতি লেগের ম্যাচ বড় ব্যবধানে জিততে হবে রয় কৃষ্ণদের।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।