বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League: ঘরের মাঠে জুভেকে গোলের মালা পরিয়ে শেষ ১৬ জায়গা পাকা করল চেলসি

Champions League: ঘরের মাঠে জুভেকে গোলের মালা পরিয়ে শেষ ১৬ জায়গা পাকা করল চেলসি

চেলসির হয়ে ম্যাচের চতুর্থ গোল করে উচ্ছ্বসিত টিমো ওয়ার্নার। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

চেলসির হয়ে এই ম্যাচ চালোবা, জেমস এবং হাডসন-ওডোয়, চেলসির তিন অ্যাকাডেমি থেকে উঠে আসা তারকাই গোল করেন।

গ্রুপ ‘এইচ’র মেগা মোকাবিলায় ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে জুভেন্তাসের মুখোমুখি হয়েছিল চেলসি। জুভেকে কার্যত খড়কুটোর মতো উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬ নিজেদের জায়গা পাকা করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচটি ৪-০ গোলে জেতে চেলসি।

নিজেদের প্রথম চার ম্যাচ জিতে আগেই পরবর্তী রাউন্ডের টিকিট পেয়ে গিয়েছে জুভে। এদিন গ্রুপ শীর্ষে নিজেদের স্থান পাকা করাই ম্যাক্স আলেগ্রির দলের প্রধান উদ্দেশ্য ছিল। সে গুড়ে বালি। ম্যাচের প্রথম থেকে দাপট দেখাতে শুরু করে চেলসি। অ্যান্টোনিও রুডিগারের অ্যাসিস্ট থেকে ২৫ মিনিটের মাথায় স্ট্যামফোর্ড ব্রিজে এ মরশুমে সর্বোচ্চ পঞ্চম গোলটি করেন ডিফেন্ডার ট্রেভর চালোবা। হ্যান্ডবল সন্দেহে গোলটি চেক করা হলেও বাতিল করা হয়নি। এই গোলের পর সঙ্গে সঙ্গেই চিপে প্রাক্তন চেলসি স্ট্রাইকার আলভারো মোরাতার জুভেকে সমতায় ফিরেনোর প্রয়াস দুরন্তভাবে গোললাইন থেকে ক্লিয়ার করে দেন থিয়াগো সিলভা। প্রথমার্ধে আর কোনো গোল হয়নি।

দ্বিতীয়ার্ধে সেরা ফর্মে থাকা চেলসি ফুলব্যাক রিস জেমস কোণের দুরন্ত ব্যবহার করে দারুণভাবে বল জালে জড়িয়ে দেন। তাঁর তিন মিনিটের ব্যবধানে ৫৮ মিনিটের মাথায় ক্যালাম হডসন-ওডোয়ও গোল করে চেলসির তরফে ব্যবধান ৩-০ করেন। এতক্ষণে যে ম্যাচ হাতের বাইরে চলে গিয়েছে তা স্পষ্টই বুঝে যায় জুভে। তারা তো গোল করতে পারেই নি, বরং ম্যাচের এক্সট্রা টাইমে হাকিম জিয়েকের পাস থেকে টিমো ওয়ার্নার গোল করে স্কোরলাইন ৪-০ করেন। 

জুভে গোলরক্ষক ওয়েইচেক সেজনি না থাকলেও আরও বড় ব্যবধানে হারতে হতো জুভেকে। তিনি অসাধারণ জেমস, বেন চিলওয়েলদের বিরুদ্ধে দারুণ কয়েকটি সেভ করেন। এই জয়ের ও গ্রুপের অন্য ম্যাচে মালমোর সঙ্গে জেনিট সেন্ট পিটাসবার্গ ১-১ ড্র করার ফলে ১২ পয়েন্ট নিয়ে চেলসি পরের রাউন্ডে চলে যায়। জুভেরও একই পয়েন্ট থাকলেও তারা গোলপার্থক্যে দ্বিতীয় স্থানে চেলসির পরে রয়েছে। জেনিট রয়েছে চার পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে এবং চ্যাম্পিয়ন্স লিগ মরশুমের প্রথম পয়েন্ট পাওয়া মালমো চারে রয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

কুয়ো খুঁড়তে গিয়ে বেরিয়ে এল কালো সোনা, বাংলায় নতুন জায়গায় সন্ধান মিলল কয়লার মুর্শিদাবাদে রামনবমীতে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, আদালতে রিপোর্ট দিয়ে দাবি রাজ্যের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? কদিন আগে ছেলের ‘প্রেম’ নিয়ে ওঠে প্রশ্ন! ‘আমি বাড়ি না থাকলে ও খুশি’, ফাঁস রচনার বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম' 'যারা ভোট লুঠ করতে চাইছে, তাদের জন্য এবার…' সুপ্রিম রায় নিয়ে উচ্ছসিত মোদী স্নান করে শুধু মুখে জল খেতে নেই, এমনই বলেন অনেকে! কেন জানেন, কী বলছে বিজ্ঞান

Latest IPL News

নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.