শুভব্রত মুখার্জি: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ব্রাজিলের তারকা দানি আলভেজের। তাঁর বিরুদ্ধে রয়েছে গুরুতর অভিযোগ। যৌন নিগ্রহের অভিযোগে ইতিমধ্যেই জেলে যেতে হয়েছে তাঁকে। এ বার আরও দীর্ঘতর হল তাঁর জেলে থাকার মেয়াদ।
দানি আলভেজকে জামিন দিল না বার্সেলোনার আদালত। তাঁর জামিনের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ফ্রি-কিকে দুরন্ত গোল মেসির, রোমাঞ্চকর ম্যাচে শেষ মুহূর্তে জয় PSG-র: ভিডিয়ো
স্প্যানিশ কোর্টে দানি আলভেজের যে জামিনের আবেদন করা হয়েছিল, সেটা মঙ্গলবারই খারিজ করে দিয়েছে আদালত। ফলে এখন জেলেই থাকতে হচ্ছে আলভেজকে। মঙ্গলবার সংবাদ সংস্থা রয়টার্স জানিয়ে দিয়েছে, স্পেনের আদালতের বিচারক আলভেজের আবেদনে সাড়া দেওয়ার প্রয়োজনও বোধ করেননি। ৩৯ বছর বয়সি বিশ্বকাপ খেলা ব্রাজিলিয়ান এই ডিফেন্ডারকে তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে।
কয়েক দিন আগেই যৌন নিগ্রহের অভিযোগের প্রেক্ষিতে ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে গ্রেফতার করা হয়েছিল। গত ২০ জানুয়ারি তাঁকে জেলে বন্দি করা হয়। তখন থেকেই কারাবন্দী রয়েছেন তিনি। উল্লেখ্য গত ২ জানুয়ারি আলভেসের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছিল। তাঁর বিরুদ্ধে মামলা করেছিলেন এক মহিলা।
আরও পড়ুন: বার্সেলোনাতে আর ফেরার সম্ভাবনা নেই মেসির- স্পষ্ট জানিয়ে দিলেন লিওর বাবা
ওই মহিলার তরফে অভিযোগ জানানো হয়েছিল, গত ৩০ ডিসেম্বর বার্সেলোনার একটি নৈশ ক্লাবে আলভেসে সঙ্গে দেখা হয় তাঁর। সেখানেই দু'জনের আলাপপরিচয় হয়। সেখানেই তাঁকে যৌন হয়রানি করেছেন ড্যানি আলভেজ। আলভেজের বিরুদ্ধে 'অনুমতি ছাড়া' বাজে ভাবে স্পর্শ করার অভিযোগ এনেছেন ওই মহিলা।
উল্লেখ্য আলভেজ বার্সেলোনার হয়েই একটা সময়ে খেলতেন। ক্লাবের হয়ে দুই মেয়াদে ৯ বছর খেলেছেন তিনি। ২০২২ সালে বার্সেলোনা ছেড়ে মেক্সিকান ক্লাব পুমাসে যোগ দেন তিনি। যে চুক্তি ছিল ২০২৩ সালের জুন পর্যন্ত। কিন্তু তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ ওঠার পর চুক্তি খারিজ করে দিয়েছে মেক্সিকান ক্লাব পুমাস।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।