আট বছর পরে ফের ডুরান্ড কাপ ঘরে তুলতে চায় মহমেডান (ছবি:ফেসবুক)
Durand Cup 2021 Final: এডু বেডিয়ার গোলে ১৩০ তম ডুরান্ড চ্যাম্পিয়ন এফসি গোয়া
Updated: 03 Oct 2021, 08:34 PM IST
Sanjib Halder
আট বছর পরে ডুরান্ড কাপ জেতা হলনা মহমেডান স্পোর্টিং-এর। ঘরের মাঠে ১৩০ বছরের পুরানো ট্রফি জিততে পারলনা সাদা কালো ব্রিগেড। ম্যাচের একমাত্র গোলটি করলেন এডু বেডিয়া।
এক্সট্রা টাইমে, ম্যাচের ১০৫ মিনিটে বেডিযার গোলে আশা ভঙ্গ মহমেডানের, ১৩০ ডুরান্ত চ্যাম্পিয়ন এফসি গোয়া।
03 Oct 2021, 08:36:42 PM IST
১৩০ তম ডুরান্ড ট্রফির গন্তব্য গোয়া। প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের খেলা গোল শূন্য থাকায়, খেলা গড়ায় এক্সট্রা টাইমে। সেখানে এডু বেডিয়ার ফ্রি কিক থেকে ম্যাচের একমাত্র গোলটি হয়। ম্যাচ জিতে, ট্রফি জিতে মাঠ ছাড়ে এফসি গোয়া। ১০৫ মিনিট পর্যনত এফসি গোয়াকে আটকে রেখেছিল মহমেডান। সেটাই যেন বড় প্রাপ্তি।
এডু বেডিয়ার গোলে ১৩০তম ডুরান্ড চ্যাম্পিয়ন হল এফসি গোয়া
03 Oct 2021, 08:34:39 PM IST
১ মিনিট অ্যাডেড টাইম
কী করবে মহমেডান?
03 Oct 2021, 08:32:22 PM IST
ম্যাচে ফিরতে কি পারবে মহমেডান?
শেষ চেষ্টা করছে মহমেডান। নিকোলার শট অল্পের জন্য বাঁচিয়ে দিলেন এফসি গোয়ার গোলরক্ষক
03 Oct 2021, 08:28:57 PM IST
সময় নষ্ট করছে এফসি গোয়া
খেলা প্রায় শেষের পথে
03 Oct 2021, 08:27:51 PM IST
এগিয়ে এফসি গোয়া
হাতে আর সময় নেই, শেষ চেষ্টা করছে মহমেডান
03 Oct 2021, 08:25:22 PM IST
মহমেডানের ফুটবলার বদল
মিলানকে তুলে জাসকারানপ্রীতকে আনা হয়
03 Oct 2021, 08:25:23 PM IST
এফসি গোয়ার ফুটবলার বদল
১০৮ মিনিটে লিয়েন্ডারের জায়গায় ক্রিস্টি আসেন
03 Oct 2021, 08:18:43 PM IST
ভুল কার ছিল?
মিলান সিং বক্সের সামনে ফাউল করায় ফ্রি কিক পায় এফসি গোয়া। সুযোগ হাতছাড়া করেননি এডু বেডিয়া।
03 Oct 2021, 08:16:06 PM IST
গোল…….
১০৫ মিনটে ফ্রি কিক থেকে গোল করলেন এডু বেডিয়া
03 Oct 2021, 08:15:12 PM IST
মহমেডানের বক্সের সমানে বিপদ
ফ্রি কিক পেয়েছে এফসি গোয়া
03 Oct 2021, 08:14:21 PM IST
১০৪ মিনিট
এফসি গোলায়র কর্ণার দুরন্ত সেভ করলেন মহমেডান গোলরক্ষক
03 Oct 2021, 08:07:52 PM IST
এক্সট্রা টাইমের ৬ মিনিটে সুযোগ পেয়েছিল মহমেডান
বক্সের মধ্যে হেড করেন ভাজ। কিন্তু বল চলে যায় এফসি গোয়ার গোলরক্ষকের হাতে।
03 Oct 2021, 08:05:55 PM IST
এফসি গোয়ার ফুটবলার বদল
গামার জায়গায় মাঠে নামলেন এফসি গোয়ার সেভিয়ার
03 Oct 2021, 08:00:22 PM IST
এক্সট্রা টাইমের পথে চলল ২০২১ ডুরান্ড ফাইনাল
খেলার ফল: মহমেডান স্পোর্টিং-০, এফসি গোয়া-০
03 Oct 2021, 07:57:11 PM IST
নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ খেলার ফল গোল শূন্য
এখনও গোলের মুখ খুলতে পারেনি দুই দল
03 Oct 2021, 07:54:19 PM IST
৯০ মিনিটের খেলা শেষ
তিন মিনিট অতিরিক্ত সময় দেওয়া হয়েছে
03 Oct 2021, 07:53:27 PM IST
৮৭ মিনিট এফসি গোয়ার প্রথম পরিবর্তন
রোমারিওর জায়গায় এলেন রেডিম
03 Oct 2021, 07:43:01 PM IST
ম্যাচের ৮০ মিনিট খেলার ফল গোল শূন্য
হাতে রয়েছে নির্ধারিত সময়ের ১০ মিনিট। কোনও দলকি তারমধ্যে গোল করতে পারবে?
03 Oct 2021, 07:37:24 PM IST
ম্যাচের ৭২ মিনিটে খেলার ফল গোলশূন্য
গোটা যুবভারতী গোল দেখার অপেক্ষায় রয়েছে।
03 Oct 2021, 07:32:16 PM IST
ম্যাচের ৬৬ মিনিট
গোল নেই, ফুটবলাররা মাঠে উত্তপ্ত হয়ে উঠছেন। এডুর সঙ্গে ফাইয়াজের হাল্কা সংঘর্ষ
03 Oct 2021, 07:27:33 PM IST
ম্যাচের ৬৪ মিনিট মহমেডানের প্রথম বদল
আজহারউদ্দিনের জায়গায় মাঠে এলেন ব্র্যান্ডন
03 Oct 2021, 07:23:07 PM IST
খেলা সাময়িক বন্ধ
চোট পেয়েছেন এফসি গোয়ার দেবেন্দ্র
03 Oct 2021, 07:20:08 PM IST
মহমেডানের সমর্থনে যুবভারতীতে লাল হলুদ সমর্থকেরা
মহমেডানের হাত ধরে যেন ডুরান্ড কাপ কলকাতাতেই থাকে, সেই কারণে যুবভারতীতে ভিড় জমিয়েছেন ইস্টবেঙ্গলের সমর্থকেরা।
03 Oct 2021, 07:18:03 PM IST
ম্যাচের ৫৫ মিনিট: খেলার ফল গোল শূন্য
এখনও গোলের মুখ খুলতে পারল না কোনও দল
03 Oct 2021, 07:15:27 PM IST
ফ্রি কিক জিতলেন মার্কাস
মহমেডান আবারও একটি ফ্রি কিক পেল। কিন্তু গোলের মুখ খুলেতে ব্যর্থ সাদা কালো ব্রিগেড।
03 Oct 2021, 07:12:54 PM IST
শুরু দ্বিতীয়ার্ধের খেলা
দ্বিতীয়ার্ধের শুরু থেকে আক্রমণ করছে মহমেডান স্পোর্টিং
03 Oct 2021, 06:50:14 PM IST
অতিরিক্ত সময়ের খেলা চলছে
১ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি
03 Oct 2021, 06:47:33 PM IST
ম্যাচের ৪৩ মিনিট খেলার ফল গোল শূন্য
৪০ মিনিটে গোল করার সুযোগ এসেছিল এফসি গোলায় সামনে। কিন্তু ব্যর্থ হয় গোয়ার দলটি।
03 Oct 2021, 06:41:28 PM IST
ম্যাচে ৩৭ মিনিট খেলার ফল গোল শূন্য
এফসি গোয়ার উপর আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে মহমেডান স্পোর্টিং
03 Oct 2021, 06:39:54 PM IST
৩৫ মিনিটে মহমেডানের গোল বাতিল হয়ে যায়
মিলান দুরপাল্লার শটে গোল করলে সেটা বাতিল হয়ে যায়। আগেই ফাউল ডেকে ছিলেন রেফারি।
03 Oct 2021, 06:38:19 PM IST
ম্যাচের ৩৩ মিনিট উত্তেজনা বাড়ছে যুবভারতীতে
খেলার ফল গোল শূন্য
03 Oct 2021, 06:36:26 PM IST
ম্যাচের প্রথম ড্রিঙ্কস ব্রেক
খেলার ফল গোল শূন্য
03 Oct 2021, 06:35:13 PM IST
ম্যাচের দ্বিতীয় কার্ড
নিকোলা ম্যাচের দ্বিতীয় হলুদ কার্ড দেখলেন
03 Oct 2021, 06:28:49 PM IST
সুযোগ এসেছিল মহমেডানের সামনে
ম্যাচের ২৩ মিনিটে এফসি গোয়ার বক্সে ঢুকে গিয়েছিল মার্কাস। কিন্তু শেষ পর্যন্ত গোল করতে ব্যর্থ হন।
03 Oct 2021, 06:25:32 PM IST
ম্যাচের প্রথম কুড়ি মিনিট, খেলার ফল গোল শূন্য
দুই দল বেশ কিছু সুযোগ পেলেও গোল করতে ব্যর্থ হয়েছে।
03 Oct 2021, 06:22:11 PM IST
ম্যাচের প্রথম হলুদ কার্ড
আজহারউদ্দিন ম্যাচের ১৩ মিনিটে হলুদ কার্ড দেখলেন
03 Oct 2021, 06:15:33 PM IST
ম্যাচের প্রথম দশ মিনিট খেলার ফল গোল শূন্য
ম্যাচের প্রথম দিকে আক্রমেণের ঝাঁঝ বাড়িয়েছিল মহমেডান। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি মার্কাস। তবে ম্যাচের ৮ মিনিটে সুযোগ এসেছিল এফসি গোয়ার সামনে।
03 Oct 2021, 06:11:28 PM IST
শুরু হতে চলেছে ১৩০ তম ডুরান্ড কাপ ফাইনাল
যুবভারতীতে ঘরোয়া সমর্থকদের সামনে তৃতীয়বার ডুরান্ড জিততে তৈরি মহমেডান স্পোর্টিং ক্লাব।
03 Oct 2021, 06:00:45 PM IST
দেখে নিন দুই দলের প্রথম একাদশ!!
মহমেডান স্পোর্টিং ক্লাব: টি. মাউইয়া, ভাজ, জোসেফ, আলি, মিলান, শাহিন,নিকোলা, চুলোভা, এ.মালিক, মনোজ, শেখ ফাইয়াজ
কোচ: অ্যান্ড্রে চার্নোশভ
এফসি গোয়া: কুমার, স্যানসন, নগুয়েরা,লনেন্দ্রো,রোমারিও, সেভিয়র, এডু বেডিয়া, ইভান, মুরগাওয়াকর, পাপুইয়া, নেমিল
কোচ: জুয়ান ফার্নান্দো
সার্চ
Copyright © HT Media Limited All rights reserved.
No Network
Server Issue
Internet Not Available