বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Durand Cup 2023: দলের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন, বাড়তি গুরুত্ব মোহনবাগানকে- ডার্বির আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ

Durand Cup 2023: দলের দুর্বলতার কথা স্বীকার করে নিয়েছেন, বাড়তি গুরুত্ব মোহনবাগানকে- ডার্বির আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ

কার্লেস কুয়াদ্রাত।

হাইভোল্টেজ এই ডার্বির আগে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্য সতর্ক। আবেগে না ভেসে তিনি প্রতিটা পা হিসেব কষে ফেলতে চান। গ্রুপ লিগে যে ভাবে ছক কষে বাগানকে হারিয়েছিলেন, সেই ভাবেই এবারও সমীকরণটা কষতে চান কুয়াদ্রাত।

রবিবার মরশুমের দ্বিতীয় ডার্বি। এবার এই ডার্বি ঘিরে উত্তেজনাটাই আলাদা। এবার আর এক তরফা ম্যাচের বিষয় নেই। ডুরান্ডের গ্রুপ লিগের ডার্বিতে মোহনবাগানকে হারিয়ে ইস্টবেঙ্গলও আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। ডুরান্ড ফাইনালে লড়াইটা হবে তাই সেয়ানে সেয়ানে। এই লড়াইটা দুই স্প্যানিশ কোচের মগজাস্ত্রের। লড়াইটা একে অপরকে পিছনে ফেলে নিজেদের জয়ধ্বজা ওড়ানোর। লড়াইটা বদলারও।

হাইভোল্টেজ এই ডার্বির আগে ইস্টবেঙ্গলের হেড কোচ কার্লেস কুয়াদ্রাত অবশ্য সতর্ক। আবেগে না ভেসে তিনি প্রতিটা পা হিসেব কষে ফেলতে চান। গ্রুপ লিগে যে ভাবে ছক কষে বাগানকে হারিয়েছিলেন, সেই ভাবেই এবারও সমীকরণটা কষতে চান কুয়াদ্রাত। গ্রুপ লিগের ডার্বিতে মোহনবাগান কোচ জুয়ান ফেরান্দো সে ভাবে সম্ভবত পাত্তাই দেননি ইস্টবেঙ্গলকে। যার ফল মোহনবাগানকে হাতেনাতে পেতে হয়েছে। কিন্তু ফাইনালের ডার্বিতে আর ইস্টবেঙ্গলকে গুরুত্ব না দেওয়ার ভুল করবেন না ফেরান্দো। তাই লাল-হলুদের লড়াইটাও কিন্তু সহজ হবে না।

আর এই কথাটা ভালো ভাবেই মাথায় রেখেছেন কুয়াদ্রাত। তিনি তাই বলেও দিয়েছেন, ‘ওরা (মোহনবাগান) এএফসি কাপ খেলছে। নেপাল, বাংলাদেশ এমন কী ভারতের চ্যাম্পিয়ন দলকে হারিয়েছে। মুম্বই এফসিকেও হারিয়েছে। বাগানও নিশ্চিত ভাবে ফাইনালের জন্য তৈরি হচ্ছে। ডার্বি ফাইনাল ভীষণ গুরুত্বপূর্ণ। মোহনবাগান পর পর দু’টো ডার্বি হারতে চাইবে না। আমাদের প্রথম মিনিট থেকেই সতর্ক থাকতে হবে।’

ম্যাচ নিয়ে তাঁর পরিকল্পনা সম্পর্কে বলতে গিয়ে কুয়াদ্রাত বলেছেন, ‘৯০ মিনিট খেলতে হবে। তার পর টাইব্রেকার। কেউই পেনাল্টিতে যেতে চাইব না। ওরা নির্ধারিত সময়ে খেলা শেষ করতে চাইবে। আমরাও তাই-ই চাই। এটা পরিষ্কার যে, আমাদের জেতাই মূল লক্ষ্য। টিমে অনেক নতুন প্লেয়ার। কঠিন সময় পেরিয়ে ফাইনালে উঠেছি। এ বার মরশুমের প্রথম ট্রফি জিততেই হবে।’

ডুরান্ড ফাইনালে আবহাওয়া নিয়ে প্রশ্ন করা হলে, লাল-হলুদ কোচ স্পষ্ট বলে দিয়েছেন, ‘আবহাওয়ার দু'টো দলের জন্য একই রকম থাকবে। আমরা এখানে প্র্যাক্টিস ম্যাচ খেলেছি। সমস্যা হবে না। এই পরিবেশে খেলার অভ্যেস ফুটবলারদের আছে।’

প্রথম ডার্বিতে আন্ডারডগ হিসেবে শুরু করলেও, টুর্নামেন্টের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে উন্নতি করেছে ইস্টবেঙ্গল। বাংলাদেশের বিরুদ্ধে ড্র দিয়ে শুরু করলেও তারপর চারটে ম্যাচ জিতেছে। সেই ছন্দ ধরে রেখেই বাজিমাত করতে চান লাল-হলুদের স্প্যানিশ কোচ।

কুয়াদ্রাত বলেছেন, ‘আমরা প্রথম ম্যাচে এগিয়ে গিয়েও দু'গোল হজম করে বাংলাদেশের বিরুদ্ধে ড্র করেছিলাম। তার পর ডার্বি জেতায় দলের আত্মবিশ্বাস বাড়ে। নতুন দল, নতুন ফুটবলার, মানিয়ে নিতে, টুর্নামেন্টের গুরুত্ব বুঝতে একটু সময় লাগবেই। সেমিফাইনাল জয় অনেকটাই সাহায্য করেছে। আমরা জানি কোন জায়গা থেকে এখানে পৌঁছেছি।’

তবে দলের যে এখনও বহু জায়গায় উন্নতি প্রয়োজন সে কথা মেনে নিয়েছেন কুয়াদ্রাত। নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ইস্টবেঙ্গল কিন্তু খুব খারাপ খেলেছে। ভাগ্য সঙ্গে দিয়েছে বলে, লাল-হলুদ কোনও মতে জিতেছে। তবে ম্যাচে পুরোটাই দারুণ খেলেছিল নর্থইস্টই। যে কারণে সম্ভবত কুয়াদ্রাত বলছিলেন, ‘এখনও অনেক জায়গায় উন্নতি করতে হবে। একটা প্রজেক্ট সবে শুরু হয়েছে। সময় লাগবে সব ঠিক করতে। ক্লেটন এখনও প্রথম একাদশে শুরু করতে পারেনি।’

চোট নিয়ে এখনও চিন্তায় স্প্যানিশ কোচ। ক্লেটন, শৌভিক, পারদোকে নিয়ে দ্বিধায় কুয়াদ্রাত। তিনি বলেছেন, ‘ক্লেটন, পারদো পুরো ফিট নয়। এ সবের বাইরে গিয়ে বলতে পারি, আমরা মানসিক ভাবে তৈরি। সেটাই আসল বিষয়।’ কুয়াদ্রাতের পাশে বসে ইস্টবেঙ্গলের তারকা বোরহা বলেন, ‘আমরা ডার্বি জিততে চাই। ফাইনাল জিততে চাই। দু’টো দলই জিততে চাইবে। দুটো টিমের কাছেই গুরুত্বপূর্ণ একটা ফাইনাল। আমরা সমর্থকদের জন্য খেলব। আমরা মানসিক এবং শারীরিক ভাবে ১০০ শতাংশ দেওয়ার জন্য তৈরি’ লাল-হলুদ জার্সির সঙ্গে স্পেনের বিরাট মিল। এই নিয়ে প্রশ্ন করতেই বোরহা হাসতে হাসতে বলল, ‘হ্যাঁ অনেকটাই দেশের জার্সির মতো। তবে লোগোটাই যা আলাদা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

স্ত্রী-সন্তানদের ভুলে ২য় বিয়ে, মা হতে পারেননি শাবানা! দাম্পত্য নিয়ে বেফাঁস জাভেদ পতৌদি নবাবকে বিয়ে, ধর্মান্তরিত হন!শর্মিলাকে দিনে ৩বার রান্নাঘরে যেতে বলেন স্বামী সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি হলেন কপিল সিব্বল, খুশি মমতারা কেতু ও সূর্যের কৃপায় শুভ রাজযোগ! চাকরিতে প্রমোশন, টাকার জোয়ারে ভাসবে বহু রাশি অন্ধ্রপ্রদেশে ভোট পরবর্তী হিংসা, গণনার পরেও ১৫ দিন বাহিনী রাখার নির্দেশ EC-র জুতো ছিঁড়ল মমতার, মঞ্চে দাঁড়িয়ে সেফটিপিন লাগালেন নিজেই, পরে পা মেলালেন নৃত্যে ষষ্ঠ দফায় ৩৯% প্রার্থী কোটিপতি, দরিদ্রতমের সম্পদ মাত্র ২ টাকা! রাহুল এবার বিয়ে করুক,ছেলেপুলে হোক, সুখী থাকুক,ভাইকে নিয়ে আর কী বললেন প্রিয়াঙ্কা? গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি শীতলকুচিতে শুটআউট! তৃণমূল পঞ্চায়েত প্রধানকে গুলি, বিজেপিকে কাঠগড়ায় তুলল TMC

Latest IPL News

গভীর অন্ধকারের মধ্যে.....টানা হারের যন্ত্রণার কথা জানালেন RCB-র বিরাট কোহলি IPL 2024-ধোনির এটাই শেষ মরশুম নয়, আরসিবি ম্যাচের আগে বড় বার্তা প্রাক্তন সতীর্থর ‘ভামিকা ভালোই ব্যাট চালাচ্ছে, তবে ক্রিকেটে আসবে কিনা’!মেয়েকে নিয়ে বিরাটের বার্তা IPL 2024-বন্ধু অভিষেকের পরিবারের সঙ্গে দেখা করে মন জিতলেন শুভমন গিল…দেখুন ভিডিয়ো 'তোমার বন্ধু সুনীল তো অনেক ভালো-ভালো কথা বলেছে', RCB-র গুগলিতে ভ্যাবাচাকা বিরাট বাউন্ডারি বড় করা হোক,নাহলে ভবিষ্যৎ-এ কেউ বোলার হতে চাইবে না,বড় বার্তা কুম্বলের গম্ভীর সব সময়ে বিতর্ক তৈরি করার চেষ্টা করেন- প্রাক্তনীর গলায় গৌতির সমালোচনা শনিবারই IPL-র মঞ্চে শেষ সাক্ষাৎ বিরাট-ধোনির, অঙ্ক মেলাতে পারলেই প্লে অফে RCB RR ম্যাচে KKR-এর পরিকল্পনা থেকে নাইটদের সাজঘরের ছবি তুলে ধরলেন নাইট কোচ RCB vs CSK ম্যাচে ধোনিকে কি অন্য ভূমিকায় দেখা যাবে? কেন বোলিং অনুশীলন করলেন মাহি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.